SOF গার্ল চাইল্ড স্কলারশিপ (ছাত্রীদের জন্য)

by

সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন স্কলারশিপ –

সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন এর অধীনে বেশ কয়েকটি স্কলারশিপ আছে।

SOF গার্ল চাইল্ড স্কলারশিপ তেমনই একটি স্কলারশিপ স্কিম।

স্কুল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় অবধি পড়াশোনায় সাহায্য পাওয়া যায় এই স্কলারশিপের মাধ্যমে। 

বর্তমানে এই স্কলারশিপের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ চলছে। 

৩১ শে মার্চ, ২০২৩ এর মধ্যে স্কলারশিপের টাকা ঢুকে যাবে আবেদনকারীর স্কুলে। 

SOF Girl Child Scholarship Scheme  – (এটি শুধু মাত্র মেয়েদের জন্য)

SOF-গার্ল-চাইল্ড-স্কলারশিপ-স্কিম

এই SOF গার্ল চাইল্ড স্কলারশিপ পাবার যোগ্যতা?

প্রথম থেকে দশম শ্রেণীতে পাঠরতা পড়ুয়া হতে হবে। 

সর্বশেষ পরীক্ষাতে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

পড়ুয়ার বাবা ও মায়ের সম্মিলিত রোজগার মাসিক ১৫০০০ টাকার কম হতে হবে। 

যে বিদ্যালয়ে ছাত্রী পড়াশোনা করে সেই বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাকে এই স্কলারশিপের জন্য প্রস্তাবনা দিতে হবে যাতে পড়ুয়াটি এই স্কলারশিপ পায়। 

SOF Girl Child স্কলারশিপ এর মূল্য কত ?

আবেদনকারীদের মধ্যে প্রতি বছর ৩০০ জন ছাত্রীকে দেওয়া হয় ৫০০০ টাকা করে  । 

আবেদনের শেষ তারিখ – 22 শে ফেব্রুয়ারী ২০২২।

কি কি ডকুমেন্টস লাগবে ?

ফিল আপ করা আবেদন পত্রটি ,

আগের বছরের রেজাল্ট এর কপি যা স্কুলের হেড সই করে দেবেন।

কি করে আবেদন করা যাবে ?

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে apply now বাটনে ক্লিক করতে হবে।

তার পর  “Online Registrations for Schools and Students” বাটনে ক্লিক করতে হবে। 

তারপর  ‘Registration by Students’ বাটনে ক্লিক করে নিজের নাম রেজিস্টার করতে হবে। 

এরপর সমস্ত তথ্য দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে ও রেজিস্ট্রেশন ফী জমা দিতে হবে অনলাইনেই। 

এই উপরের সমস্ত পদ্ধতিটি বিদ্যালয় কর্তৃপক্ষকেই করতে হবে। 

( বিশেষ দ্রষ্টব্য : – এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে নিজের স্কুলের সাথে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ কে বলো আবেদন করে দিতে )

The schools will send a proposal, duly signed by the Head Master/Head Mistress/ Principal to recommend a girl child for this scholarship at the National Office of Science Olympiad Foundation. The schools can download the nomination form from the official website.

SOF Girl Child স্কলারশিপ কারা পাবে তা নির্বাচন পদ্ধতি

ফাউন্ডেশন কর্তৃপক্ষই পড়ুয়ার সমস্ত আবেদনের তথ্য দেখে নির্বাচন করবে যে কারা স্কলারশিপটি পাওয়ার যোগ্য।

নির্বাচন হবার পর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে ও তা স্কুল মারফত ছাত্রীদের জানিয়ে দেওয়া হবে। 

আবেদনের ফর্ম টি ডাউনলোড করো

যোগাযোগের ঠিকানা –

Science Olympiad Foundation
Plot no 99, Sector – 44, Gurgaon. (Haryana) India. Pin – 122003

Regd Office: 

406, Taj Apartment, Ring Road, Adjacent Safdarjung Hospital, New Delhi, India. Pin – 110029

Email: info@sofworld.org

যোগাযোগের নম্বর-

Landline: +91 124-4951200
Mobile: +91 9312680855
Mobile2: +91 9312680857

All working Days From
Monday – Saturday
9:00 AM – 5:30 PM
(2nd and 4th Saturdays Closed)

সীতারাম জিন্দাল স্কলারশিপ – যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি

আগা খান ফাউন্ডেশন স্কলারশিপ । জে এন টাটা এন্ডোমেন্ট স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ – বিস্তারিত খুঁটিনাটি

জি পি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ ও ONGC ফাউন্ডেশন স্কলারশিপ

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!