সীতারাম জিন্দাল স্কলারশিপ – যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি

by

সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে এই স্কলারশিপটি প্রদান করা হয়।সীতারাম জিন্দাল ফাউন্ডেশন একটি ব্যাঙ্গালোরে অবস্থিত চ্যারিটেবল ট্রাস্ট যারা বেশ কিছু বছর ধরে বিভিন্ন স্তরে সমস্ত শ্রেণীর মধ্যে শিক্ষার প্রসারের জন্য কাজ করে আসছে ।

তাদের সেই কাজের একটি মাধ্যম হলো স্কলারশিপ প্রদান করে ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতির অর্থনৈতিক সীমাবদ্ধতাকে অতিক্রম করার সুযোগ করে দেওয়া।

এই সীতারাম জিন্দাল স্কলারশিপ প্রোগ্রামটি সম্পূর্ণ রূপে মেরিট কাম মিন্স পদ্ধতিতে দেওয়া হয়; অর্থাৎ গরিব বা নিম্ন মধ্যবিত্ত মেধাবী ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু আর্থিক কারণে তা বাধাপ্রাপ্ত হচ্ছে বা হতে পারে তাদেরই তা দেওয়া হবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপ কারা পাবে ?

একাদশ শ্রেণী থেকে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতকোত্তর পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। 

সীতারাম জিন্দাল স্কলারশিপ এ কত টাকা পাওয়া যাবে ?

নির্বাচিত পড়ুয়ারা ২৫০০ টাকা পর্যন্ত প্রতি মাসে আর্থিক সহায়তা পেতে পারে।

পড়াশোনার প্রতিটি স্তরে স্কলারশিপের পরিমান বিভিন্ন তাই নিচের তালিকা দেওয়া হল কোন স্তরের পড়াশোনাতে কত  টাকা স্কলারশিপের দরুন পাওয়া যেতে পারে। 

পড়াশোনার স্তরস্কলারশিপের কোন ক্যাটাগরির জন্য আবেদন যোগ্য  
একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ক্যাটাগরি A 
ITI ( গভর্নমেন্ট ও প্রাইভেট )ক্যাটাগরি B 
  স্নাতক/ গ্র্যাজুয়েশন  স্তরের জন্য
    ও
স্নাতকোত্তর / পোস্ট গ্রাজুয়েশন 

 ( মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ছাড়া )
ক্যাটাগরি C 
ডিপ্লোমা ক্যাটাগরি D 
 মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এর স্নাতক কোর্স ক্যাটাগরি E 
সীতারাম জিন্দাল স্কলারশিপ 
সীতারাম জিন্দাল স্কলারশিপ 

একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ (ক্যাটাগরি A)-

কারা এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য ?

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাধ্যমিক বা দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষাতে যেসব ছাত্রছাত্রীরা ( ছেলেরা ৬০% ও মেয়েরা ৫৫% নম্বর সহ) পাস্ করবে তারা স্কলারশিপের জন্য আবেদন যোগ্য।  

কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে ?

মেয়েরা প্রতি মাসে ৭০০ টাকা করে।  

ছেলেরা প্রতি মাসে ৫০০ টাকা করে পাবে। 

ITI (গভর্নমেন্ট ও প্রাইভেট) পড়ার জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ – (ক্যাটাগরি B )

কারা স্কলারশিপের জন্য আবেদন যোগ্য ?

গভর্নমেন্ট  কলেজে  ITI পড়লে সর্বশেষ পরীক্ষাতে যেসব ছাত্রছাত্রীরা শুধু পাস মার্কস পেয়ে পাস্ করবে তারা আবেদন যোগ্য।

প্রাইভেট কলেজে  ITI পড়লে সর্বশেষ পরীক্ষাতে ছেলেদের ক্ষেত্রে  ৪৫% ও মেয়েদের  ৩৫% নম্বর সহ পাস্ করলে তারা স্কলারশিপের জন্য আবেদন যোগ্য।  

কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে ?

গভর্নমেন্ট  কলেজে  ITI পড়ুয়ারা  প্রতি মাসে ৫০০ টাকা করে।

প্রাইভেট কলেজে  ITI পড়ুয়ারা প্রতি মাসে ৭০০ টাকা করে পাবে। 

স্নাতক/ গ্র্যাজুয়েশন কোর্সের জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ ( ক্যাটাগরি C) –

এর অধীনে বিভিন্ন্ কোর্স গুলিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা –

১) জেনারেল স্ট্রিমে  –  B.A., B.Com, B.Sc., BFA, BCA, BBA, BBM, Bachelor of Business Economics/Finance, B.Sc. (Ag.), BVSC, যেকোনো ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স (ইন্টিগ্রেটেড কোর্সের ক্ষেত্রে প্রথম ৩ বছর স্কলারশিপের জন্য গ্র্যাজুয়েশন হিসেবে ধরা হবে ) 

২) এনভায়রনমেন্ট স্ট্রিমে – এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার , এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট ও এনভায়রনমেন্ট জার্নালিস্ট। 

৩) হসপিটালিটি , মাইক্রোবায়োলজি, সোশ্যাল ওয়ার্ক ও ফরেনসিক সায়েন্স। 

কত টাকা স্কলারশিপ পাবে ?

এই ৩ ধরণের বিষয়ে যারা গ্র্যাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে ছেলেরা ১১০০ টাকা প্রতি মাসে পাবে। 

মেয়েরা ১৪০০ টাকা প্রতি মাসে পাবে। 

শারীরিকভাবে প্রতিবন্ধী পড়ুয়ারা মাসে ১৪০০ টাকা করে পাবে। বিধবা / এক্স সার্ভিসম্যানদের সন্তান অবিবাহিত হলে ১৫০০ টাকা পাবে প্রতি মাসে।

স্কলারশিপ পাবার যোগ্যতা ?

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছেলেদের সর্বশেষ পরীক্ষাতে ৬০ % ও মেয়েদের ৫৫% নম্বর পেয়ে পাস্ করতে হবে। 

স্নাতকোত্তর /পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ (ক্যাটাগরি C) –

১)  M.A., M.Phil, M.Com, M.Lib (Science), MBA, Master of Business Economics/Finance/ Human Resources Management/ International Business/ M.Sc. / MVSc, M.Sc. (এগ্রিকালচার ), MCA, অরগ্যানিক এগ্রিকালচার, সোলার এনার্জি , রুরাল/আরবান ম্যানেজমেন্ট , ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স গুলির শেষ ২ বছর এই স্কলারশিপের অধীনে পড়বে। 

২) এনভায়রনমেন্ট স্ট্রিমে – এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার , এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট , ও এনভায়রনমেন্ট জার্নালিস্ট। 

৩) হসপিটালিটি , মাইক্রোবায়োলজি, সোশ্যাল ওয়ার্ক ও ফরেনসিক সায়েন্স। 

কত টাকা স্কলারশিপ পাবে ?

এই ৩ ধরণের বিষয়ে যারা গ্র্যাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে ছেলেরা ১৫০০ টাকা প্রতি মাসে পাবে। 

মেয়েরা ১৮০০ টাকা প্রতি মাসে পাবে। 

শারীরিকভাবে প্রতিবন্ধী পড়ুয়ারা মাসে ১৮০০ টাকা করে পাবে। 

বিধবা / এক্স সার্ভিসম্যানদের সন্তান অবিবাহিত হলে ১৮০০ টাকা পাবে প্রতি মাসে।

স্কলারশিপ পাবার যোগ্যতা ?

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছেলেদের সর্বশেষ পরীক্ষাতে ৬০% ও মেয়েদের ৫৫% নম্বর পেয়ে পাস্ করতে হবে।

ডিপ্লোমা কোর্স সীতারাম জিন্দাল স্কলারশিপ – ( ক্যাটাগরি D ) –

ডিপ্লোমা কোর্সের অধীনে ৪ তো বিভাগ করা হয়েছে যেমন –

১) সমস্ত ধরণের ডিপ্লোমা কোর্স।

২) এনভায়রনমেন্ট স্ট্রিমে ডিপ্লোমা – এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার , এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট , ও এনভায়রনমেন্ট জার্নালিস্ট।  

৩) ডিপ্লোমা ইন নার্সিং, ফার্মাসি, ফিজিওথেরাপি। 

৪) ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি, এক্স রে  টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি   , ডায়ালাইসিস টেকনোলজি, অপথালমিক টেকনোলজি, ডেন্টাল মেকানিকস।  

কত টাকা স্কলারশিপ পাবে ?

মেয়েরা – ১২০০ টাকা প্রতি মাসে

ছেলেরা – ১০০০ টাকা প্রতি মাসে

স্কলারশিপ পাবার যোগ্যতা ?

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছেলেদের সর্বশেষ পরীক্ষাতে ৫৫ % ও মেয়েদের ৫০ % নম্বর পেয়ে পাস্ করতে হবে।

ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল এর স্নাতক কোর্স এর জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ – (ক্যাটাগরি E) – 

১) সমস্ত স্ট্রিমের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স আর্কিটেকচার সহ- 

কত টাকা স্কলারশিপ পাবে ?

মেয়েরা – ২৩০০ টাকা প্রতি মাসে

ছেলেরা – ২০০০ টাকা প্রতি মাসে

২) গ্র্যাজুয়েট মেডিসিন কোর্স Naturopathy, M.B.B.S, Dental, B.Pharma, Homeopathy and Ayurveda

কত টাকা স্কলারশিপ পাবে ?

মেয়েরা – ৩০০০ টাকা প্রতি মাসে

ছেলেরা – ২৫০০ টাকা প্রতি মাসে

৩) পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন – Engineering & Medicine Courses including Homeopathy, Naturopathy, M.Pharma, Surgery  ( MDS বাদ  দিয়ে )

কত টাকা স্কলারশিপ পাবে ?

মেয়েরা – ৩২০০ টাকা প্রতি মাসে

ছেলেরা – ২৮০০ টাকা প্রতি মাসে

যেসব পড়ুয়ারা হোস্টেলে থাকবে তারা উপরের স্কলারশিপের দরুন প্রাপ্ত অর্থের সাথে কিছু আরো অর্থ পাবে , যথা

ITI, ডিপ্লোমা , গ্র্যাজুয়েট , বা পোস্ট গ্র্যাজুয়েট এর পড়ুয়াদের ক্ষেত্রে ১২০০ টাকা প্রতি মাসে অতিরিক্ত পাবে। 

ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল এর স্নাতক  ও স্নাতকোত্তর কোর্স এর পড়ুয়াদের ক্ষেত্রে ১৮০০ টাকা প্রতি মাসে অতিরিক্ত পাবে। 

স্কলারশিপ পাবার যোগ্যতা ?

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছেলেদের সর্বশেষ পরীক্ষাতে ৬০ % ও মেয়েদের ৬০ % নম্বর পেয়ে পাস্ করতে হবে।

স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করা যাবে ?

সীতারাম জিন্দাল স্কলারশিপ শুধুমাত্র অফলাইন মাধ্যমেই আবেদন করা যায়। 

স্কলারশিপ পাওয়ার জন্য আর কি কি শর্ত আছে ?

  • পরিবারের অন্যান্য সদস্যরা চাকরিরত হলে পারিবারিক বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।
  • অন্যান্যদের জন্য পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষের কম হতে হবে।
  • আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক প্রতিবন্ধীদের জন্য শুধু মাত্র সমস্ত বিষয়ে পাস্ মার্কস পেলেই তারা আবেদনযোগ্য।  

সীতারাম জিন্দাল স্কলারশিপ এর জন্য আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে ?

মাধ্যমিক / উচ্চমাধ্যমিকের মার্কশিট  

সর্বশেষ পরীক্ষার মার্কশিট 

ইনকাম সার্টিফিকেট 

মেরিট সার্টিফিকেট (applicable for Medical, Engineering, Diploma and MBA students)

যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেখানে দেওয়া শেষ ফী পেমেন্ট রিসিপ্ট applicable for Medical, Engineering, Diploma and MBA students)

হোস্টেলে যারা থাকে তাদের ক্ষেত্রে হোস্টেল ওয়ার্ডেনের সার্টিফিকেট। 

শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট ( শুধুমাত্র শারীরিকভাবে যারা প্রতিবন্ধী তাদের জন্য )

এক্স সার্ভিসম্যানের স্ত্রী বা সন্তান বা বিধবা হলে তার সার্টিফিকেট। 

সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য কখন আবেদন করা যায়?

পড়ুয়ার যখন প্রয়োজন হবে তখনই আবেদন করা যায় অর্থাৎ সারা বছর ধরে করা যায়।

অফলাইনে আবেদন করার জন্য  যোগাযোগের ঠিকানা –

Sitaram Jindal Foundation
Jindal Nagar, Tumkur Road, Bangalore – 560073

অফলাইনে আবেদনের জন্য ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন – https://www.sitaramjindalfoundation.org/scholarships-for-students-in-bangalore.php

ডঃ রেড্ডিস ফাউন্ডেশন সশক্ত স্কলারশিপ

সংস্কৃতি ফাউন্ডেশনের ফেলোশিপ স্কলারশিপ

জি পি বিড়লা ফাউন্ডেশন ও ONGC ফাউন্ডেশন স্কলারশিপ

ঐক্যশ্রী স্কলারশিপ কি ? কাদের জন্য ? কত টাকা পাওয়া যায় ?

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!