জীবন কখনো একইভাবে চলেনা, ভালো সময় বা খারাপ সময় সবই আমাদের জীবনেরই অংশ।
ভালো সময় তো খুব ভালোভাবেই কেটে যায় কিন্তু খারাপ সময়ে আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের উৎসাহ কমতে থাকে, আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়।
এইরকম সময় কেউ যদি আমাদের পাশে থাকে, আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগায় তবে খারাপ পরিস্থিতিকে কাটিয়ে আমরা সহজেই ঘুরে দাঁড়াতে পারি।
বাবা, মা, ভাই, বোন, শিক্ষক, শিক্ষিকা বা বন্ধুবান্ধব এদের সকলের কাছ থেকেই আমরা কোনো না কোনো সময়ে মোটিভেশন পেয়ে থাকি।
তবে এখন ইন্টারনেট এর যুগে আপনি বাড়িতে বসেই প্রচুর মোটিভেশন পেতে পারেন শুধুমাত্র ইউটিউব থেকেই।
অন্য কারোর থেকে পাওয়া মোটিভেশন ক্ষণস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী সেটাই হয় যা ভেতর থেকে আসে।
তাই এইসমস্ত মোটিভেশনাল ভিডিও বাস্তবে কতটা কার্যকরী তা তো তর্কের বিষয়।
কিন্তু একথাও সত্যি যে বহু মানুষই এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। যদি আপনি সন্দীপ মাহেশ্বরী র নাম শুনে থাকেন তাহলে আপনিও ব্যতিক্রম নন।
তাই যদি আপনার জীবনেও মোটিভেশন এর প্রয়োজন থাকে তবে আপনি এই ধরনের ভিডিও দেখতেই পারেন, অথবা যদি আপনি অন্যদের মোটিভেট করার ক্ষমতা রাখেন তাহলে আপনি মোটিভেশনাল ভিডিও র ইউটিউব চ্যানেল বানিয়ে অর্থ উপার্জন ও করতে পারেন।
ভাবছেন বাংলায় মোটিভেশনাল ভিডিও চলবে কিনা? অবশ্যই চলবে। সবাই সন্দীপ মাহেশ্বরী না হলেও বাংলাতেও যে মোটিভেশনাল ভিডিও ভালোই চলে তার প্রমাণ হলো নিচের চ্যানেলগুলি।
তাই এই নিবন্ধে আমরা দেখে নেবো বাংলা ভাষায় সেরা কিছু মোটিভেশনাল ইউটিউব চ্যানেল। এবং একইসাথে চ্যানেলগুলির সেরা কিছু ভিডিও ও দেওয়া রইল।
সেরা বাংলা মোটিভেশনাল ইউটিউব চ্যানেল
Success Never End
এই চ্যানেলের বর্তমানে সাবস্ক্রাইবার এর সংখ্যা 2.56M কাজেই বুঝতেই পারছেন যে বাংলা ভাষাতেও ইউটিউব চ্যানেল খুলে সফল হওয়া সম্ভব।
১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এরকম ভিডিওর সংখ্যা প্রায় ৪০ টি এবং এই চ্যানেলের ক্রিয়েটর শেষ যে earning proof এর ভিডিও বানিয়েছেন সেই ভিডিওর তথ্য অনুযায়ী এই চ্যানেলের মাসিক আয় গড়ে ৬০,০০০ টাকার বেশিই হয়।
জীবন-সমস্যার সমাধান
এই চ্যানেলের ক্রিয়েটর হলেন সুমন সাহা যার বেশ আরো কয়েকটি চ্যানেল রয়েছে।
জীবন সমস্যার সমাধান চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে প্রায় 2.2M এবং প্রায় ৩০ টিরও বেশি ভিডিও রয়েছে যেগুলি ১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
সহজ জীবন
এই চ্যানেলের প্রায় ৫০টি ভিডিও ১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং বর্তমানে মোট সাবস্ক্রাইবার এর সংখ্যা 2.24M। এই চ্যানেলের মাসিক গড় আয় ও ৫০,০০০ টাকা।
Gourab Tapadar
গৌরব তপাদার এর চ্যানেলের দশটির বেশি ভিডিও ১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং মোট সাবস্ক্রাইবার এর সংখ্যা 1.65M। এই চ্যানেলে র বেশিরভাগ ভিডিও র ই মূল বিষয়বস্তু হলো পার্সোনাল ডেভেলপমেন্ট।
Bong Motivation
এই চ্যানেলের সাবস্ক্রাইবার এর সংখ্যা 1.42M এবং ১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এরকম ভিডিও ১৫ টি।
Inspire Young Indian
এই মোটিভেশনাল ইউটিউব চ্যানেলটির ক্রিয়েটর হলেন দীপঙ্কর রায় এবং চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা 1.27M।
১৫ টির বেশি ভিডিও আছে যেগুলির প্রাপ্ত ভিউ সংখ্যা ১ মিলিয়নের বেশি।
Pi Fingers Motivation
এই চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা 1.16M এবং প্রায় ২০টি ভিডিও এমন আছে যেগুলি ১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
বিভিন্ন ব্যক্তির জীবনের সফলতার কাহিনী আপনি এই চ্যানেলের ভিডিওগুলিতে পেয়ে যাবেন। চ্যানেলটির ক্রিয়েটর হলেন সাইফুল্লাহ সইফ।
সুতরাং বুঝতেই পারছেন যে বাংলায় ভালো মোটিভেশনাল চ্যানেল বানাতে পারলে ইনকাম করার সুযোগ যথেষ্টই রয়েছে।
এই সমস্ত কনটেন্ট ক্রিয়েটররা কেউই কিন্তু খুব কম সময়ে এত মিলিয়ন সাবস্ক্রাইবার পাননি। এনারা প্রত্যেকেই প্রায় ৬/৭ বছর ধরে একভাবে ভিডিও বানিয়ে চলেছেন।
তাই আপনিও যদি এই ধরনের ভিডিও বানাতে আগ্রহী হন তবে দেরি না করে শুরু করুন আর শুরু করার পর ভালো পরিমাণ ভিউ না এলে হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন না বরং আরো মোটিভেটেড হয়ে কাজ করতে থাকুন ততক্ষন অবধি যতক্ষণ না সফলতা পাচ্ছেন।