এই নিবন্ধটি তাদের জন্য যারা রেগুলার কোর্সে কোনো না কোনো কারণে পড়াশোনা করতে পারছো না বা রেগুলার কোর্সের জন্য যে সময় দিতে হয় তা দেওয়া সম্ভব হচ্ছে না, চাকরি বা অন্য কোনো কাজের জন্য, কিন্তু অনেকদিন ধরেই ইচ্ছে আছে যে কোনো বিশেষ বিষয়ে ডিগ্রী অর্জন করার।
অর্থাৎ এই পোস্টটির বিষয় হল পশ্চিমবঙ্গে ডিসট্যান্স এডুকেশন এর মাধ্যমে মাস্টার্স (M.A / M.Sc /M.Com) করতে চাইলে কিভাবে করা সম্ভব সেটির বিষয়ে বিস্তারিত তথ্য।
প্রথমে দেখা যাক যারা গ্র্যাজুয়েশন পাস্ করার পর পোস্ট গ্র্যাজুয়েশন ডিসট্যান্স এডুকেশনের মাধ্যমে করতে চাইলে তা কোথায় কোথায় পড়ার সম্ভাব্য সুযোগ আছে এবং খরচ কেমন-
- ডিসট্যান্স এডুকেশন কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে করা যায়
- ১. নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি – কলকাতা
- ২. বিদ্যাসাগর ইউনিভার্সিটি –
- ৩. ডিরেক্টরেট অফ ডিসটেন্স এডুকেশন, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল – শিলিগুড়ি তে
- ৪. বর্ধমান ইউনিভার্সিটি –
- ৫. রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি –
- ৬. কল্যাণী বিশ্ববিদ্যালয় –
- ডিসট্যান্স লার্নিং এ গ্র্যাজুয়েশন –
- নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় (Netaji Subhash Open University)-
- যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)
- বর্ধমান বিশ্ববিদ্যালয়
- উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়
- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
- কল্যাণী বিশ্ববিদ্যালয়
- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
ডিসট্যান্স এডুকেশন কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে করা যায়
১. নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি
২. বিদ্যাসাগর ইউনিভার্সিটি
৩. ডিরেক্টরেট অফ ডিসটেন্স এডুকেশন , ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল
৪. বর্ধমান ইউনিভার্সিটি
৫. রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি
৬. কল্যাণী বিশ্ববিদ্যালয়
এবার দেখা যাক প্রতিটা বিশ্ববিদ্যালয় গুলিতে কি কি বিষয়ে মাস্টার্স করা যায়, তার খুঁটিনাটি –
১. নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি – কলকাতা

(এখানে সাইন্স এর কোনো বিষয়ে এম এস সি করানো হয়না। শুধুমাত্র ভূগোলে এম.এস. সি করানো হয়)
আর্টস এর কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ?
আর্টস ও হিউম্যানিটি এর বিষয় সমূহ – (এম.এ)
বাংলা , ইংরাজি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস , ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।
ডিপ্লোমা কোর্স যেগুলি করানো হয় –
Post Graduate Diploma in Values, Ethics and Leadership-১ বছরের
Post Graduate Diploma in Psychological Counselling – ১ বছরের
সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই এই বিশ্ববিদ্যালয় এর অধীনে ১৪৯ টি স্টাডি সেন্টার আছে। অর্থাৎ বিভিন্ন কলেজে এই বিশ্ববিদ্যালয় এর অধীনে মাস্টার্স করানো হয়।
নিজের জেলায় এই বিশ্ববিদ্যালয় এর অধীনে স্টাডি সেন্টার জানতে নিচের লিংকে ক্লিক করুন –
বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট এ যান – http://www.wbnsou.ac.in/
২. বিদ্যাসাগর ইউনিভার্সিটি –

কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এ)
বাংলা, ইংরেজি , ভূগোল , সংস্কৃত , পলিটিক্যাল সায়েন্স ও ইতিহাস।
কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এস. সি )
পদার্থবিদ্যা, রসায়ন, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স , জুলজি , বটানি ও এনভায়রনমেন্টাল সায়েন্স।
বিদ্যাসাগর ইউনিভার্সিটি তে কি মাস্টার্স এ এম.কম করানো হয় ?
হ্যাঁ। করানো হয়।
স্টাডি সেন্টার কোথায় কোথায় ?
যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ ,ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ ,বেলদা কলেজ , কালীগঞ্জ কলেজ , প্রভাতকুমার কলেজ , রামসদয় কলেজ , পাঁশকুড়া বনমালী কলেজ , যোগমায়া দেবী কলেজ, ক্যালকাটা গার্লস কলেজ ,উলুবেড়িয়া কলেজ, মহিষাদল রাজ্ কলেজ , ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়।
অফিসিয়াল ওয়েবসাইট – http://dde.vidyasagar.ac.in/courses.shtml
৩. ডিরেক্টরেট অফ ডিসটেন্স এডুকেশন, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল – শিলিগুড়ি তে

কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এ)
বাংলা , ইংরেজি ,পলিটিক্যাল সায়েন্স,ইতিহাস, ফিলোসফি ও নেপালি
কোন কোনবিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এস.সি )
গণিত
অফিসিয়াল ওয়েবসাইট – http://www.ddenbu.in/
৪. বর্ধমান ইউনিভার্সিটি –

কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এস.সি)
ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স।
কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এ)
বাংলা , ইংরেজি ,পলিটিক্যাল সায়েন্স,ইতিহাস, ফিলোসফি, সংস্কৃত।
বর্ধমান ইউনিভার্সিটিতে কি মাস্টার্স এ এম.কম করানো হয় ?
হ্যাঁ। করানো হয়।
(সাথে MBA ও করানো হয়. এছাড়াও ডিসটেন্স এ বি.এড করানো হয়।)
স্টাডি সেন্টার কোথায় কোথায় ?
ABN সীল কলেজ ,বারাসাত কলেজ, বাঁকুড়া জিলা সারদা মনি মহিলা মহাবিদ্যাপীঠ , বীরভূম মহাবিদ্যালয় , বর্ধমান ইউনিভার্সিটি , মালদা কলেজ, গঙ্গারামপুর কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ, রামপুরহাট কলেজ, সিউড়ি বিদ্যাসাগর কলেজ , তারকেশ্বর ডিগ্রি কলেজ।
অফিসিয়াল ওয়েবসাইট – http://dde.buruniv.ac.in/post-graduate-programme/
৫. রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি –

(এখানে অ্যাডমিশন শুরু হয় জুলাই মাসে। অ্যাডমিশন এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মে/ জুন মাসে।)
কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ?
বাংলা , ইংরেজি ,পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, সংস্কৃত, এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিস , ভূগোল ও সোশ্যাল ওয়ার্ক এ।
এবং অবশ্যই রবীন্দ্রসংগীত ও ভোকাল মিউজিক এ এম.এ পড়ানো হয়, (পড়ার যোগ্যতা – যেকোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে।
এখানে কি মাস্টার্স এ (এম.কম) করানো হয় ?
না।
কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এস.সি )
না করানো হয় না।
স্টাডি সেন্টার কোথায় কোথায় আছে?
জানতে নিচের লিংকে ক্লিক করুন –
https://media.rbudde.in/wp-content/uploads/2021/08/16175125/PROSPECTUS-2020-21.pdf
পড়তে খরচ কেমন ?
জানতে এই লিংকে যান – https://www.rbudde.in/academics/prospectus/
অফিসিয়াল ওয়েবসাইট – https://www.rbudde.in/academics/course-offered/
৬. কল্যাণী বিশ্ববিদ্যালয় –

কোন কোন বিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এ)
বাংলা , ইংরেজি , এডুকেশন, ইতিহাস।
যে যে বিষয়ে মাস্টার্স করানো হয় ? (এম.এস.সি)
বটানি , জুলজি, ম্যাথমেটিক্স , ভূগোল।
এখানে কি মাস্টার্স এ এম.কম করানো হয় ?
না।
স্টাডি সেন্টার কোথায় আছে ?
এম.এস. সি এর স্টাডি সেন্টার – শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয় এর মেন্ ক্যাম্পাস
এম.এ এর জন্য স্টাডি সেন্টার-
কোর্স মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে যান – https://admissiondodl.klyuniv.ac.in/Home/Notice
ডিসট্যান্স লার্নিং এ গ্র্যাজুয়েশন –
এবার দেখা যাক যারা উচ্চ মাধ্যমিক পাস্ করার পর গ্র্যাজুয়েশন ডিসট্যান্স এডুকেশন এর মাধ্যমে করতে চাইছে , তাদের কী কী সম্ভাব্য সুযোগ আছে , কোথায় পড়া যায় এবং খরচ কেমন-
নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় (Netaji Subhash Open University)-
আর্টস এর কি কি সাবজেক্ট এ বি.এ পড়ানো হয়?
শুধুমাত্র বাংলা , ইংরাজি, ইতিহাস, পলিটিক্যাল সাইন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন , সোসিওলজি তে এখানে বি.এ কোর্স করানো হয় গ্র্যাজুয়েশন স্তরে।
যোগ্যতা?
৪৫% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস্।
সায়েন্স এর কি কি সাবজেক্ট এ বি.এস.সি পড়ানো হয়?
বিষয় যোগ্যতা
- Botany (EBT) ৪০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস্, জীববিদ্যা সহ
- Chemistry (ECH) ৪০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস্ অঙ্ক সহ ।
- Geography (EGR) ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস্।
- Mathematics (EMT) ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস্ ।
- Physics (EPH) ৪০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস্ অঙ্ক সহ।
- Zoology (EZO) ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস্ জীববিদ্যা সহ।
কমার্স এর কি কি সাবজেক্ট এ বি.এস.সি পড়ানো হয়?
- Commerce (B.Com. / ECO)
- Economics (EEC)
ভোকেশনাল স্টাডিস এর কি কি সাবজেক্ট এ ডিপ্লোমা পড়ানো হয়?
Fire Safety Skills and Security Management – ১বছরের কোর্স – যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাস্
(Diploma Course)
Pre-Primary Teachers Education (Montessori) – ১বছরের কোর্স – যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাস্
(Diploma Course)
অফিসিয়াল ওয়েবসাইট – http://www.wbnsou.ac.in/student_zone/courses
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)
বর্ধমান বিশ্ববিদ্যালয়
উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
কল্যাণী বিশ্ববিদ্যালয়
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
এই বিশ্ববিদ্যালয়গুলিতে কেবল মাত্র পোস্ট গ্র্যাজুয়েশনের ডিসটেন্স এডুকেশন কোর্স করানো হয়, স্নাতক বা গ্র্যাজুয়েশনের কোনো কোর্স করানো হয়না।
যদি নিশ্চিত হতে না পারেন তাহলে নিচে লিংকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেয়া হল , প্রয়োজনে লিংকে গিয়ে দেখে নিন
University of Kalyani – https://www.dodl.klyuniv.ac.in/courseoffer.html
Vidyasagar University – http://dde.vidyasagar.ac.in/courses.shtml
University of North Bengal – http://www.ddenbu.in/
Rabindra Bharati University – https://www.rbudde.in/academics/course-offered/
University of Burdwan – http://dde.buruniv.ac.in/