গ্র্যাজুয়েশনের পর কোন কোন সরকারি চাকরির জন্য আবেদন করা যায়?

by

কেন্দ্রীয় সরকারের অধীনে

UPSC official website
UPSC অফিসিয়াল ওয়েবসাইট

UPSC সিভিল সার্ভিস পরীক্ষা –

সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চাকরি। ভারতবর্ষের সবচেয়ে সম্মানজনক যে সরকারি চাকরিগুলো হয়, তার মধ্যে প্রথম।

সোজা কথায় সারা দেশ যেভাবে চলছে তার নীতিনির্ধারক হয়তো রাজনৈতিক দল, কিন্তু সেই নীতির প্রয়োগ সম্ভব হয় এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ বিভিন্ন অফিসারদের দ্বারা।

প্রশাসনিকভাবে আমাদের দেশ যেভাবে চলছে অর্থাৎ অর্থনীতি থেকে নিয়মশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সর্বোচ্চস্তরে এই অফিসাররাই সামলান।

UPSC দিয়ে প্রধানত IAS (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস), IPS (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস), এবং IFS (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস) এর অধীনে বিভিন্ন পদে নিযুক্ত হওয়া যায়।

UPSC প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাস করলেই এই তিনটি সার্ভিসের জন্য আবেদন করা যায়। সেই অনুযায়ী মেন্ পরীক্ষা আলাদা আলাদা দিতে হয়।

UPSC ফরেস্ট সার্ভিস পরীক্ষা –

এই পরীক্ষা দিয়ে ফরেস্ট সার্ভিসে নিযুক্ত হওয়া যায়। UPSC সিভিল সার্ভিস আর ফরেস্ট সার্ভিসের প্রিলিমিনারী পরীক্ষা একটাই।

যারা ফরেস্ট সার্ভিসে নিযুক্ত হতে চায় তাদের প্রিলিমিনারী পরীক্ষাতে পাস করবার পর ফরেস্ট সার্ভিসে আলাদা মেন্ পেপার পরীক্ষা দিতে হয়।

আবার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে ইচ্ছুক তাদের আলাদা মেন্ পরীক্ষা দিতে হয়। যদিও প্রিলিমিনারি পরীক্ষা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আর ফরেস্ট সার্ভিসের জন্য একটাই।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কি কি পরীক্ষা দিতে পারবে-

 কি পরীক্ষা দিতে হয়?কি কি পোস্ট এর জন্য পাওয়া যায়? চাকরির সম্ভাব্য স্থল   বেতন
UPSC সিভিল সার্ভিস
বয়স সীমা ২১-৩২
 IAS
(ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস)

IFS (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস)
সারা ভারতসপ্তম পে কমিশন অনুযায়ী (লেভেল ১০ থেকে ১৫ অবধি)
UPSC CDS (কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস)
বয়স সীমা -২৪ বছর অবধি
 লেফটেন্যান্টসারা ভারত লেভেল-১০
UPSC CAPF (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স)
বয়স সীমা-২০-২৫

CAPF এর অন্তর্ভুক্ত ৭ টা ফোর্স –
আসাম রাইফেলস, CRPF, CISF, ITBP, NSG, BSF, ITBP, SSB
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টসারা ভারতবেসিক পে-৪৪১৩৫
 UPSC IES   ২১-৩০বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পোস্টসারা ভারত পে ব্যান্ড -৫৬১০০

ব্যাঙ্ক ও ইন্স্যুরেন্স বিভাগে:

আই বি পি এস/IBPS (ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন) ব্যাঙ্ক এর পরীক্ষাগুলো সাধারণত নেয়।পরীক্ষাগুলো হল –

IBPS official website
IBPS অফিসিয়াল ওয়েবসাইট

ব্যাঙ্ক

 কি পরীক্ষা দিতে হয়? কি কি পোস্ট এর জন্য পাওয়া যায়?  চাকরির সম্ভাব্য স্থল 
IBPS PO (প্রবেশনারি অফিসার)
বয়স সীমা – ৩০ বছর
প্রবেশনারি অফিসারসারা ভারত
IBPS ক্লার্ক
বয়স সীমা – ২৮ বছর
ক্লার্কনিজের রাজ্যে
IBPS SO (স্পেশাল অফিসার)
বয়স সীমা – ৩০ বছর
স্পেশাল অফিসাররিজিওনাল/জোনাল অফিস
বা ব্যাঙ্কের হেড অফিসে
SBI PO
বয়স সীমা – ৩০ বছর
প্রবেশনারি অফিসারসারা ভারত
SBI ক্লার্ক
বয়স সীমা – ২৮ বছর
ক্লার্ক/সেলস এক্সিকিউটিভনিজের রাজ্যে
IBPS RRB POপ্রবেশনারি অফিসার
(রিজিওনাল রুরাল ব্যাঙ্ক/গ্রামীণ ব্যাঙ্ক)
নিজের রাজ্যে
IBPS RRB ক্লার্কক্লার্কনিজের রাজ্যে

দ্রষ্টব্য –

এছাড়াও অন্যান্য আরো কিছু ব্যাঙ্ক বেশ কিছুদিন হলো PGDBF (পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স) প্রোগ্র্যামের মাধ্যমে নিয়োগ করছে প্রবেশনারি অফিসার পোস্টে।

এগুলি যদিও সরকারি চাকরি নয় তাও ব্যাঙ্কের চাকরি হওয়ায় উল্লেখ করা হলো।

সেই পরীক্ষাগুলোতেও আবেদন করার যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন।

PGDBF প্রোগ্রাম কি?

যে ব্যাঙ্কগুলি নিয়োগ করছে তারা এই PGDBF প্রোগ্রামে ব্যাঙ্কিং এর উপর কোর্স করায় ১ বছরের।

আর এই পুরো কোর্সের খরচ প্রায় ৪ লক্ষ টাকার মতো। কিন্তু সুবিধা হল এই, টাকা যে পড়ছে তাকে যে পড়ার সময় প্রথমেই নিজের পকেট থেকেই দিতে হবে এমন নয়।

অর্থাৎ ব্যাঙ্ক এই টাকাটা লোন হিসেবে তোমাকে দেবে, সেই লোনের টাকায় তোমায় ব্যাঙ্ক এই কোর্সটা করাবে।

১ বছর পর তুমি PO হিসেবে ব্যাঙ্কে সম্পূর্ণ কর্মী হিসেবে নিযুক্ত হবে এবং তাতে যে মাইনে পাবে তার থেকে এই লোনের টাকা কাটা হবে।

ইন্স্যুরেন্স – ইন্স্যুরেন্স এ অ্যাডমিনিস্ট্রিটিভ অফিসার পদে নিয়োগ হয় গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়।

SSC (স্টাফ সিলেকশন কমিশন)

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির আয়োজন করে SSC

SSC Official Website
SSC অফিসিয়াল ওয়েবসাইট
 কি পরীক্ষা দিতে হয়?   কি কি পোস্ট এর জন্য পাওয়া যায়?   চাকরির সম্ভাব্য স্থল 
 SSC CGL
বয়স সীমা ৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার

অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার

ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট

অ্যাসিস্ট্যান্ট অফ ইনকাম ট্যাক্স ইত্যাদি
সারা ভারতে
 SSC CPO
বয়স সীমা ২০-২৫
 সাব ইন্সপেক্টর  সারা ভারতে
 SSC JE
বয়স সীমা ১৮-৩২
 (জুনিয়র ইঞ্জিনিয়ার)  সারা ভারতে

এছাড়াও SSC যে সরকারি চাকরির পরীক্ষাগুলি নেয় সেগুলি হলো

SSC MTS (যা মাধ্যমিক পাস্ যোগ্যতাতেও আবেদন যোগ্য)

SSC CHSL (যা উচ্চমাধ্যমিক পাস্ যোগ্যতাতেও আবেদন যোগ্য), পরীক্ষাগুলিও দেওয়া যায় গ্র্যাজুয়েশনের পর।

রেল –

রেলের চাকরির পরীক্ষার কোনো নির্দিষ্ট রুটিন থাকে না, কত বছর অন্তর নিয়োগ হবে কেউই বলতে পারে না।

RRB Kolkata Official Website
RRB কলকাতা অফিসিয়াল ওয়েবসাইট
  কি পরীক্ষা দিতে হয়?   কি কি পোস্ট এর জন্য পাওয়া যায়? চাকরির সম্ভাব্য স্থল 
 RRB NTPC গ্র্যাজুয়েট
পোস্ট
বয়সসীমা ১৮-৩৩
 ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট

গুডস গার্ড

টিকিট ক্লার্ক

সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট

জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট

সিনিয়র টাইম কিপার

কমার্শিয়াল এপ্রেন্টিস

 স্টেশন মাস্টার

  সারা ভারত
RRB JE (জুনিয়র ইঞ্জিনিয়ার) জুনিয়র ইঞ্জিনিয়ার

ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট

 কেমিকাল এন্ড মেটালার্জিকাল অ্যাসিস্ট্যান্ট
সারা ভারত

রাজ্য সরকারের অধীনে –

রাজ্যের প্রায় সমস্ত সরকারি চাকরির পরীক্ষার আয়োজন করে পাবলিক সার্ভিস কমিশন

WBPSC Official Website (পশ্চিমবঙ্গের সরকারি চাকরি)
WBPSC অফিসিয়াল ওয়েবসাইট

WBCS –

এই পরীক্ষাটি নেয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)।

UPSC দিয়ে যেমন কেন্দ্রীয় সরকার কর্মী নিয়োগ করে ঠিক তেমনই রাজ্য সরকারও নিজের রাজ্যের জন্য অফিসার নিয়োগ করে এই পরীক্ষার মাধ্যমে।

পশ্চিমবঙ্গে সবচেয়ে সম্মানজনক উচ্চপদস্থ চাকরি হলো WBCS অফিসার। রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজকর্ম এই অফিসারদের মাধ্যমেই পরিচালিত হয়।

এই পরীক্ষার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রায় প্রতি বছর আসে।

এই পরীক্ষার মাধ্যমেই সারা পশ্চিমবঙ্গে পুলিশ ও অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে উচ্চপদে নিয়োগ হয়।

কি পরীক্ষা দিতে হয়?  কি কি পোস্ট এর জন্য পাওয়া যায়? চাকরির সম্ভাব্য স্থল বেতন
WBCS এক্সিকিউটিভগ্রূপ -A (অ্যাডমিনিস্ট্রেটিভ)
গ্রূপ -B (পুলিশ সার্ভিস)
গ্রূপ – C
গ্রূপ D
পশ্চিমবঙ্গের মধ্যেপ্রতিটা পোস্টের অধীনে নানা পোস্ট আছে সেই অনুযায়ী বেতন হয়
ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর – S.IS.I (সাব ইন্সপেক্টর)পশ্চিমবঙ্গের মধ্যে

এছাড়াও WBPSC গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় আরো নানা সরকারি চাকরির পরীক্ষা নেয়, যেমন PSC ক্লার্কশিপ, সাবইন্সপেক্টর, সুপারিন্টেন্ডেন্ট ইত্যাদি, কিন্তু তা যেহেতু প্রতিবছরই নিয়মমাফিক হয়না তাই তা এখানে উল্লেখ করা হলো না।

মাধ্যমিকের পরে কি নিয়ে পড়া যায়? উচ্চমাধ্যমিক ছাড়া আর কি কি করা যায় ?

সরকারি চাকরির প্রস্তুতির জন্য সেরা কিছু ওয়েবসাইট

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দরকারি অংকের বইগুলি

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!