জি পি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ ও ONGC ফাউন্ডেশন স্কলারশিপ

by

G.P. Birla foundation scholarship –

উচ্চমাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের জন্য দেওয়া হয় এই জি পি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ।

প্রতি বছর জি পি বিড়লা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু মাত্র পশ্চিমবঙ্গের মেধাবী পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের আয়োজন করা হয় যাতে তাদের উচ্চ মাধ্যমিক বা ১০+২ এর পরবর্তী পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে কোনো আর্থিক প্রতিবন্ধকতার কাছে হার না মানতে হয়। 

২০২১ সালের শেষ আবেদন তারিখ ছিল – ৩১ শে ডিসেম্বর ২০২১।

২০২২ সালের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। উচ্চমাধ্যমিকের রেজাল্টের পর শুরু হবে ২০২২ সালের আবেদন প্রক্রিয়া । 

জি পি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ পাবার যোগ্যতা ?

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

৮৫% বা তার বেশি নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস্ করে  থাকতে হবে ( WBCHSE এর ছাত্রছাত্রীদের জন্য), ৯০% বা তার বেশি নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস্ করে  থাকতে হবে ( ISC/CBSE এর ছাত্রছাত্রীদের জন্য )

যেসব পড়ুয়ারা সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, আর্কিটেকচার, ল, বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন Chartered Accountancy, Company Secretaryship and Cost Accountancy  সংক্রান্ত যেকোনো বিষয়ে বা অন্য যেকোনো আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রীর পড়াশোনা করছে তাদের দেওয়া হবে এই স্কলারশিপ। 

সর্বোচ্চ ৪ বছরের কোর্সের জন্য এই টাকা দেওয়া হবে।

পড়ুয়াকে ভারতের মধ্যে যেকোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। 

পড়ুয়ার পারিবারিক ইনকাম বছরে ৩ লক্ষ টাকার কম হতে হবে। 

জি পি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপের দরুন প্রাপ্ত অর্থের পরিমান  কত ?

কোর্স চলাকালীন প্রতিবছর বার্ষিক ৫০,০০০ টাকা  ( Tuition Fees and Hostel Fees সমেত ) দেওয়া হবে।  স্কলারশিপের দরুন ৫০,০০০ টাকা পাওয়ার পরবর্তী বছরে আবার স্কলারশিপের টাকা পড়ুয়া পাবে কিনা তা ঠিক হবে তার প্রথম বছরের রেজাল্টের উপর। 

প্রথম বছর ৭০০০ টাকা বই কেনার জন্য অতিরিক্ত দেওয়া হবে। 

জি পি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ এর জন্য কিভাবে আবেদন করা যাবে ?

অনলাইন ও অফলাইনে ২ ভাবেই আবেদন করা যাবে। 

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ই আবেদন প্রক্রিয়া চালু হয়। 

অনলাইনে লিংক চালু হবার পর ফর্ম ফিল আপ অনলাইনেই করে সাবমিট করতে হবে। 

আর অফলাইনে আবেদন করতে হলে যখন আবেদন প্রক্রিয়া চালু হবে তখন জি পি বিড়লা ফাউন্ডেশনের  ওয়েবসাইটে ঢুকে apply now বাটনে ক্লিক করে নির্দেশনামা ভালো করে পড়ে application ফর্ম টি ডাউন লোড করে নিতে হবে। 

তারপর তার প্রিন্ট আউট বের করে ফর্মটি পেন দিয়ে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ( যা নির্দেশনামাতে উল্লেখ করা থাকবে ) তা যুক্ত করে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানাতে। 

G.P. Birla Educational Foundation, 78, Syed Amir Ali Avenue, Kolkata -700019
(Landmark: Calcutta Ice Skating Rink)

জি পি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ এর আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?

যে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করবে তার একটি জেরক্স করে তা যে স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাস্ করেছ তার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে এনে সেই কপিটি জমা দিতেহবে। 

উচ্চমাধ্যমিকের পর যে ইন্সটিটিউশনে ভর্তি হয়েছ তার অ্যাডমিশন রিসিপ্ট,

উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট,

এক্সট্রাকাররিকুলার অ্যাকটিভিটির কোনো সার্টিফিকেট থাকলে তাও জমা দিতে হবে।

যদি বাবা বা মা যে কেউ গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাহলে ফর্ম ১৬ বা স্যালারি সার্টিফিকেট আর যদি অন্য কিছু করে তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।  

স্কলারশিপ সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন নিচের যোগাযোগ মাধ্যমে –

G.P. Birla Educational Foundation

Attn: Chetan Agarwal
78, Syed Amir Ali Avenue,
Kolkata-700019

Phone No: +91 8479915170 (Monday to Friday 11 AM to 5 PM)
Email : office@gpbirlaedufoundation.com

ONGC ফাউন্ডেশন স্কলারশিপ

ONGC ( অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি ) ভারতের একটি তেল ও ন্যাচারাল গ্যাস উত্তোলনকারী সংস্থা যারা তাদের CSR ( কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির ) অধীনে এই স্কলারশিপ দেয়। 

ONGC ফাউন্ডেশন স্কলারশিপ

২০২১ সালের আবেদনের শেষ তারিখ ছিল – ৫ সেপ্টেম্বর ২০২১।

ONGC যে কয়টি স্কলারশিপ দেয় তা হল –

১) ONGC Foundation Scholarship Scheme for OBC –

পাবার যোগ্যতা কি?

প্রথম বর্ষের Engineering or MBBS পড়ছে এমন OBC ক্যাটাগরির বা ভূগোল বা জিওলজি নিয়ে মাস্টার্স পড়াশোনা করছে এমন OBC ক্যাটেগরির পড়ুয়া হতে হবে। 

সর্বশেষ পরীক্ষাতে সর্বনিম্ন ৬০% নম্বর পেয়ে থাকতে হবে। 

বয়স সীমা – ৩০

পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম। 

ONGC ফাউন্ডেশন স্কলারশিপ এর অর্থমূল্য কত ?

প্রতি মাসে ৪০০০ টাকা। 

কি কি ডকুমেন্টস লাগবে ?

কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট

১২ শ্রেণীর বোর্ড পরীক্ষার মার্কশিট (যারা MMBs বা ইঞ্জিনারিং করছে তাদের)

গ্র্যাজুয়েশন মার্কশিট ( যারা মাস্টার্স করছে তাদের )

ইনকাম সার্টিফিকেট

প্যান 

আধার 

ONGC ফাউন্ডেশন স্কলারশিপ এর জন্য কি করে আবেদন করা যাবে ?

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।

একটি ফর্ম খুলে যাবে তাতে যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।

যা যা ডকুমেন্ট উল্লেখ করা থাকবে তা আপলোড করতে হবে।

পূরণ করা আবেদন ফর্মটির একটি কপি পড়ুয়ার ইনস্টিটিউটের হেডকে দিয়ে attested করে তা আপলোড করে দিতে হবে অনলাইনে আবার কপিটার হার্ড কপিও পাঠাতে হবে ONGC এর অফিসে সমস্ত ডকুমেট যা আপলোড করলে অনলাইন সেগুলি সহ।

এবং অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

অফিসিয়াল ওয়েবসাইট হলhttps://ongcscholar.org/#/

২) ONGC Scholarship to Meritorious General Category-

সমস্ত তথ্য ও আবেদন পদ্ধতি উপরে আলোচিত হয়েছে। তফাৎ শুধু এটাই যে এই স্কলারশিপ শুধু জেনারেল ক্যাটাগরি পড়ুয়াদের জন্য তাই কোনো কাস্ট সার্টিফিকেট লাগবেনা। 

৩) ONGC Scholarship to Meritorious SC/ST Category-

সমস্ত  তথ্য ও আবেদন পদ্ধতি উপরে আলোচিত হয়েছে।  শুধু Sc St  ক্যাটেগরির কাস্ট সার্টিফিকেট লাগবে। 

ডঃ রেড্ডিস ফাউন্ডেশন সশক্ত স্কলারশিপ

পশ্চিমবঙ্গের চারটি স্কলারশিপ (ওয়েসিস স্কলারশিপ )

দুটি বেসরকারি স্কলারশিপের্ হদিস – গুগল ও টাটা ট্রাস্ট

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!