George S. Clason এর লেখা The Richest Man In Babylon বইটি আর্থিক জ্ঞান ও সম্পদ সম্পর্কিত এমন কিছু উপদেশে পরিপূর্ণ যেগুলি চিরন্তন।
তাই জীবনে আর্থিক সমৃদ্ধি পেতে চাইলে ও সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে চাইলে বইটি অবশ্যই সংগ্রহ করে পড়ুন।
প্রতিবারের মতো এই নিবন্ধেও আমি নিজের ভাষায় গল্পটির সারমর্ম তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করলাম।
The Richest Man In Babylon Summary In Bengali
৬০০০ বছর পূর্বে ব্যাবিলন ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ কিন্তু এর সমৃদ্ধির কারণ ছিল ব্যাবিলনে বসবাসকারী লোকজন। ব্যাবিলনের সমস্ত সম্পদ ছিল সেখানকার মানুষদের দ্বারা অর্জিত।
সম্পদকে ধরে রাখার এবং তার পরিমাণ বৃদ্ধির সেই সকল সূত্রাদি আজও একইরকম কার্যকরী।
ব্যাবিলনের রাজা sargon একসময় দেখেন যে তার রাজত্বে বসবাসকারী বহু মানুষই দারিদ্রের শিকার তখন তিনি তার মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে যদি লোকের মধ্যে এত দারিদ্র থাকে তাহলে ব্যাবিলনের সমস্ত সোনা আর সম্পদগুলো কোথায়?
মন্ত্রী জানায় যে সমস্ত সম্পদের বেশিরভাগ অংশই শুধুমাত্র একশ্রেণীর লোকদের কাছেই আছে যারা অত্যন্ত ধনী আর সামান্যতম অংশ আছে বাকি জনগনের মধ্যে যারা দরিদ্র (এই তথ্য কিন্তু বর্তমান পৃথিবীর ক্ষেত্রেও সত্য)।
রাজা তখন বলেন, ওই একশ্রেণীর লোকেরা কিভাবে সমস্ত সম্পদ নিজেদের আয়ত্তে রেখেছে যা বাকিরা পারেনি।
মন্ত্রী বলেন, যে তারা জানেন যে সম্পদকে কিভাবে আয়ত্তে রেখে ব্যবহার করতে হয় এবং তার পরিমাণ বৃদ্ধি করতে হয় আর বাকিরা তা জানেনা।
রাজা বলেন, কিন্তু এই জ্ঞান কি সকলেরই থাকা উচিত নয় ? তবেই তো সমগ্র দেশের সার্বিক উন্নতি সম্ভব।
মন্ত্রী তাতে সহমত পোষণ করেন।
রাজা তখন বলেন, এই শিক্ষা সকলেরই লাভ করা দরকার এবং এই শিক্ষা সেই সকলকে দিতে পারবে যে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি।
রাজা ও মন্ত্রী দুজনেই একমত হন যে সেই ব্যক্তি হলেন Arkad
Arkad হল এই গল্পের মুখ্য চরিত্র যাকে রাজা সম্পদশালী হবার শিক্ষা সকলের মধ্যে বিতরণ করার কাজে নিযুক্ত করেন।
Arkad সকলকে সাতটি সূত্র মাথায় রাখার উপদেশ দেন।
সূত্রগুলি হল
১. আপনার চুপসে থাকা পার্স কে মোটা করে তুলুন –
Arkad বলেন প্রতিবার যদি অন্তত ১০টি মুদ্রা পার্সে ঢোকান তাহলে তার থেকে খরচের জন্য সর্বাধিক ৯টি মুদ্রাই ব্যবহার করুন।
অর্থাৎ আপনার মাসিক আয় যদি মাত্র ১০,০০০ টাকাও হয়ে থাকে তাহলে আপনি কোনোমতেই মাসে ৯০০০ টাকার বেশি খরচ করবেন না।
আপনার রোজগারের ১/১০ অংশ অবশ্যই সঞ্চয় করুন।
২. খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন –
খরচ করা খুব সহজ কাজ, আপনি যতই রোজগার করুন না কেন আপনি চাইলেই এক লহমায় সব টাকা খরচ করে ফেলতে পারেন। তাই ভেবেচিন্তে খরচ করুন, খরচের আগে ভাবুন কোনটা আপনার প্রয়োজন আর কোনটা আপনার শখ বা বিলাসিতা।
তাই প্রয়োজন মেটানোর জন্য খরচ করুন (আপনি চাইলেই নিজের প্রয়োজন কমাতেও পারেন) যদি বিলাসিতার জন্য খরচ করতেও চান খেয়াল রাখবেন সেটা যেন কখনই রোজগারের ৯/১০ অংশকে ছাপিয়ে না যায়।
৩. আপনার টাকাকে বাড়াতে থাকুন –
আপনার টাকাকে বিচক্ষণতার সাথে এমনভাবে বিনিয়োগ করুন যাতে ওই টাকা থেকে আরো টাকা আসে এবং সেই প্রাপ্ত অতিরিক্ত টাকা থেকেও আরো টাকা আসে, এভাবে অবিরত আপনার মোট সম্পত্তির পরিমাণ যেন বাড়তেই থাকে।
৪. আপনার সঞ্চয়কে সুরক্ষিত রাখুন –
আপনার মূল টাকা কখনই ভুল বিনিয়োগের সিদ্ধান্তে বা অতিরিক্ত লাভের আশায় হারিয়ে ফেলবেন না।
বিনিয়োগের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ গ্রহণ করুন, উপযুক্ত জ্ঞান অর্জন করুন এবং আপনার সঞ্চিত অর্থকে আগলে রাখুন।
৫. লাভজনক বিনিয়োগ –
এক্ষেত্রে Arkad এর পরামর্শ ছিল ‘Own thy own home’ অর্থাৎ নিজের বাড়ি তৈরির চেষ্টা করুন।
দেখুন যদি আপনি ভাড়ায় বসবাস করেন তবে প্রতি মাসে আপনার রোজগারের একটা অংশ ভাড়া দিতেই চলে যাবে তাই নিজের বাড়ি তৈরি করা খুব দরকারি তাতে এককালীন বেশ কিছু টাকা খরচ হলেও সেটা করাই দরকার।
৬. ভবিষ্যতের আয়ের পথ সুনিশ্চিত করুন –
খুব স্বল্প বয়স থেকেই চেষ্টা করুন আয়ের এমন কোনো উপায় তৈরী করতে যা আপনার ভবিষ্যতে দরকার হবে যাতে বৃদ্ধ বয়সে আপনি নিজের ও নিজের পরিবারের দেখভাল করতে পারেন।
৭. আয়ের ক্ষমতা বাড়ান –
সময়ের সাথে সাথে আয়ের পরিমাণ বাড়াতেই হবে এবং সেজন্য নিজের শিক্ষা, দক্ষতা ও জ্ঞান বাড়াতে থাকতে হবে যাতে আপনার দক্ষতার সাথে সাথেই আয়ও বাড়তে থাকে।
Arkad ছাড়াও তার পুত্র এবং বইয়ের পরবর্তী অংশে অন্যান্য কিছু চরিত্রের মাধ্যমে এই কথাগুলিকেই বারংবার তুলে ধরা হয়েছে, সুতরাং আপনিও যদি জীবনে আর্থিক স্বাধীনতা চান তবে বইটি অবশ্যই পড়ুন এবং এই বই থেকে প্রাপ্ত জ্ঞান যত দ্রুততার সাথে সম্ভব নিজের জীবনে প্রয়োগ করুন।
The $100 Startup – বাংলা সারসংক্ষেপ
রিচ ড্যাড পুওর ড্যাড – বাংলা সারাংশ
The Monk Who Sold His Ferrari – আপন ঐশ্বর্য্য ত্যাগ করা এক সন্ন্যাসী