The $100 StartUp Bengali Summary

by

যদি গতানুগতিক চাকরি আপনার পছন্দ না হয়ে থাকে , যদি আপনি নিজের শর্তমাফিক বাঁচতে চান এবং নিজের সবচেয়ে পছন্দের কাজ করার সাথে সাথে আয় করতে চান তবে Chris Guillebeau এর The $100 StartUp বইটি অবশ্যই পড়া উচিত।

আমি এই বইয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা নিজের ভাষায় সারমর্ম হিসেবে তুলে ধরলাম।

The $100 startup বাংলা সারমর্ম

ব্যবসা বলতে প্রথমেই অনেকে ভেবে নেয় যে প্রচুর পুঁজি দরকার, বিরাট অঙ্কের অর্থের বিনিয়োগ ছাড়া বোধহয় ব্যবসায় সাফল্য লাভ সম্ভব নয় কিন্তু এই বইয়ে লেখক বহু এরম ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন যারা বাস্তবেই খুব সামান্য পরিমাণ অর্থ বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে এবং পরবর্তীকালে তাতে যথেষ্ট সাফল্য পেয়েছে।

আপনার কাছে ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা আগে থেকেই আছে আপনাকে শুধু জানতে হবে সেটা কিভাবে কাজে লাগানো যায়।

লেখক যে প্রথম বিষয়টি উল্লেখ করেছেন তা হলো Convergence 

অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং লোকজনের মধ্যে সেই কাজের চাহিদা এই দুইয়ের অন্তর্ছেদীয় অংশ

এমন কোনো কাজ যা আপনি করতে খুব ভালোবাসেন কিন্তু বাজারে তার কোনো চাহিদা নেই, তা নিয়ে ব্যবসা করলে সেটা কখনই লাভজনক হবে না।

সময়ের সাথে সাথে আপনাকে প্রয়োজন অনুযায়ী নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে।

লেখকের ভাষায় ব্যবসার ক্ষেত্রে The Magic Formula হলো 

Passion or Skill + Usefulness = Success 

অর্থাৎ, দক্ষতা + উপযোগীতা = সাফল্য 

দেখুন টাকা হলো শুধুমাত্র বিশেষ মাপের কাগজের টুকরো যা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

কিন্তু যার বিনিময়ে আমরা টাকার লেনদেন করে থাকি তা হলো কোনো বস্তু বা পরিষেবা 

তাই ব্যবসা শুরুর আগে এই তিনটি জিনিস মাথায় রাখুন 

আপনি কি বিক্রি করতে চলেছেন : কোনো বস্তু না পরিষেবা ?

আপনার খরিদ্দার কারা : যারা ওই বস্তু বা পরিষেবার বিনিময়ে আপনাকে টাকা দিতে চাইবে 

কিভাবে আপনি টাকা পাবেন : কিভাবে টাকার বিনিময়ে ওই বস্তু বা পরিষেবা প্রদান করবেন 

কি নিয়ে ব্যবসা করবেন তা কিভাবে নির্ধারণ করবেন?

বাজারজাত চাহিদা :  দেখুন সমস্ত ব্যবসাই কোনো না কোনো সমস্যার সমাধান করে তাই ব্যবসা শুরুর আগে ভাবুন আপনার প্রদত্ত বস্তু বা পরিষেবা কোন সমস্যার সমাধান করবে ? বাজারে সেই বস্তু বা পরিষেবার চাহিদা কতটা ? যদি আগে থেকেই সেই সমস্যার সমাধান কেউ করে থাকে তাহলে আপনি কিভাবে সেটা আরো ভালোভাবে করতে পারবেন?

প্রযুক্তিগত সুযোগ : নিত্যনতুন প্রযুক্তিকে কিভাবে আপনি আপনার ব্যবসার কাজে লাগাতে পারবেন , সময়ের সাথে সাথে আপনাকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে নয়তো আপনার ব্যবসা পিছিয়ে পড়বে।

একাধিক ব্যবসা : আপনার মূল ব্যবসা থেকেই কিভাবে আপনি আরো নানা ব্যবসা গড়ে তুলতে পারেন। আপনার ব্যবসার শাখা বিস্তার করুন।

লেখকের দেওয়া তথ্য অনুযায়ী Value শব্দের definition হলো something desirable and of worth, created through exchange or effort. 

এরপর লেখক বলেছেন সহজ ভাষায় Value means helping people 

তাই ব্যবসার অর্থই হলো পরিষেবা প্রদানের মাধ্যমে লোককে সাহায্য করা।

আপনি যত বেশি লোকের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবেন তত আপনার ব্যবসা বাড়বে।

আর বর্তমানে ইন্টারনেট নিয়ন্ত্রিত পৃথিবীতে আপনার ব্যবসা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয় আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিষেবা সমগ্র বিশ্বে পৌঁছে দিতে পারেন। 

বেশিরভাগ মানুষই যেকোনো কিছু কেনে emotional হয়ে এবং তার পরে সেটা কেনার পিছনে যুক্তি খাড়া করে। 

পার্থিব চাহিদার থেকে মানসিক চাহিদা মেটাতে পারা বেশি জরুরি। 

যে জিনিসগুলি সকল মানুষ চায় তা হলো অর্থ, ভালোবাসা, সম্মান, গ্রহণযোগ্যতা, স্বাধীনতা ইত্যাদি। 

আর যে জিনিসগুলি চায় না সেগুলি হলো চিন্তা, উদ্বিগ্নতা, অনিশ্চয়তা প্রভৃতি। 

সুতরাং আপনার পরিষেবার মাধ্যমে আপনি যদি প্রথমের জিনিসগুলি দিতে পারেন অথবা পরের জিনিসগুলি দূর করতে পারেন তাহলে নিশ্চিন্ত থাকুন আপনার ব্যবসা লাভজনক হবেই।

লেখক কতকগুলি প্রশ্নের মাধ্যমে একটি One – Page Business Plan এর উদাহরণ দিয়েছেন 

প্রশ্নগুলি হলো 

আপনি কি বিক্রি করবেন ?

কে বা কারা সেটা কিনবে ?

আপনার ব্যবসা কিভাবে কাউকে সাহায্য করবে ?

আপনার পরিষেবার মূল্য কত হবে ?

কিভাবে টাকা আপনি গ্রহণ করবেন ?

ওই ব্যবসা থেকে আর কিভাবে টাকা আয় করা সম্ভব ?

খরিদ্দাররা আপনার ব্যবসার সম্পর্কে কিভাবে জানবে ?

কিভাবে আপনার ব্যবসার প্রচারকদের উৎসাহিত করবেন ?

অন্তত কতজন খরিদ্দার পেলে অথবা বার্ষিক কত টাকা লাভ হলে আপনার ব্যবসা লাভজনক হবে ?

আপনার ব্যবসার ক্ষেত্রে সম্ভাব্য কি কি অসুবিধা আসতে পারে ?

সেই অসুবিধাগুলির সমাধান কি কি হতে পারে ?

নির্দিষ্ট সময়সীমা : ঠিক কতদিনের মধ্যে আপনি ব্যবসার সূচনা করবেন?

কোনো ব্যবসা শুরু করার জন্য নির্দিষ্ট কৌশল অবলম্বন করুন 

এক্ষেত্রে লেখক Thirty – Nine Step Product Launch Checklist এর উল্লেখ করেছেন।

ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যে কোনো ধরণের বস্তু বা পরিষেবা বিক্রয়ের জন্য সবচেয়ে সেরা পদ্ধতি হল Product Launch Formula যা সমগ্র বিশ্বের কাছে তুলে ধরেছিলেন Jeff Walker.

এক্ষেত্রে Product Launch এর বিষয়ে আরো জানতে তার লেখা বই Launch পড়ে দেখতে পারেন।

launch an internet millionaires secret formula to sell almost anything online 1

বর্তমানে আপনি যে ধরণের ব্যবসাই করুন না কেন সেই ব্যবসার বিনামূল্যে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করুন।

আপনি ব্যবসাকে আরো বড়ো করতে চাইলে বা নিজেকে স্বাধীন রাখতে চাইলে Partnership এর কথা ভাবতে পারেন এবং বিভিন্ন কাজ Outsourcing এর মাধ্যমে করান।

যদি আপনি আপনার ব্যবসাকে বিক্রির কথা ভাবেন তাহলে আপনাকে সেইমতো দল গঠন করে তুলতে হবে এবং আপনার প্রতি ব্যবসার নির্ভরতা কমাতে হবে।

অন্য কারোর নেতিবাচক মন্তব্যে নিজের ব্যবসা করার স্বপ্নকে হারিয়ে যেতে দেবেন না। জীবন আপনার তাই সিদ্ধান্তও আপনাকেই নিতে হবে।

নিজেই ভাবুন সারাটা জীবন কি অন্য কারোর স্বপ্নপূরণের জন্য কাটিয়ে দেবেন নাকি চাইবেন নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে?

খুব স্বল্প কথায় বইটির মূল বক্তব্য নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু আপনিও যদি ব্যবসা করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু বইটি সংগ্রহ করে অবশ্যই পড়ুন। 

the 100 dollar startup 1

রিচ ড্যাড পুওর ড্যাড – বাংলা সারমর্ম

The Monk Who Sold His Ferrari – আপন ঐশ্বর্য্য ত্যাগ করা এক সন্ন্যাসী

The Richest Man In Babylon (ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি) – বাংলা সারাংশ

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!