Playing With FIRE (Financial Independence Retire Early) Summary in Bengali

by

আপনি যদি জীবনে আর্থিক স্বাধীনতা লাভ করতে চান তাহলে আপনার Scott Rieckens এর লেখা Playing With FIRE (Financial Independence Retire Early) বইটি অবশ্যই পড়া উচিত।

বর্তমান যুগে সবকিছুই অত্যন্ত আধুনিক, দ্রুত, বিজ্ঞান উন্নত কিন্তু তা সত্ত্বেও মানুষ খুশি নয়, তাদের কাছে সময়ের স্বাধীনতা নেই আর এর কারণ হলো আমরা সকলেই ভোগবাদের শিকার।

এই ভোগবাদের ফাঁদ থেকে বেরোনো সহজ নয় কারণ আমাদের আশপাশের প্রায় সকলেই এই ফাঁদে জড়িয়ে।

Financial Independence Retire Early এর মানে হলো আর্থিক স্বাধীনতা অর্থাৎ সেই পরিমাণ অর্থ আপনার কাছে থাকতে হবে যাতে আপনি অবসর নিতে পারেন আবার অবসর নেওয়ার মানে এই নয় যে আপনি কোনো কাজ ই করবেন না।

এখানে অবসর হলো সেই সময় যখন আপনি নিজের ইচ্ছামতো কাজ করবেন, নিজের ইচ্ছামতো সময় কাটাবেন, আপনি টাকার বদলে নিজের মূল্যবান সময়কে বিক্রি করতে তখন আর বাধ্য থাকবেন না।

এরপর লেখক কিভাবে নিজের জীবনে আর্থিক স্বাধীনতা অর্জন করেছেন সেই সম্বন্ধে লিখেছেন যা আমি নিজের ভাষায় লেখার চেষ্টা করবো।

Playing With FIRE (Financial Independence Retire Early) Summary in Bengali

লেখক তার নিজের জীবনের কাহিনীই এই বইয়ে তুলে ধরেছেন, তিনি সঞ্চয় বা বিনিয়োগের ব্যাপারে একেবারেই সচেতন ছিলেন না কিন্তু তাদের কন্যা জন্ম নেওয়ার পরে তার স্ত্রী নিজের সন্তানের কাছেই থাকতে চেয়েছিলেন।

কিন্তু ততদিনে তাদের জীবনযাত্রার মান এতটাই খরচসাপেক্ষ হয়ে উঠেছিল যে তার স্ত্রী ইচ্ছা না থাকা সত্বেও মেয়েকে ছেড়ে চাকরি করতে যেতে বাধ্য হন।

এই সময় লেখক একদিন এক পডকাস্টে প্রথম আর্থিক স্বাধীনতার ব্যাপারে শোনেন এবং ৪% রুল এর ব্যাপারে জেনে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন।

এই নিয়মের ব্যাপারে টাকার দশটি সূত্রের নিবদ্ধে আগেই লিখেছি – নিবন্ধটি পড়ুন

এরপর লেখক আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য এত আগ্রহী হয়ে ওঠেন যে তিনি যে কাজ এতদিন অনায়াসে ঘন্টার পর ঘন্টা ধরে করতেন সেই কাজই তার কাছে বিরক্তিকর হয়ে ওঠে। 

তিনি বুঝতে পারেন আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার প্রয়োজন তা করতে হলে তাদের জীবনযাত্রার ধরনে আমূল পরিবর্তন আনা দরকার। 

আর সেটা তার একার পক্ষে সম্ভব নয় তার স্ত্রী এর সহযোগিতাও একান্ত দরকার, এরপর তিনি কিভাবে তার স্ত্রী কে তার এই লক্ষ্যে পৌঁছনোর সহযাত্রী হওয়ার জন্য রাজি করালেন এবং নিজেদের জীবনযাত্রা পরিবর্তনের জন্য তাদের কিভাবে মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে হয়েছে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে। 

কিভাবে তারা তাদের নিজেদের পছন্দের শহর ছেড়ে, নিজেদের প্রিয় গাড়ি বিক্রি করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকতে আরম্ভ করেন এবং লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার পথে এগোতে থাকেন সেই সম্বন্ধেই তিনি গোটা বই জুড়ে লিখে গেছেন।

সর্বশেষে আর্থিক স্বাধীনতায় আগ্রহী যে কোনো কারোর জন্য তিনি যে সাতটি বিষয় বলেছেন সেগুলি হলো –

নিজের সম্পত্তির হিসেবে রাখুন :

আপনার net worth কত তার হিসেব রাখুন, আপনার সমস্ত অ্যাসেট থেকে সমস্ত liabilities গুলো বাদ দিয়ে এই হিসেব করুন। 

আপনার অ্যাসেট এর মধ্যে ক্যাশ টাকা, আপনার সমস্ত সঞ্চয়, বিনিয়োগ, গাড়ি, বাড়ি সমস্ত কিছুরই হিসেব রাখতে হবে।

আপনার খরচ ও সঞ্চয়ের হিসেবে রাখুন :

আপনার প্রতিদিনের খরচ লিখে রাখুন, নিয়মিতভাবে খরচের হিসেবে রাখলে নিজেই বুঝতে পারবেন কত টাকা আপনি অযথাই নষ্ট করেন। 

প্রয়োজন অনুযায়ী নিজের বাজেট তৈরি করুন, সেটা মেনে চলার চেষ্টা করুন যাতে আপনি নিজের সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারেন।

দৈনিক খরচ কমান : 

চেষ্টা করুন নিজের রোজের খরচ কমানোর, চেষ্টা করলেই আপনি অনেক এমন ছোটখাটো খরচ কমাতে পারবেন যেগুলো অপ্রয়োজনীয়, আপনার লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী খরচ করুন শখ মেটানোর জন্য নয়।

সবচেয়ে বড়ো খরচগুলো কমান :

যেগুলি হলো বাড়ির খরচ (যদি আপনার নিজস্ব বাড়ি না থাকে), খাওয়া খরচ, এবং যাতায়াতের খরচ।

আপনার সঞ্চয়কে কাজে লাগান : 

আপনার সঞ্চিত অর্থকে সঠিকভাবে বিনিয়োগ করুন যাতে তা সময়ের সাথে নিজের অর্থমূল্য ধরে রাখতে বা বাড়াতে পারে, শুধুমাত্র ফিক্সড ডিপোজিট এ ফেলে রাখলে তার মূল্য কিন্তু কমতেই থাকবে।

নিজের আয় বাড়ান :

এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যত কম সময়ে আর্থিক স্বাধীনতা পেতে চাইবেন, আপনাকে তত বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে আর তা করার জন্য আপনাকে আয় বাড়াতে হবে। 

সেজন্য চেষ্টা করুন চাকরি পাশাপাশি আরো কোনো কাজ করতে বা কোনো ব্যবসা শুরু করতে, এখন ঘরে বসেই অনলাইনে নানা উপায়ে রোজগার করা সম্ভব।

নিজস্ব কমিউনিটি গড়ে তুলুন :

যে কোনো লক্ষ্যপূরণে আপনি যদি সমমনস্ক লোকেদের সঙ্গ পান তবে তা আপনাকে সেই যাত্রায় আরো উদ্বুদ্ধ ও আগ্রহী করে তুলবে।

তাই আপনিও যদি আর্থিক স্বাধীনতা পেতে চান তবে বইটি সংগ্ৰহ করে অবশ্যই পড়ুন।

playing with fire 1

এছাড়াও আপনি সহজ উপায়ে আর্থিক স্বাধীনতা লাভের জন্য J L Collins এর লেখা The Simple Path to Wealth বইটি পড়তে পারেন।

যেখানে লেখক খুব সহজ করে বলেছেন যে সম্পদশালী হওয়ার জন্য আপনি আপনার সঞ্চয়ের ৭৫% স্টকে, ২০% বন্ডে বিনিয়োগ করুন এবং বাকি ৫% ক্যাশ বা নগদ হিসেবে রাখুন।

এই শতাংশের পরিমাণ আপনি আপনার প্রয়োজন ও লক্ষ্য অনুযায়ী পরিবর্তিত করে নিতে পারেন। এবং স্টক বা বন্ডে বিনিয়োগ বলতে তিনি টোটাল স্টক মার্কেট ইনডেক্স ফান্ড ও টোটাল বন্ড মার্কেট ইনডেক্স ফান্ডের কথা বলেছেন।

কোনো জটিলতা ছাড়া শুধুমাত্র এই নিয়ম মেনে চললেই আপনি আর্থিক স্বাধীনতা পাবেন, তাই ইনডেক্স ফান্ডের গুরুত্ব বোঝার জন্য আপনি এই বইটিও অবশ্যই পড়ুন।

the-simple-path-to-wealth

টাকার ইতিহাস কি ? টাকার বিবর্তন কিভাবে হলো ?

থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ – বাংলা সারসংক্ষেপ

রিচ ড্যাড পুওর ড্যাড – বাংলা সারমর্ম

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!