সরকারি চাকরির জন্য পড়াশোনা করবে বলে যদি কেউ মনস্থির করে থাকে তাহলে রিজনিং বাংলায় প্র্যাকটিস করে লাভ নেই। আর প্রচুর বই পড়তেও লাগেনা।
এর জন্য যেকোনো একটি বই পড়ুন ও তা বারবার প্র্যাকটিস করুন। রিজনিং বই শুধু নতুন পড়ুয়াদের শেখার জন্য। তারপর রিজনিং এর ভাষার সাথে সড়গড় হয়ে গেলে, প্র্যাকটিস করলেই হবে।
বই থেকে রিজনিং প্র্যাকটিস করে ব্যাঙ্ক এর চাকরি ক্র্যাক করা যাবেনা। ব্যাঙ্কের জন্য নিয়মিত মক টেস্ট দিতে হবে, তার জন্য যেকোনো ভালো অনলাইন এডটেক ওয়েবসাইট এর কোর্স কিনে নিতে পারেন। বই শুধুমাত্র প্রথম দিকে রিজনিং শেখার জন্য লাগবে।
প্রতিবছর প্রশ্নের প্যাটার্ন বদলাচ্ছে। রাজ্য সরকারি পরীক্ষা ও SSC এর পরীক্ষাগুলিতে এখনো অবধি যা প্রশ্ন করে তা এই বই গুলোতে পেয়ে যাবেন।
তাই এগুলোর মধ্যে যেকোনো একটা কিনে নিন, যেভাষায় আপনার শিখতে সুবিধা সেই ভাষাতেই শিখুন।
তবে ইংলিশ রিজনিং বই কিনলে রাজ্য ও সর্বভারতীয় সব পরীক্ষাতেই রিজনিং ইংরেজি ভাষায় বুঝতে সমস্যা হবেনা।
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রিজনিং এর সেরা তিনটি বই
১. RS আগরওয়াল রিজনিং বই – (ইংরেজি তে)
২. সুবীর দাস রিজনিং বই – ( বাংলা তে )
৩. এ নিউ অ্যাপ্রোচ টু রিজনিং ( আরিহান্ত ) – ইংরেজি তে