এই নিবন্ধের মূল বিষয় হলো সংস্কৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্কলারশিপ ও ফেলোশিপগুলি দেওয়া হয় তার বিস্তারিত তথ্যের আলোচনা।
সংস্কৃতি – ফাউন্ডেশন একটি বেসরকারি স্কলারশিপ প্রদানকারী ফাউন্ডেশন যারা মূলত সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত মানুষজনকে একটি প্ল্যাটফর্ম এ এনে তাদের দক্ষতাকে উন্মোচিত করার সুযোগ করে দেয়।
এই সংস্কৃতি ফাউন্ডেশনের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে স্কলারশিপ যথা নাচ ( শাস্ত্রীয় নৃত্য ), গান ( শাস্ত্রীয় সংগীত ), জার্নালিজম, ও টাউনশিপ প্ল্যানিং এর উপর যারা ফেলোশিপ করতে আগ্রহী তাদেরকেই প্রদান করা হয়।
মূল ধারার পড়াশোনার সাথে যুক্ত পড়ুয়াদের সুবিধার্থে বিভিন্ন স্কলারশিপ পাবার সুযোগ থাকলেও সংস্কৃতি জগতের পড়ুয়ারা বেশিরভাগ ক্ষেত্রেই সেই সুবিধা থেকে বঞ্চিত হয় তাই এই ফাউন্ডেশন মূলত কালচারাল জগতের মানুষের জন্য।
সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিটি স্কলারশিপ আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হলো –
প্রথম স্কলারশিপ যা এখানে আলোচনা করা হলো তা হলো কলাকৃতি ফেলোশিপ
সংস্কৃতি – কলাকৃতি ফেলোশিপ – স্কলারশিপ
এটি একটি ফেলোশিপ যা সংস্কৃতি প্রতিষ্ঠানের তরফ থেকে সেইসব ছাত্রছাত্রীদের দেওয়া হয় যারা পারফর্মিং আর্ট এর বিভিন্ন ফর্মের সঙ্গে যুক্ত।
এই সাম্মানিক ফেলোশিপটি দেয়া হয় নতুন প্রজন্মের তরুণ তরুণীদের যাতে তারা তাদের মধ্যে নিহিত আর্টের বিকাশ ঘটাতে পারে।
এই ফেলোশিপের মাধ্যমে ৫০,০০০ টাকা অবধি স্কলারশিপ পাওয়া যেতে পারে।
স্কলারশিপের আর্থিক মূল্য কত?
৫০,০০০ টাকা। এই টাকা ২ ভাগে দেওয়া হয়। প্রথম ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া হয় ২৫,০০০টাকা ফেলোশিপের প্রথমে। ফেলোশিপ শেষ হলে বাকি ২৫,০০০ টাকা দেয়া হয়।
সংস্কৃতি স্কলারশিপ পাওয়ার যোগ্যতা কি?
ভারতীয় হতে হবে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে ১০ বছরের প্রশিক্ষণ থাকতে হবে। আবেদনকারীকে স্বীকৃত ও পরিচিত ফোরামে অন্তত ২-৩ টি একক পারফরম্যান্স করে থাকতে হবে। যদিও এই স্কলারশিপ টি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের উৎসাহিত করার জন্য, কিন্তু যে কোনো পুরুষ ও আবেদন করতে পারে।
কলাকৃতি ফেলোশিপের জন্য কখন আবেদন করা যাবে ?
বছরের যেকোনো সময়ে আবেদন করা যাবে।
আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে ?
একটি আপডেটেড CV ।
- অনধিক ৫০০ শব্দে নিজের প্রোজেক্ট সম্বন্ধে লিখুন।
- আগের করা কিছু কাজের স্যাম্পল দিতে হবে।
- প্রোজেক্টের পারফরমেন্স।
- আপনাকে রেফার করেছে এরকম দুজনের নাম এবং ঠিকানা ও ফোন নাম্বার।
আবেদন পদ্ধতি –
নিজের সম্পূর্ণ ঠিকানা সহ মেইল করুন এই মেইল আইডি তে – fellowships@sanskritifoundation.org
মেইলের সাবজেক্ট রাখুন “Sanskriti – Kalakriti Fellowship”
সমস্ত ডকুমেন্ট মেইল এ জুড়ে আপলোড করে দিন ও পাঠিয়ে দিন।
সংস্কৃতি – Geddes Scholarship
এই স্কলারশিপটি শুধুমাত্র সেইসব পড়ুয়াদের জন্য যারা প্ল্যানিং বা আর্কিটেকচার নিয়ে আন্ডারগ্রাজুয়েট পড়াশোনা করছে তাদের টাউন প্ল্যানিং এর বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য।
এই স্কলারশিপের মাধ্যমে টাউন প্লানিংয়ের জন্য বিখ্যাত প্রবাদ প্রতিম প্ল্যানার প্যাট্রিক geddes এর চিন্তা ভাবনা ও তার মতাদর্শ নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করার জন্য এই বিশেষ প্রচেষ্টা।
Geddes স্কলারশিপের আর্থিক মূল্য কতটা ?
এই স্কলারশিপের অধীনে ৪৫,০০০ টাকার স্কলারশিপ পাওয়া যাবে ৬ মাসের জন্য, এই অর্থ ২ টি ইনস্টলমেন্টে ।
আবেদন কখন করা যায় ?
সারা বছর
Geddes স্কলারশিপের জন্য কি করে আবেদন করা যাবে ?
অনলাইন ও অফলাইনে ২ ভাবেই আবেদন করা যাবে।
অফলাইনে পদ্ধতি –
http://www.sanskritifoundation.org/Geddes-Fellowship.htm লিংকে ক্লিক করুন ও আবেদন করার বিস্তারিত নিয়মাবলী ভালোকরে পড়ুন
২ পৃষ্ঠার একটি CV বানান ও আবেদন করুন।
আপনাকে এই স্কলারশিপের জন্য রেফার করেছে এমন ২ জনের নাম ঠিকানা ফোন নং দিন
সাদা খামে চিঠি পাঠিয়ে আবেদন করুন খামের উপর টাইটেল হিসেবে অবশ্যই লিখবেন ‘Sanskriti – Geddes Scholarship’ .
পাঠিয়ে দিন এই ঠিকানাতে –
Sanskriti Foundation
C-11, Qutab Institutional Area
New Delhi-110 016
অনলাইন আবেদনের আবেদন পদ্ধতি –
নিজের সম্পূর্ণ ঠিকানা সহ মেইল করুন এই মেইল আইডি তে – fellowships@sanskritifoundation.org
মেইলের সাবজেক্ট রাখুন “Sanskriti – Geddes Scholarship”
সমস্ত ডকুমেন্ট মেইল এ জুড়ে আপলোড করে দিন ও পাঠিয়ে দিন।
সংস্কৃতি স্কলারশিপ : Mani Man ফেলোশিপ –
এই স্কলারশিপটি হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীতের প্রতি আগ্রহী নতুন প্রজন্মের আর্টিস্টদের নিজেদের ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এগিয়ে যাবার জন্য উৎসাহ প্রদানের উদ্দেশ্যে দেওয়া হয়।
যেসব ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই গুরুর অধীনে শিক্ষা লাভ করার পর বিখ্যাত প্রবীণ গুরুর অধীনে তালিম নিতে চান তাদের জন্য এই ফেলোশিপ। ১ বছরের ফেলোশিপ।
ফেলোশিপ সম্পূর্ণ হলে স্কলারশিপ পাওয়া যাবে। যদিও স্কলারশিপের মূল্যের কিছুটা ফেলোশিপ শুরুর সময়েও পাওয়া যাবে।
এই প্রোগ্রামটি রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, অর্থাৎ শিক্ষাগ্রহণকালীন সময়ে হোস্টেলেই থাকতে হবে।
Mani Man স্কলারশিপের অর্থমূল্য কত ?
১ লক্ষ টাকা।
Mani Man স্কলারশিপের জন্য কখন আবেদন করতে হয় ?
বছরের যে কোনো সময়ে আবেদন করা যায়।
এই স্কলারশিপ পেতে গেলে কি যোগ্যতা থাকতে হবে ?
ভারতীয় হতে হবে। বয়সসীমা ২৫-৪০ বছর হতে হবে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউসিক নিয়ে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা ডিগ্রি পাস্ করে থাকতে হবে। আবেদনকারীর অবশ্যই ১০ বছরের শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ থাকতে হবে। আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্ল্যাটফর্মে ২-৩ টি নিজের একক পারফরম্যান্স থাকতে হবে ( নিজের যোগ্যতায়)।
সংস্কৃতি স্কলারশিপের টাকা কখন পাওয়া যাবে ?
এই স্কলারশিপের ১ লক্ষ টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি – ফেলোশিপ শুরু হবার পর , দ্বিতীয় কিস্তি – ফেলোশিপ শেষ হবার পর।
এই স্কলারশিপের জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে?
নিজের একটি আপডেটেড বায়োডাটা।
৫০০ শব্দের মধ্যে নিজের করা প্রজেক্ট নিয়ে কাজের অভিজ্ঞতা লিখিত ফরম্যাটে।
নিজের পারফরম্যান্সের প্রজেক্ট।
নিজের শাস্ত্রীয় সংগীতের কাজকর্ম।
আবেদনকারীর শিক্ষাগুরু বা যারা তাকে এই ফেলোশিপের জন্য রেকমেন্ড করছেন সেরকম দুজনের ঠিকানা ও ফোন নং।
কি করে আবেদন করা যাবে ?
ই – মেইলের মাধ্যমে আবেদন করা যাবে।
প্রথমে ইমেইল এ “Mani Mann Fellowship”. টাইটেল দিন।
তারপর সব ডকুমেন্টের স্ক্যান কপি attach করতে হবে।
পাঠিয়ে দিন এই মেইল আইডি তে –
fellowships@sanskritifoundation.org
আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে এই লিংকে ক্লিক করুন –
http://www.sanskritifoundation.org/Mani-Mann-Fellowship.htm
সংস্কৃতি স্কলারশিপ – প্রভা দত্ত ফেলোশিপ – –
তরুণ মহিলা সাংবাদিকদের জন্য।
এই স্কলারশিপটি দেওয়া হয় এরকম মহিলা সাংবাদিকদের যারা সাম্প্রতিক সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকতার দক্ষতা দেখাতে আগ্রহী। এই প্রোগ্রামটি ১০ মাসের জন্য দেওয়া হয়।
The fellows may work on a book or monograph for subsequent publication within the given time frame
ফেলোশিপ শেষ হবার পর স্কলারশিপ দেওয়া হয় যার আর্থিক মূল্য – ১ লক্ষ টাকা।
কারা এই ফেলোশিপ পাবার যোগ্য ?
ভারতীয় হতে হবে।
মহিলা সাংবাদিক হতে হবে এবং প্রিন্ট মিডিয়াতে কর্মরত হতে হবে।
বয়সসীমা ২৫-৪০ বছর হতে হবে।
কি কি ডকুমেন্টস লাগবে ?
আপডেটেড বায়োডাটা।
আবেদনকারীর অবশ্যই ৫ টি ওয়ার্ক স্যাম্পল যা প্রিন্ট মিডিয়াতে পাবলিশ হয়েছে তা দেখাতে হবে।
আবেদনকারীকে যারা এই ফেলোশিপের জন্য রেকমেন্ড করছেন সেরকম দুজনের ঠিকানা ও ফোন নং।
কি করে আবেদন করা যাবে ?
অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যাবে।
অনলাইন পদ্ধতি –
fellowships@sanskritifoundation.org এই মেইল আইডি তে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে পাঠিয়ে দিন।
অফলাইন পদ্ধতি –
উপরে উল্লিখিত সমস্ত ডকুমেন্ট তৈরী করে পাঠিয়ে দিন এই ঠিকানাতে –
Sanskriti Foundation
C-11, Qutab Institutional Area
New Delhi-110 016
এনভেলপের উপর অবশ্যই লিখুন Prabha Dutt Scholarship’
সংস্কৃতি – মাধবী চ্যাটার্জী ফেলোশিপ –
এই স্কলারশিপটি নৃত্য ও শাস্ত্রীয় সংগীতের (Vocal or Instrumental) প্রতি আগ্রহী নতুন প্রজন্মের আর্টিস্টদের নিজেদের এগিয়ে যাবার জন্য উৎসাহ প্রদানের উদ্দেশ্যে দেওয়া হয়।
ফেলোশিপ শেষ হবার পর স্কলারশিপ দেওয়া হয় যার আর্থিক মূল্য – ১ লক্ষ টাকা।
কখন আবেদন করতে হয় ?
বছরের যে কোনো সময়ে আবেদন করা যায়।
এই স্কলারশিপ পেতে গেলে কি যোগ্যতা থাকতে হবে ?
ভারতীয় হতে হবে।
বয়সসীমা ২৫-৪০ বছর হতে হবে।
আবেদনকারীর অবশ্যই কিছু বছরের শাস্ত্রীয় সঙ্গীতের বা নৃত্যের প্রশিক্ষণ থাকতে হবে।
আবেদনকারীর যেকোনো স্বীকৃত প্ল্যাটফর্মে ২-৩ টি নিজের একক পারফরম্যান্স থাকতে হবে ( নিজের যোগ্যতায় )।
এই স্কলারশিপের টাকা কখন পাওয়া যাবে ?
এই স্কলারশিপের ১ লক্ষ টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি – ফেলোশিপ শুরু হবার পর ৫০,০০০ টাকা, দ্বিতীয় কিস্তি – ফেলোশিপ শেষ হবার পর ৫০,০০০ টাকা ।
কি কি ডকুমেন্টস লাগবে ?
আপডেটেড বায়োডাটা
A CD of their recitals
আবেদনকারীকে যারা এই ফেলোশিপের জন্য রেকমেন্ড করছেন সেরকম দুজনের ঠিকানা ও ফোন নং।
৫০০ শব্দের মধ্যে নিজের করা প্রজেক্ট নিয়ে কাজের অভিজ্ঞতা লিখিত ফরম্যাটে।
নিজের পারফরম্যান্সের প্রজেক্ট।
কি করে আবেদন করা যাবে ?
মেইলের মাধ্যমে আবেদন করা যাবে।
মেইল এ টাইটেল লিখুন –
‘Sanskriti – Madhobi Chatterji Memorial Fellowship’.
পাঠিয়ে দিন – fellowships@sanskritifoundation.org এই মেইল আইডি তে উপরে উল্লিখিত ডকুমেন্টের সাথে।
Pt. Vasant Thakar Memorial ফেলোশিপ স্কলারশিপ-
এই স্কলারশিপটি শাস্ত্রীয় সংগীতের (Vocal or Instrumental) প্রতি আগ্রহী নতুন প্রজন্মের আর্টিস্টদের নিজেদের ক্লাসিক্যাল মিউসিক নিয়ে এগিয়ে যাবার জন্য উৎসাহ প্রদানের উদ্দেশ্যে দেওয়া হয়।
যেসব ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই গুরুর অধীনে শিক্ষা লাভ করার পর বিখ্যাত প্রবীণ গুরুর অধীনে তালিম নিতে চান তাদের জন্য এই ফেলোশিপ। ১ বছরের ফেলোশিপ।
ফেলোশিপ সম্পূর্ণ হলে স্কলারশিপ পাওয়া যাবে। যদিও স্কলারশিপের মূল্যের কিছুটা ফেলোশিপ শুরুর সময়েও পাওয়া যাবে।
ফেলোশিপ শেষ হবার পর স্কলারশিপ দেওয়া হয় যার আর্থিক মূল্য – ১ লক্ষ টাকা।
কখন আবেদন করতে হয় ?
বছরের যে কোনো সময়ে আবেদন করা যায়।
এই স্কলারশিপ পেতে গেলে কি যোগ্যতা থাকতে হবে ?
ভারতীয় হতে হবে।
আবেদনকারীর অবশ্যই কিছু বছরের শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ থাকতে হবে।
নিজের কাজ নিয়ে একটি synopsis লিখতে হবে।
এই স্কলারশিপের টাকা কখন পাওয়া যাবে ?
এই স্কলারশিপের ১ লক্ষ টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি – ফেলোশিপ শুরু হবার পর ৫০,০০০ টাকা , দ্বিতীয় কিস্তি – ফেলোশিপ শেষ হবার পর ৫০,০০০ টাকা ।
আবেদন পদ্ধতি- অনলাইনে পাঠাতে ডকুমেন্ট স্ক্যান করে মেইল করুন এই মেইল আইডি তে fellowships@sanskritifoundation.org.
মেইল এর টাইটেল দিন-“Sanskriti-Pt Vasant Thakar Memorial Fellowship”
অফলাইনে সরাসরি ডকুমেন্ট পাঠান নিচের ঠিকানাতে-
Sanskriti Foundation
C-11, Qutab Institutional Area
New Delhi-110 016
এনভেলাপে অবশ্যই লিখুন “Sanskriti-Pt Vasant Thakar Memorial Fellowship”
ঐক্যশ্রী স্কলারশিপ কি ? এতে কত টাকা পাওয়া যায় ?
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ এর বিশদ খুঁটিনাটি
পশ্চিমবঙ্গ সরকারের চারটি স্কলারশিপ