ডোমেইন নেম কাকে বলে ? ৫ প্রকার ডোমেইন নেম কি কি?

by
ডোমেইন নেম কি
বিভিন্ন টপ লেভেল ডোমেইন নেম

ডোমেইন নেম কাকে বলে ?

জানেন কি আমাদের পার্থিব জগতের মতোই আরও একটা জগৎ রয়েছে যেখানে আমরা শারীরিক ভাবে নেই ঠিক ই কিন্তু সেখানেই আমরা এখন দিনের বেশিরভাগ সময়টা কাটাই। 

ঠিক ধরেছেন, ইন্টারনেটের জগৎ, এখন তো শুধু আমাদের শরীরগুলোই পৃথিবীতে পড়ে আছে, কিন্তু আমরা কি আছি?

নিজেই ভেবে দেখুন, আপনার চোখ এখন কোথায়? মোবাইলের স্ক্রিনে আটকে না কম্পিউটারে?

কানটা ফাঁকা রেখেছেন নাকি ওতেও ইয়ারফোনটা গোঁজাই আছে?

তাহলেই বলুন আপনি কোন জগতে আছেন?

ভাবছেন ডোমেইন নেম কি জানতে এসে এসব কি পড়ছেন?

ঠিক আছে আসল কথায় আসি, কেন আমি দুই জগতের কথা বললাম

আমাদের এই বসুন্ধরায় যেভাবে আমাদের প্রত্যেকের একটা করে বাসস্থান আছে ঠিক সেরকমই ইন্টারনেটের জগতে আছে অসংখ্য ওয়েবসাইট।

আমাদের প্রত্যেকের বাড়ির যেমন একটা নির্দিষ্ট ঠিকানা থাকে ঠিক তেমনই ইন্টারনেটের জগতে থাকা প্রত্যেকটি ওয়েবসাইটেরও একটা করে নির্দিষ্ট ঠিকানা থাকে।

ওয়েবসাইটের এই ঠিকানাগুলিকে বলা হয় আই পি অ্যাড্রেস (IP এর পুরো কথা হলো ইন্টারনেট প্রোটোকল)

এবার এই আই পি অ্যাড্রেস হলো মূলত সংখ্যামালা যেমন Yahoo র একটি আই পি হলো 66.94.230.32

এবার যদি কেউ কোনো ওয়েবসাইটে যেতে চায় তাহলে কোনটা সুবিধাজনক?

বারবার অনেকগুলি নাম্বার টাইপ করা নাকি কোনো নাম লেখা?

শুধু তাই নয় মানুষের মস্তিষ্কের পক্ষেও একসঙ্গে অনেকগুলি সংখ্যা মনে রাখার থেকে একটি শব্দ মনে রাখা বেশি সুবিধাজনক। 

অর্থাৎ ডোমেইন এর কাজ হলো ওয়েবসাইটের ঠিকানাকে ব্যবহারবান্ধব করে তোলা।

ডোমেইন নেম এর গঠন 

ডোমেইন নেম সাধারণত ১ থেকে ৬৩ টি অক্ষরের মধ্যে হয়, এতে নাম্বার ও হাইফেন থাকতে পারে এবং শেষে এক্সটেনশন বা টি এল ডি (TLD) থাকে। 

ডোমেইন নেম এর প্রত্যেকটি ভাগ ডট [.] দ্বারা আলাদা করা থাকে এবং এই ভাগগুলিকে লেবেল বলা হয়। 

প্রত্যেকটি লেবেল এর সর্বোচ্চ দৈর্ঘ্য হলো ৬৩ টি অক্ষর এবং একটি সম্পূর্ণ ডোমেইন নেম সর্বোচ্চ ২৫৩ অক্ষরের হতে পারে। 

উদাহরণ দিয়ে বোঝানো যাক, যদি আপনি কোনো ব্রাউজার থেকে ফেসবুক খোলেন এবং সার্চ বারে গিয়ে ক্লিক করেন 

দেখবেন লেখা আছে  www.facebook.com

এক্ষেত্রে ফেসবুক এর ডোমেইন নেম হলো facebook.com 

ডোমেইন নাম মূলত শুরু হয় ডানদিক থেকে তাই এক্ষেত্রে একদম ডানদিকে থাকা .com হলো মূল ডোমেইন যাকে টপ লেভেল ডোমেইন বা এক্সটেনশন বলা হয়। 

এর পরে থাকা facebook শব্দটি হলো এস এল ডি (SLD) বা সেকেন্ড লেভেল ডোমেইন। 

এবং একদম বামে থাকা www হলো prefix বা সাব ডোমেইন। 

Www ছাড়াও কিছু প্রচলিত সাব ডোমেইন হলো smtp, ftp, mail ইত্যাদি।

ডোমেইন নেম এ www থাকে কেন?

ডোমেইন নেম এর আগে www এর ব্যবহার অত্যন্ত জনপ্রিয়, এতে ব্যবহারকারীর নজরে ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ে। 

প্রযুক্তিগত খুঁটিনাটি বিষয়ে না গিয়ে খুব সাধারণভাবে বললে ব্যবহারকারীর জন্য কোনো ওয়েবসাইটে www থাকা বা না থাকায় কিছুই আসে যায় না। 

এবং যিনি ওয়েবসাইট বানিয়েছেন তার জন্যও www ব্যবহার বাধ্যতামূলক নয়।

ডোমেইন কত প্রকার ও কি কি?

ডোমেইন নেম মূলত ৫ প্রকার – TLDs, ccTLDs,  gTLDs, SLDs, থার্ড লেভেল ডোমেইন।

TLD বা টপ লেভেল ডোমেইন কি?

আগের উদাহরণেই দেখিয়েছি যে একদম ডানদিকে থাকা এক্সটেনশন কে বলে টপ লেভেল ডোমেইন। যেমন – .com, .net, .org, .in, .biz প্রভৃতি। 

Internet Assigned Numbers Authority (IANA.org) এর ২০২০ এর সালের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ১৫৭৮ টি টপ লেভেল ডোমেইন রয়েছে।

১৯৮৫ সালের ১৫ই মার্চ প্রথম যে ডোমেইন নেম নিবন্ধিত (Registered) করা হয় তা ছিল symbolics.com 

সেই থেকে আজ পর্যন্ত সর্বাধিক জনপ্রিয় ও সর্বাধিক বিক্রীত টপ লেভেল ডোমেইন হল .com 

ccTLDs কি?  

এগুলি হলো নির্দিষ্ট দেশের জন্য ব্যবহৃত ডোমেইন এক্সটেনশন। এর পুরো কথা হলো কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনস।

যেমন ভারতের .in বাংলাদেশের .bd ইত্যাদি। 

দেখুন সমস্ত দেশের লিস্ট

gTLDs কি?

এর পুরো কথা হল generic টপ লেভেল ডোমেইন। এর ব্যবহার হয় ডোমেইন এর বিবরণ দেওয়ার জন্য

যেমন education বোঝাতে .edu, organization বোঝাতে .org প্রভৃতি।

সেকেন্ড লেভেল ডোমেইন কি?

TLD র বামদিকে থাকা নাম হলো সেকেন্ড লেভেল ডোমেইন যেমন www.facebook.com এর ক্ষেত্রে facebook হলো সেকেন্ড লেভেল ডোমেইন

আমাদের ওয়েবসাইট suluksandhan.com এ suluksandhan হলো সেকেন্ড লেভেল ডোমেইন।

থার্ড লেভেল ডোমেইন কি?

একদম শুরুতে থাকা www সাব ডোমেইনটি হলো থার্ড লেভেল ডোমেইন।

আগেই বলেছি সাব ডোমেইন ব্যবহার বাধ্যতামূলক নয়।

কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর দরকার পড়ে।

যেমন যদি আপনি নিজের ব্লগকে সাব ডোমেইন এ হোস্ট করতে চান (blog.mysite .com বা আপনার নিজস্ব ওয়েব বেসড অ্যাপ হোস্ট করতে চান (app.mysite .com)  

সমস্ত ডোমেইন নেম নিয়ন্ত্রিত হয় যে সংস্থার দ্বারা তা হলো ICANN (Internet Corporation for Assigned Names and Numbers).

ডোমেইন নেম কেন কিনতে হয়?

এখানে একটা কথা বলা দরকার ডোমেইন নেম কখনই আপনার সম্পত্তি নয় আপনি শুধু টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য (১বছর/৫বছর/১০বছর) ডোমেইন নিবন্ধীকরণ (Registered) করতে পারেন।

ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?

যাতে আপনি ওই ডোমেইন নেমটি আইনসম্মতভাবে ব্যবহার করতে পারেন।

আপনি একটি ডোমেইন নেম নির্দিষ্ট সময়ের মধ্যেই রিনিউ না করলে আপনি অতিরিক্ত ৩০ দিন সময় পাবেন তা renew করার জন্য। 

কিন্তু তাও যদি না করেন তখন আপনার ওই ডোমেইনটি আবার সর্বসাধারণের রেজিস্ট্রেশন এর জন্য উপলব্ধ করে দেওয়া হবে।

সুতরাং বুঝতেই পারছেন বর্তমান এই ইন্টারনেট নিয়ন্ত্রিত পৃথিবীতে ডোমেইন এর গুরুত্ব কতখানি।

একদম সস্তায় ডোমেইন কেনার সবচেয়ে ভালো ওয়েবসাইট হলো Namecheap, মাত্র ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে আপনি ডোমেইন পেয়ে যাবেন।

namecheap logo নেমচিপ ডোমেইন

ডিজিটাল মার্কেটিং কি ?

কীওয়ার্ড রিসার্চ কাকে বলে ?

এস ই ও কি ? কিভাবে এস ই ও করে ?

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!