পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট কি করে অনলাইনেই বাড়িতে বসে apply করবেন? | Residential certificate online west Bengal

by

গেজেটেড অফিসার দ্বারা স্বীকৃত “ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট” যেকোনো চাকরি বা স্কলারশিপ এর জন্য খুব ই দরকারি।

পশ্চিমবঙ্গে আপনারা তা খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে আবেদন করেই পেয়ে যেতে পারেনই – ডিস্ট্রিক্ট পোর্টাল এর মাধ্যমে।

আবেদন করার কিছুদিনের মধ্যেই আপনারা BDO বা SDO এর সই করা একটা সার্টিফিকেট কপিও পোর্টাল থেকেই ডাউনলোড করে নিতে পারবেন অফিসে দৌড়াদৌড়ি না করে।

তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিক হলে তবেই এই পরিষেবা আপনি পেতে পারবেন।

এই পরিষেবা একদম বিনামূল্যে পাওয়া যায়।

কতদিনে পাওয়া যাবে এই সার্টিফিকেট? within how many days we can get a residential certificate online West Bengal?

আবেদন করার ৭-১০ দিন এর মধ্যে আপনি আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন।

এই সার্টিফিকেট ৬ মাসের জন্য কার্যকরী থাকে। তারপর দরকার হলে আবার আপনাকে পুনরায় আবেদন করতে হবে।

এবার দেখা যাক কি ভাবে আমরা এই সার্টিফিকেটগুলোর জন্য আবেদন করতে পারি –

প্রথম স্টেপ-

১. প্রথমে edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে যান।

২. তারপর হোমপেজে “সিটিজেন রেজিস্ট্রেশন” বাটন এ ক্লিক করুন। তাতে যে পেজ খুলবে তাতে নিজের নাম ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করুন।

এবার আপনাকে নিজের পছন্দমতো username আর password দিতে হবে, যাতে আপনি এই ওয়েবসাইটে পরে আবার লগ ইন করতে পারেন।

দ্বিতীয় স্টেপ-

৩. এরপর আবার আপনি এই ওয়েবসাইটে এসে ওই “লগ ইন” বাটন এ ক্লিক করুন। আপনার সেট করা username আর password দিলেই আপনার পেজ খুলে যাবে।

৪. এরপর” সার্টিফিকেট অপশন” এ ক্লিক করে, যে সার্টিফিকেট আপনার চাই ইনকাম না কি ডোমিসাইল সেই অপশন এ ক্লিক করুন।

৫. এরপর যে পেজ খুলবে তাতে একটা ফর্ম আসবে যাতে আপনি আপনার নাম, জন্মতারিখ, আধার নম্বর, জেন্ডার, ই-মেল্ অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং আপনার বর্তমান ঠিকানা লিখবেন এবং তারপর “সেভ নেক্সট “ বোতাম এ ক্লিক করবেন।

(এই স্টেপ এই যদি আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্প্লাই করতে চান তাহলে আপনাকে আপনার পারিবারিক আয় সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে)

(আর যদি আপনি রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট এর জন্য অ্যাপ্প্লাই করেন তাহলে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা, কতদিন পশ্চিমবঙ্গে আছেন, কেন সার্টিফিকেটের জন্য অ্যাপ্প্লাই করছেন, এই সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে।)

তৃতীয় স্টেপ –

৬. এরপর আপনাকে আপনার কিছু ডকুমেন্টস স্ক্যান করে এই ওয়েবসাইটে আপলোড করতে হবে।প্রতিটা স্ক্যান করা ডকুমেন্ট এর সাইজ ৫০০ KB এর বেশি হওয়া চলবেনা।

ডকুমেন্টগুলি হলো-

ক) এপিক ফটো আইডেন্টিটি প্রুফ যেকোনো একটা – (ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট / রেশন কার্ড)

খ) নিজের ফটো

গ) ইনকাম সার্টিফিকেট – স্যালারি সার্টিফিকেট / IT রিটার্ন সার্টিফিকেট / গ্রামপ্রধান স্বীকৃত ইনকাম প্রুফ / কাউন্সিলর স্বীকৃত ইনকাম প্রুফ / EWS সার্টিফিকেট

ঘ) রেসিডেন্সিয়াল প্রুফ – জমির deed / খতিয়ান / বাড়ি ভাড়ার রশিদ / বাসস্থান এর প্রমান / রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই SDO

ঙ) জন্ম প্রমান – বার্থ সার্টিফিকেট / সেকেন্ডারি অ্যাডমিট কার্ড / প্যান কার্ড

৭. ডকুমেন্ট গুলো আপলোড করা হয়ে গেলে আপনি “সেভ” বাটন এ ক্লিক করবেন। এরপর আপনি আপনার পুরো অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন। যদি কোনোকিছু আপনার মনে হয় যে ভুল আছে তাহলে আপনি তা এডিট করতে পারবেন এই স্টেপ এ।

৮. তারপর ফাইনাল “সাবমিট” বোতামে ক্লিক করলেই ফাইনাল সাবমিট হয়ে যাবে।

শেষ স্টেপ –

৯.“ফাইনাল সাবমিশন” সফল হলে আপনি একটা “অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট” পাবেন যাতে একটা AIN নম্বর থাকবে যা দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।

এরপর মাঝে মাঝেই আপনি ওই AIN নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন যখন দেখবেন “application approved” দেখাচ্ছে তখন আপনি “ডিজিটাল সাইন” করা সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

পুরো পদ্ধতি সম্পূর্ণ হতে ৭-১০ দিন লাগতে পারে।

দ্রষ্টব্য – যদি তারপরেও না আসে তখন ওই acknowledgement রিসিপ্ট নিয়ে গিয়ে SDO বা BDO অফিসে যোগাযোগ করতে পারেন।

বা 18003453011 or 033-22901721 তে ফোন করে যোগাযোগ করতে পারেন বা এই ওয়েবসাইটেই হেল্প ডেস্কে গিয়ে যোগাযোগ করতে পারেন।

ডিজিলকার কি ?

পশ্চিমবঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করতে কি কি লাগে?

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের খুঁটিনাটি

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!