উচ্চমাধ্যমিকের পর কি করা উচিত? পেশাভিত্তিক বিভিন্ন কোর্সের সন্ধান

by

সাইন্স, আর্টস, কমার্স যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস করার পর বেশিরভাগ ছাত্রছাত্রীরাই ঠিক করতে পারেনা যে উচ্চমাধ্যমিকের পর কি করা উচিত।

সত্যি বলতে কি উচ্চমাধ্যমিকের পর ঠিক কি করা উচিত এই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই।প্রত্যেক ছাত্রছাত্রীদের পারিবারিক আর্থিক অবস্থা,তাদের পছন্দ বিভিন্ন রকম।

কাউকে উচ্চমাধ্যমিক পাস্ করেই রোজগারের চেষ্টা করতে হবে আবার কারোর গ্র্যাজুয়েশন করা পর্যন্ত সময় হাতে আছে উপার্জনের ভাবনা ভাবার জন্য।

কিন্তু গ্র্যাজুয়েশনের পর পরিস্থিতি প্রায় সবারই একইরকম। রোজগারের ভাবনা তাই মাথায় আস্তে বাধ্য। তাই উচ্চমাধ্যমিক পাস্ করেই এমন কি পেশা ভিত্তিক কোর্স পড়া যায়, ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিকেল ছাড়া যাতে তারপরই রোজগার শুরু করা যায়, তা আমরা খুঁজতে ব্যস্ত হয়ে যাই।

তাই আজকের প্রচেষ্টা সেরকমই কয়েকটি কোর্সের কথা বলা, যাতে তোমরা তোমাদের কি পছন্দ তা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারো।

তাই যেকোনো শাখায় ১০+২ পাস্ করার পর কি কি ডিগ্রী পড়া যায় দেখা যাক।

এবার দেখে নেওয়া যাক যেকোনো বিভাগের ছাত্রছাত্রীরা সে সায়েন্স, আর্টস, বা কমার্স যে বিভাগের ই হোক , তাদের নিজস্ব স্ট্রিম নির্বিশেষ কি কি কোর্স করতে পারে?

এখানে আলোচনা করবো আইন, ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফ্যাশন টেকনোলজি বিষয়ে।

১. আইন :-

উচ্চমাধ্যমিকের পর কি করা উচিতআইন

পড়ার জন্য ১০+২ তে ৪৫% নম্বর নিয়ে পাস্ করতে হবে, সায়েন্স, আর্টস বা কমার্স যেকোনো বিভাগে।

পড়ার কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। যে কোনো বয়সের মানুষ ভর্তি হতে পারে।

আইনে ভর্তি হবার পদ্ধতি কি বা কি করে “ল” পড়া যায়?

CLAT (কমন ল এলিজিবিলিটি টেস্ট ) পরীক্ষা দিয়ে এন্ট্রান্স এ পাস্ করলেই ল পড়া যায়।

এটা কোনো শক্ত পরীক্ষা নয়। 

এছাড়াও কিছু কলেজ আছে যারা  দ্বাদশ শ্রেণীর নম্বর দেখেই সরাসরি ভর্তি নেয়। CLAT এ রাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং হয় সেই অনুযায়ী ভর্তি হয়। প্রচুর সরকারি বেসরকারি কলেজ এ ল পড়ানো হয়।

আইন পড়ে যে  ডিগ্রীগুলি পাওয়া যায় সেগুলি হল –                                                                         

ডিগ্রির নাম কোর্সের মেয়াদ পড়তে গেলে কি যোগ্যতা লাগে

B.Aঅনার্স (LLB) –             ৫ বছরের কোর্স                    ১০+২  পাস যেকোনো স্ট্রিম

B.Com অনার্স (LLB)   – ৫ বছরের কোর্স                      ১০+২  পাস যেকোনো স্ট্রিম

BBA অনার্স (LLB)   –      ৫ বছরের কোর্স                      ১০+২  পাস যেকোনো স্ট্রিম

BLS অনার্স (LLB)  –       ৫ বছরের কোর্স                       ১০+২  পাস যেকোনো স্ট্রিম

B.Sc অনার্স (LLB) –   ৫ বছরের কোর্স                        ১০+২  পাস সায়েন্স স্ট্রিম

B.Tech (LLB )   –             ৬ বছরের কোর্স                   ১০+২  পাস সায়েন্স স্ট্রিম

এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কোন কোন কলেজে “ল” পড়ানো হয় ?

পশ্চিমবঙ্গে সরকারি আইন কলেজগুলোর সরকারি তালিকা দেওয়া হল –

১. IIT খড়্গপুর রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল –

এই প্রতিষ্ঠানটি (BCI) বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত।এখানে ৩ বছরের কোর্স LLB করানো হয়।

এই প্রতিষ্ঠানে ভর্তি হবার যোগ্যতা –

১. টেকনোলজি/মেডিসিন/ইঞ্জিনিয়ারিং এ প্রথম বিভাগে স্নাতক হতে হবে

বা

২. সায়েন্স বা ফার্মেসী তে মাস্টার্স প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে

বা

৩. প্রথম বিভাগে MBA পাস্ হতে হবে।

ভর্তি কিভাবে হওয়া যায়?

তার নিজের বিষয়ে ৬.৫ CGPA পেয়ে থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে।

২. ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটিস অফ জুডিশিয়াল সায়েন্স

BA /BSc (LLB) অনার্স ডিগ্রী করানো হয় ৫ বছরের।

৪৫% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস্ করলে CLAT পরীক্ষাতে প্রাপ্ত রাঙ্ক এর ভিত্তিতে ভর্তি হয়। এটা খুবই নামি ইনস্টিটিউট। অন্যান্য রাজ্য থেকেও অনেক ছাত্রছাত্রী আইন পড়তে আসে এই প্রতিষ্ঠানে ।

৩. সুরেন্দ্রনাথ ল / আইন কলেজ

ক্যালকাটা ইউনিভার্সিটির এর অধীনে এই কলেজে ৫ বছরের BA LLB কোর্স করানো হয়, যা BCI দ্বারা স্বীকৃত।

ভর্তি হবার পদ্ধতি-

সিট্-১২০

ক্যালকাটা ইউনিভার্সিটির কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে ভর্তি হতে হয়। এবং উচ্চমাধ্যমিকে জেনারেল কাস্টের ছাত্রছাত্রীদের ৪৫% নম্বর ও SC/ST দের ৪০% নম্বর পেতে হবে।

৪. কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট

৫ বছরের BA LLB কোর্স করানো হয়।

ক্যালকাটা ইউনিভার্সিটির কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হতে হয়। এবং উচ্চমাধ্যমিকে জেনারেল কাস্টের ছাত্রছাত্রীদের ৪৫ % নম্বর ও SC/ST দের ৪০ %নম্বর পেতে হবে। এখানে বয়স সীমা নির্দিষ্ট। একদম সদ্য উচ্চমাধ্যমিক পাস্ করা ছাত্রছাত্রীরাই ভর্তি হতে পারে।

সিট্-৬০ টা (কিন্তু তার ৮০% সংরক্ষিত পুলিশদের জন্য বাকিটা সাধারণ ছাত্রছাত্রীদের )

৫. হুগলি মহসিন কলেজ

৩ বছরের LLB কোর্স করানো হয়।

বর্ধমান ইউনিভার্সিটির যে এন্ট্রান্স টেস্ট হয় তাতে পাস্ করতে হবে এবং উচ্চমাধ্যমিকে জেনারেল কাস্টের ছাত্রছাত্রীদের ৪৫% নম্বর ও SC/ST দের ৪০% নম্বর পেতে হবে।

৬. সাউথ ক্যালকাটা ‘ল’ কলেজ

৫ বছরের BALLB ও BALLB অনার্স পড়ানো হয় , ক্যালকাটা ইউনিভার্সিটির দ্বারা।

ক্যালকাটা ইউনিভার্সিটির কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হতে হয় এবং উচ্চমাধ্যমিকে জেনারেল কাস্টের ছাত্রছাত্রীদের ৪৫% নম্বর ও SC/ST দের ৪০% নম্বর পেতে হবে।

৭.বর্ধমান ইউনিভার্সিটি

৩ বছরের LLB , ৫ বছরের BA LLB অনার্স দুই ই পড়ানো হয়।

LLB – বর্ধমান ইউনিভার্সিটির যে এন্ট্রান্স টেস্ট হয় তাতে পাস্ করতে হবে

BA LLB- ডিরেক্ট অ্যাডমিশন

৮. ক্যালকাটা ইউনিভার্সিটি

ক্যালকাটা ইউনিভার্সিটি র অধীনে বেশ কিছু সরকারি (উপরে উল্লেখ করা হয়েছে) ও বেসরকারি কলেজে পড়ানো হয়।

৫ বছরের BA LLB /BA LLB অনার্স।

ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা দিয়েই মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হতে হয়।

৯. নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি

এই ইউনিভার্সিটির অধীনে ২ টি সরকারি কলেজে পড়ানো হয়.

ক) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিস, দার্জিলিং

খ) জলপাইগুড়ি ‘ল’ কলেজ

৫ বছরের কোর্স BA LLB ও BA LLB অনার্স দুই ই পড়ানো হয়

BA LLB অনার্স -বয়সসীমা ২০ বছর জেনারেল দের – SC ST দের ২২ বছর – উচ্চমাধ্যমিকে জেনারেল দের ৫৫% নম্বর ও SC ST দের ৫০% নম্বর পেতে হবে।

ভর্তি – উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে

BA LLB – বয়সসীমা ২০ বছর জেনারেল দের – SC ST দের ২২ বছর – উচ্চমাধ্যমিকে জেনারেলদের ৪৫% নম্বর ও SC ST দের ৪০% নম্বর পেতে হবে।

১০. মেদিনীপুর ‘ল’ কলেজ

এখানকার কোর্সগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটির দ্বারা করানো হয়।

BA LLB অনার্স – উচ্চমাধ্যমিকে জেনারেলদের ৪৫% নম্বর ও SC ST দের ৪০% নম্বর পেতে হবে।এন্ট্রান্স ও পাস্ করতে হবে

LLB – ৩ বছরের কোর্স করানো হয় – কিন্তু তা যারা ইতিমধ্যেই গ্র্যাজুয়েট তাদের জন্য – উচ্চমাধ্যমিকের পর তা করা যাবেনা

বিস্তারিত জানতে নিচে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটের লিংক দেওয়া হলো। নিচের ওয়েবসাইট এ গিয়ে  ক্লিক করো-

https://www.wbsche.ac.in/pdf/List-of-Law-Colleges-in-West-Bengal.pdf

বিজনেস ম্যানেজমেন্ট কোর্স :

 ম্যানেজমেন্ট কোর্স

সরকারি, বেসরকারি বহু কলেজে পড়ানো হয়। বেসরকারিতে পড়া খুব ই খরচ সাপেক্ষ, কিন্তু সরকারিতে খরচ অভূতপূর্ব ভাবে কম এবং বহনযোগ্য।উচ্চমাধ্যমিকের পর ম্যানেজমেন্ট কোর্স BBA পড়া যায় শুধুমাত্র।

BBA -৩ বছরের কোর্স

কলেজগুলো হল –

পড়তে গেলে কি যোগ্যতা লাগে?

১০+২ বা উচ্চমাধ্যমিক (যে কোনো শাখা তে) পাস্ হলেই হবে, উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোনো এন্ট্রান্স নেই।

দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কোন কোন সরকারি কলেজে BBA পড়ানো হয়

পশ্চিমবঙ্গে BBA কলেজ

১. স্কটিশ চার্চ কলেজ

ক্যালকাটা ইউনিভার্সিটি র অধীনে এই কলেজ BBA পড়ানো হয়।

পড়ার আনুমানিক খরচ – প্রায় দেড় লক্ষ টাকা (৩ বছরের মোট)

আরো বিস্তারিত জানতে স্কটিশ চার্চ কলেজর অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হলো তাতে গিয়ে ফী এর বিষয় নিশ্চিত হয়ে যান-

http://www.scottishchurch.ac.in/fees.php

২. আশুতোষ কলেজ

ক্যালকাটা ইউনিভার্সিটি র অধীনে এই কলেজ BBA পড়ানো হয়।

আরো বিস্তারিত জানতে কলেজর অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হলো তাতে গিয়ে ফী এর বিষয় নিশ্চিত হয়ে যান-

https://www.asutoshcollege.in/

৩. ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ

আরো বিস্তারিত জানতে কলেজর অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হলো তাতে গিয়ে ফী এর বিষয় নিশ্চিত হয়ে যান-

https://brsnc.in/site/page_content/75

৪. রায়গঞ্জ ইউনিভার্সিটি

BBA কোর্স করানো হয়।খরচ – প্রায় ৬০,০০০ টাকা

অফিসিয়াল ওয়েবসাইট –

https://raiganjuniversity.ac.in/management-5/

Technical Helpdesk: 08584824065 (10:00am-6:00pm)
06292218758 (10:00am-6:00pm)

৫. বিধানচন্দ্র কলেজ, আসানসোল

BBA কোর্স করানো হয়। কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনে এই কোর্স করানো হয়।

অফিসিয়াল ওয়েবসাইট-

http://bccollegeasansol.org/career_chart.php

৬. মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ , দুর্গাপুর

BBA কোর্স করানো হয়। খরচ- প্রায় ১ লক্ষ টাকা

https://madhusudancollege.in/fee-structure/

৭. বানওয়ারীলাল ভালোটিয়া কলেজ , আসানসোলে

BBA কোর্স করানো হয়। কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনে এই কোর্স করানো হয়।

অফিসিয়াল ওয়েবসাইট-

http://bbcollege.ac.in/

ই মেল -bbcollege1944@gmail.com

৮. কুলটি কলেজ ,কুলটি

BBA কোর্স করানো হয়। কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনে এই কোর্স করানো হয়। আসন-৩০ টা

অফিসিয়াল ওয়েবসাইট –

http://www.kulticollege.ac.in/index.php

Phone: 0341 251 5711

৯. নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ

BBA কোর্স করানো হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে।

অফিসিয়াল ওয়েবসাইট –

Commerce & Business Administration

১০.কালিম্পঙ কলেজ, দার্জিলিং

BBA অনার্স করানো হয়। ৩ বছরের। ৪০ টা আসন ,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কোর্স করানো হয়।

অফিসিয়াল ওয়েবসাইট-

http://kalimpongcollege.org.in/

BBA Dept.: 8910864377 / 9434262955 /8617681913 / 974985409

১১. তারকেশ্বর ডিগ্রী কলেজ , হুগলী

BBA অনার্স পড়ানো হয়। ৩ বছরের ,খরচ -প্রায় ৯০,০০০ টাকা , আসন- ৪০ টা

অফিসিয়াল ওয়েবসাইট

https://www.tarakeswardegreecollege.org/

Phone – (91)(3212) 276269/ 279398
Fax – (91)(3212) 279398
Email – info@tarakeswardegreecollege.org

১২. কুচবিহার পঞ্চানন ইউনিভার্সিটি

BBA কোর্স করানো হয়। খরচ প্রায় – ২৪,০০০ টাকা

এখানে BBM (ব্যাচেলর্স ইন ম্যানেজমেন্ট ) ও পড়ানো হয়। খরচ – প্রায় ২.৫ লক্ষ

অফিসিয়াল ওয়েবসাইট – https://cbpbu.ac.in/

Phone : +91-9476468333(10:00 a.m. to 5:00 p.m.),
+91-3582-230218
E-mail: info@cbpbu.ac.in

১৩. ভোলানাথ ন্যাশনাল একাডেমী, উত্তর চব্বিশ পরগনা

এখানে BBA ও BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট পড়ান হয়. খরচ-২ লক্ষ টাকা

কোর্স করানো হয় MAKAUT অধীনে।

অফিসিয়াল ওয়েবসাইট –

https://www.bholananda.org/bholananda_national_academy_bna

ঠিকানা –

BHOLANANDA NATIONAL VIDYALAYA
55 & 56 BARRACK ROAD, BARRACKPORE, DIST. NORTH 24 PARGANAS
BARRACKPORE, WEST BENGAL 700120
ph: 03325940454
alt: 03325920688
bnv_bkp2005@yahoo.co.in

১৪. বর্ধমান ইউনিভার্সিটি

এই বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজ গুলোতে BBA কোর্স করানো হয় সেগুলি হল –

মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ , দুর্গাপুর ও নেতাজি মহাবিদ্যালয় ও বর্ধমান রাজ্ কলেজ ।

BBA অনার্স করানো হয় যে কলেজ গুলো তে সেগুলো হল-

সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান , চন্দননগর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (চিনসুর), ইনস্টিটিউট অফ কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্স (বাঁকুড়া ), সাইবার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (বর্ধমান), গুসকরা মহাবিদ্যালয় (বর্ধমান)

এখানে BBA ট্যুরিজম ও হসপিটালিটির অনার্স কোর্স ও করানো হয় – ৩ বছরের কোর্স ।

অফিসিয়াল ওয়েবসাইট –

https://www.buruniv.ac.in/bunew/Template.php?page=Course&subpage=BBA

ঠিকানা –

The University of Burdwan
Rajbati, Bardhaman – 713 104,
West Bengal, India
p: +91 342 263 4975
f: +91 342 253 0452
e: webmaster@buruniv.ac.in

IPM-integrated programme in management – ৫ বছর

BBA + MBA একসাথে পড়া যায় ১০+২ এর পর ই।

কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সরকারি কলেজ এ এখনো অবধি তা পড়ানো হয়না। শুধুমাত্র বেসরকারি কলেজ এই  পড়ানো হয়। 

BBM -ব্যাচেলর অফ বিজনেস  ম্যানেজমেন্ট – ৩ বছর

পড়া যায় ১০+২ এর পর ই। কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সরকারি কলেজ এ এখনো অবধি তা পড়ানো হয়না। শুধুমাত্র বেসরকারি কলেজেই পড়ানো হয়।

হোটেল ম্যানেজমেন্ট –

 হোটেল ম্যানেজমেন্ট

হোটেল ম্যানেজমেন্ট এর মধ্যে নিচের কোর্সগুলি নিয়ে পড়া যায়.

১. হসপিটালিটি ম্যানেজমেন্ট

২.ক্যাটারিং ম্যানেজমেন্ট

৩.ক্যাটেরিং টেকনোলজি

৪. কালিনারি আর্টস

৫. হাউস কিপিং

৬. ক্যাটেরিং সাইন্স আর

৪ ধরণের ডিগ্রী পাওয়া যায়-

১.  B.Sc ইন হসপিটালিটি এন্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন-৩ বছর 

২. BA (অনার্স ) ইন হোটেল ম্যানেজমেন্ট এন্ড কালিনারি আর্ট -৪  বছর

৩. BA (অনার্স) ইন হোটেল ম্যানেজমেন্ট -৪   বছর 

৪. BTech  ইন হোটেল ম্যানেজমেন্ট – ৪ বছর 

এবার আসি পশ্চিমবঙ্গেও সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ কোন গুলি আছে এবং তাতে কি কি কোর্স করানো হয় ? / হোটেল ম্যানেজমেন্ট কোর্স ইন কলকাতা

IIHM কলকাতা

https://www.iihm.ac.in/courses-offered/

স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট দুর্গাপুর

https://wbsihm.in/home/full_term_course – full course https://wbsihm.in/home/short_term_course– short time cpourse


MAKAUT –

https://makautwb.ac.in/page.php?id=200

হোটেল ম্যানেজমেন্ট পড়ে কাজের কোথায়  কি কি সুযোগ আছে?

রেস্টুরেন্ট এবং ফাস্টফুড আউটলেট শিক্ষকতা হাসপাতাল ক্যাটেরিং ফ্লাইট কিচেনে, রেলে ক্যাটারিং সার্ভিস আর্মড ফোর্স মার্কেটিং এবং সেলস এ যেখানে হোটেল ব্যবসা যুক্ত জাহাজে ক্যাটেরিং বা cruse এ ফুড সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ পাওয়া যায়।

BCA – ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন-

BCA

১০+২ পাস করে যে কেউ পড়তে পারে BCA . সরকারি ও বেসরকারি  অনেক কলেজেই পড়ানো হয়। ৩ বছরের কোর্স। 

এবার দেখে নেওয়া যাক কোন কোন সরকারি কলেজে পশ্চিমবঙ্গে BCA পড়ানো হয়।

পশ্চিমবঙ্গে BCA সরকারি কলেজ:

১. আলিয়া ইউনিভার্সিটি

২. MAKAUT

খরচ – প্রায় ১.৫ লক্ষ (মোট ৩ বছরে)

৩. আসানসোলে গার্লস কলেজ

খরচ প্রায় – টাকা ৪২,০০০ – ৪৫,০০০ (মোট ৩ বছরে) ,আসন সংখ্যা -৬০

ভর্তির যোগ্যতা – ৪৫% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস্ করলে তবে আবেদন যাবে।

৪. বনওয়ারী লাল ভালোটিয়া কলেজ , আসানসোল

ভর্তির যোগ্যতা – ৬০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস্ করলে তবে আবেদন যাবে।

৫. বেলদা কলেজ

আসন-৩৮। খরচ- প্রায় ৪০,০০০ এর মধ্যে (মোট ৩ বছরে)

৬. বর্ধমান রাজ্ কলেজ

খরচ – প্রায় ৯০,০০০ এর মধ্যে (মোট ৩ বছরে)

ভর্তির যোগ্যতা- উচ্চমাধ্যমিকে ইংরেজি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে সাথে অংক /ফিজিক্স /,স্ট্যাটিসটিক্স / কম্পিউটার বা বিজনেস ইকোনমিক্স পড়ে থাকতে হবে উচ্চমাধ্যমিকে ,তবেই আবেদন করা যাবে।

৭. শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, মেদিনীপুর

প্রথম বছরে ১২০০০ টাকা। তিন বছরে ৩৬০০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস্ করলেই আবেদন করতে পারবে।

এরকম প্রায় আরো ২৫ টি কলেজে পশ্চিমবঙ্গে BCA পড়ানো হয়।

ফ্যাশন টেকনোলজি

ফ্যাশন ডিজাইন

ফ্যাশন টেকনোলজি গ্ল্যামার জগতের খুবই জনপ্রিয় একটি পেশা যা সেসব পড়ুয়াদের আকৃষ্ট করে যাদের উদ্ভাবনী ক্ষমতা ও শিল্প নৈপুণ্যতা সৃষ্টির আনন্দ দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আঁকতে ভালোবাসে এইসব পড়ুয়ারাই এই পেশার কথা ভেবে থাকে।যদিও সত্যি এটা যথেষ্ট ব্যয়বহুল, শুধু তাই নয় পড়াশোনা করার পর ও নিজের বুটিক খুলতে গেলেও তাতেও অনেক পুঁজি দরকার। সত্যি এই পেশা তাদের জন্যই যাদের এই এতো খরচ বহন করার সামর্থ্য আছে।

ডিগ্ৰী – B.Des

এবার দেখা নেওয়া যাক সরকারি ফ্যাশন ডিজাইন কলেজগুলো –

১. NIFT- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি

প্রায় – ১১.১০ লক্ষ খরচ। ৪ বছরের কোর্স। ১০+২ পাস্ হবে। বয়সসীমা – ২৩ বছর।

কিকরে ভর্তি হতে হবে?

NIFT এন্ট্রান্স এক্সাম দিয়ে। এটা একটি জাতীয় স্তরের পরীক্ষা, যা নিফ্ট ই আয়োজন করে থাকে। অফলাইনে পরীক্ষা হয়। জানুয়ারী মাসে পরীক্ষার নোটিশ বের হয়। ২০০০ টাকা অ্যাপ্লিকেশন চার্জ। .

BDes পড়তে যেকোনো বিভাগের ছাত্রছাত্রীরা পারে, সাইন্স, আর্টস, কমার্স নির্বিশেষে।

BFTech পড়তে গেলে শুধু মাত্র সায়েন্স বিভাগের পড়ুয়ারাই আবেদন করতে পারবে।

B.Des এর অধীনে বেশ কয়েকটি ফ্যাশন কোর্স হয়। যথা-

১. B.Des অ্যাকসেসরি ডিজাইন – ৩০ আসন

২. B.Des ফ্যাশন কমিউনিকেশন – ৩০ আসন

৩. B.Des ফ্যাশন ডিজাইন – ৩০ আসন

৪. B.Des নিটওয়ার ডিজাইন- ৩০ আসন

৫. B.Des লেদার ডিজাইন – ৩০ আসন

৬. B.Des টেক্সটাইলে ডিজাইন -৩০ আসন

অফিসিয়াল ওয়েবসাইট – https://www.nift.ac.in/kolkata/

২. ফুটওয়ার (footware ) ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কলকাতা

এখানে ৪ টি কোর্স করানো হয়। খরচ- প্রায় ৬.২৮ লক্ষ টাকা। ৪ বছরের কোর্স।

B.Des লেদার ও এক্সেসোরি ডিজাইন -৬০ আসন

B.Des ফ্যাশন ডিজাইন- ৬০ আসন

B.Des ফুটওয়ার ডিজাইন- ৬০ আসন

B.Des ফ্যাশনও রিটেল মার্চেন্ডাইস – ৪৫ আসন

অফিসিয়াল ওয়েবসাইট –

https://fddiindia.com/school-of-footwear-design-production.php#bdes-footwear-production

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ, ভালো লাগলে কমেন্ট করুন ও শেয়ার করুন।

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!