উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়ার পর কি কি করা যায় ?

by

আমরা আমাদের আশপাশে বেশিরভাগ সময়েই শুনতে পাই যে আর্টস নিয়ে পড়ে শুধুমাত্র শিক্ষকতাকেই পেশা হিসেবে নেওয়া যায়, তাই আর্টস পড়ার পর তেমন কোনো ভবিষ্যৎ নেই, ইত্যাদি ইত্যাদি।

কিন্তু এগুলি সবই ভ্রান্ত ধারণা। অধ্যাবসায়, ইচ্ছা, এবং নিজের পছন্দের পেশার সন্ধান করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই যারা ইতিমধ্যেই আর্টস নিয়ে উচ্চমাধ্যমিক দিয়ে দিয়েছ তারা দেখে নাও যে সত্যি তোমরা তোমাদের বিষয় নিয়ে কিভাবে কোন দিকে এগোতে পারো।

আর্টস নিয়ে  উচ্চমাধ্যমিকের পর পড়াশুনো ও কোর্স

বিষয় : উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়ে গ্র্যাজুয়েশনে কি কি পড়াশোনা করা যায়?

আমরা সবাই জানি আর্টসের ৩ টি ডিগ্রী হয়।

১. B.A জেনারেল (ব্যাচেলর অফ আর্টস) ।

২. B.A (অনার্স) যে কোনো একটা সাবজেক্ট এ স্পেশালাইজেশন করে।

৩. BRS (ব্যাচেলর ইন রুরাল স্টাডিস), এটা শুধু মাত্র বিশ্বভারতীতেই পড়ানো হয়।

[BRS (ব্যাচেলর ইন রুরাল স্টাডিস) – এটাই তোমাদের কাছে একটু নতুন হবে। এটা আসলে একটা ৩ বছরের ডিগ্রী কোর্স, যেখানে রুরাল ইকোনমি , স্ট্যাটিসটিক্স , কো -অপরেশন ,পঞ্চায়েত , animal  husbandry, হর্টিকালচার, এগ্রিকালচার , এন্টারপ্রেনিউরশিপ  বিষয়ে পড়ানো হয়।]

এবার চলো দেখে নি উচ্চমাধ্যমিকের পর কি কি কোর্স ও কেরিয়ার বা বিষয় আর্টস বা হিউম্যানিটির মধ্যে পড়ে/graduation courses in arts after 12 th or HS

ইতিহাস, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসৌর্স ম্যানেজমেন্ট, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, নিউট্রিশন, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি (সমাজতত্ত্ব), রাষ্ট্রবিজ্ঞান (পলিটিক্যাল সাইন্স), music, জিওগ্রাফি, ফিলোসফি (দর্শন), এনভায়রণমেন্টাল স্টাডিস (পরিবেশ বিজ্ঞান), অ্যাগ্রোনোমি (কৃষি), শারীরশিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত এবং সাহিত্য।

ইতিহাস –

ইতিহাস

ইতিহাস নিয়ে পড়ে কেরিয়ার কি বা ভবিষ্যতে কি কাজের সুযোগ পাওয়া যায়?

১. আর্কিওলজিস্ট

ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশন করে মাস্টার্সে আর্কিওলজি পড়ে আর্কিওলজিস্ট হওয়া যায়। ইতিহাসে গ্র্যাজুয়েশনর পরই MA তে আর্কিওলজি পড়া যায়।

ক্যালকাটা ইউনিভার্সিটিতে ও বিশ্বভারতীতে পড়ানো হয়। পাস্ করার পর আর্কিওলজিস্ট হিসেবে কাজ করা যায়।

আর্কিওলজিস্টদের কাজ কি?-

আর্কিওলজিস্টরা অনেক বিষয় নিয়ে স্পেশালি কাজ করতে পারে , যেমন কেউ excavation অর্থাৎ মাটির তলা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের করার কাজ করে থাকে আবার অনেকে coin স্পেশালিস্ট হয়, আবার অনেকে এপিগ্রাফিস্ট মানে পুরোনো নথি আবিষ্কারের কাজ করে থাকেন।

সাধারণত সরকারি উদ্যোগেই এই কাজ হয়ে থাকে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া  আর্কিওলজিস্টদের নিয়োগ করে।

ভারতে প্রায় ৩৬০০ টা মনুমেন্ট আছে যেগুলো রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকে , এই সমস্ত মনুমেন্ট এর রক্ষনাবেক্ষনের ভার আর্কিওলজিস্টদের।

২. Musiology/মিউসিওলজি –

পড়তে গেলে কি যোগ্যতা লাগে?

ইতিহাসে ব্যাচেলর ডিগ্রী অনার্স নিয়ে বা মাস্টার্স ডিগ্রী থাকলে তবেই মিউসিওলজি পড়ার জন্য apply করা যাবে।অর্থাৎ কোনো ভাবেই উচ্চমাধ্যমিক দিয়ে পড়া যাবেনা।

ক্যালকাটা ইউনিভার্সিটিতে  – ৩০ টা  আসন।

মিউসিওলজিস্টদের কাজ কি?-

যারা মিউজিয়াম এর ডিজাইন , রক্ষনাবেক্ষনে স্পেশালিস্ট হতে চায় তাদের মিউসিওলজি পড়তে হবে।

কোথায় পড়ানো হয়?

ক্যালকাটা ইউনিভার্সিটি ও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মিউসিওলোজিতে MA/M.Sc পড়ানো হয়।

ভর্তি হবার পদ্ধতি

মেধাভিত্তিক ও অ্যাডমিশনটেস্ট ভিত্তিক। সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য ইউনিভার্সিটি প্রতি বছর জানিয়ে দেয়।


বিশদে জানতে ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব নিচের ওয়েবসাইট দেখুন –

https://www.caluniv.ac.in/CBCS-PG/Museology.pdf

৩. মিউজিয়াম কিউরেটর –

পড়তে গেলে কি যোগ্যতা লাগে?

ইতিহাসে ব্যাচেলর ডিগ্রী অনার্স নিয়ে বা মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।


কোথায় পড়ানো হয়?

ক্যালকাটা ইউনিভার্সিটিতেই সবচেয়ে ভালো পড়ানো হয় মিউসিওলজি সম্বন্ধীয় যাবতীয় কোর্স।

মিউজিয়াম কিউরেটরদের কাজ কি?

মিউজিয়াম কিউরেটরদের কাজ হলো পুরোনো ধাতব পদার্থ, টেরাকোটা, টেক্সটাইল ছবি রক্ষনাবেক্ষন করা। মিউসিওলজি পড়েই মিউজিয়াম কিউরেটর হওয়া যায় কিন্তু সবই মাস্টার্স ডিগ্রী। অর্থাৎ কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করার পরই এই সমস্ত বিষয় নিয়ে পড়া যাবে এবং তারপর চাকরির সুযোগ আছে।

৪. আর্কিভিস্ট (archivist)-

পড়তে গেলে কি যোগ্যতা লাগে?

আর্কিভিস্ট হবার জন্য ইতিহাসের মতো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকলে তবেই পড়তে পারবে। তবে শুধু ইতিহাস নয় আরো বেশ কিছু বিষয়ে গ্র্যাজুয়েশন করলেও আর্কাইভ সায়েন্স নিয়ে মাস্টার্স পড়া যায়।

আর্কিভিস্টদের কাজ কি?

বহু শতাব্দী পুরোনো পান্ডুলিপি, (হাতে লেখা অমূল্য নথিপত্র, বই), পুরোনো  কাগজপত্র, বই, এর রক্ষনাবেক্ষন, সেগুলির সংরক্ষণ করে রাখাই আর্কিভিস্টদের কাজ। তারা মিউজিয়ামে, লাইব্রেরিতে, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়াতে, বিভিন্ন রাজ্য আর্কাইভে কাজ করেন।


এ ছাড়াও ইতিহাস নিয়ে পড়ে ঐতিহাসিক, ইতিহাসবিদ, শিক্ষক, সিভিল সারভেন্ট হওয়া যায়।

জার্নালিজম ও  মাসকমিউনিকেশন/ সাংবাদিকতা –

জার্নালিজম

এটি আজকের যুগে খুবই প্রচলিত একটি পেশা যা খুবই আকর্ষণীয়। মিডিয়ার দাপাদাপি আজ সর্বত্র , সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল , অনলাইন নিউজ পোর্টাল সর্বত্রই দরকার দক্ষ সাংবাদিকের।

কোথায় পড়ানো হয়?

অনেক সরকারি ও বেসরকারি কলেজে পড়ানো হয় জার্নালিজম।

ক্যালকাটা ইউনিভার্সিটি ও যাদবপুরে জার্নালিজমে MA পড়ানো হয় , BA হয়না। কিছু ডিপ্লোমা কোর্স আছে কিন্তু সেগুলো উচ্চমাধ্যমিকের পর করা যায় না। গ্র্যাজুয়েশনের পরই করা যায়।

কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে বহু কলেজে পড়ানো হয়।

জার্নালিজম ও  মাস কমিউনিকেশন এর অন্তর্ভুক্ত নিচের ডিগ্রী গুলি পাওয়া যায়।

BBM  ব্যাচেলর ইন মাস মিডিয়া – ৩ বছরের কোর্স

BMC  ব্যাচেলর ইন মাস কমিউনিকেশন – ৩ বছরের কোর্স

BMS  ব্যাচেলর ইন মিডিয়া ষ্টুডিও  – ৩ বছরের কোর্স

BJMC ব্যাচেলর ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন – ৩ বছরের কোর্স

BA ইন জার্নালিজম – ৩ বছরের কোর্স

BA ইন কমিউনিকেশন ইন মিডিয়া – ৩ বছরের কোর্স

পড়তে গেলে কি যোগ্যতা লাগে?

১০+২ পাস যেকোনো স্ট্রিমে।

পড়ার পর সুযোগ কেমন?

১. অ্যাডভার্টাইসিং কপিরাইটার হতে পারবে

২. ডিজিটাল কপিরাইটার

৩. মার্কেট রিসার্চার

৪. মাল্টিমিডিয়া স্পেশালিস্ট

৫. পাবলিক রিলেসন অফিসার

৬. anchor

৭. রিপোর্টার

৮. এডিটর

৯. সিনেমাটোগ্রাফার

১০. PR স্পেশালিস্ট

১১. ব্র্যান্ড ম্যানেজার

১২. মিডিয়া প্রোগ্রামার

নিউট্রিশন

নিউট্রিশন

নিউট্রিশন নিয়ে পড়ে গ্র্যাজুয়েশনের পর কি কি করা যায় বা কেরিয়ার সম্ভব ? –

যেকোনো জায়গায় সঠিক ডায়েটিশিয়ানের গুরুত্ব অপরিসীম। ফিটনেস ট্রেনিং ইনস্টিটিউট থেকে হাসপাতাল নার্সিংহোম সর্বত্রই দরকার পেশাদারি পুষ্টিবিদের। তাই এই পেশাতে কাজের সুযোগ ও যথেষ্ট ভালো।

কোথায় পড়ানো হয়?

প্রায় সব কলেজেই পড়ানো হয় নিউট্রিশনে বি. এস সি।

কাজের সুযোগ কেমন বা পড়ে কি কি হওয়া যায় ? 

নিউট্রিশনে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হতে পারবে।

হাসপাতাল, স্কুল, ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট, ফার্মাসিউটিকাল কোম্পানিতে কাজ করতে পারবে।

ফিলোসফি –

কোথায় পড়ানো হয়?

বেশিরভাগ কলেজেই ফিলোসফিতে ব্যাচেলর্স ডিগ্রি B.A অনার্স পড়ানো হয়।

কাজের সুযোগ কেমন বা পড়ে কি কি হওয়া যায় ? 

এই বিষয় নিয়ে পড়াশোনা করলে শিক্ষক , প্রফেসর, HR ম্যানেজার হতে পারা যায়।

ফিজিক্যাল এডুকেশন –

Untitled design 26 compressed

কোথায় পড়ানো হয়?

ফিজিক্যাল এডুকেশন সরকারি ৪ টে কলেজেই পড়ানো হয়।

যাদবপুর, দেশবন্ধু কলেজ ফর গার্লস, বিশ্বভারতী , ও গড়বেতা কলেজ (মেদিনীপুর)

কোর্সের নাম – B.P. Ed

কোর্সের সময়সীমা -৩বছর /২ বছর /১ বছরের গ্র্যাজুয়েশন কোর্স হয়।

কারা পড়তে পারে?

যাদবপুরে ৩ বছরের কোর্স করানো হয়।

উচ্চমাধ্যমিক পাস্ করে বা গ্র্যাজুয়েশন করে যে কেউ B.P.Ed পড়তে পারে।

এই বিষয় নিয়ে পড়াশুনো করে কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

থেরাপিস্ট, অ্যাথলিট  ট্রেনার, এডুকেটর , ফিটনেস স্পেশালিস্ট।

রাষ্ট্রবিজ্ঞান (পলিটিক্যাল সাইন্স) –

কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গের প্রায় সব কলেজেই পড়ানো হয় পলিটিকাল সাইন্স এ অনার্স (B.A) ডিগ্রী।

পলিটিক্যাল সাইন্স নিয়ে পড়াশুনো করে কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

পলিসি অ্যানালিস্ট, লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট, পাবলিক রিলেসন স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফরেন সার্ভিস অফিসার।  

সাইকোলজি-

সাইকোলজি

মনস্তত্ব খুবই রহস্যময় এবং আগ্রহের বিষয়। আজকের এই এতো দ্রুতগতির জীবনে সব দিকে ব্যালান্স করে নিজের মন সতেজ ও ঠিক রাখার পথ আমাদের বলে দেয় এই মনোস্তত্ববিদরাই।হাসপাতাল থেকে কাউন্সেলিং ক্লিনিক সর্বত্রই সাইকোলজিস্টদের চাহিদা উর্ধমুখী। কারণ স্ট্রেস আমাদের জীবনসঙ্গী আজকের দিনে। তাই মন খারাপ হওয়াও খুবই স্বাভাবিক যা থেকে তৈরী হতে পারে গুরুতর মানসিক সমস্যা। তাই এই মন চিকিৎসকদের চাহিদা আজ সর্বত্র।

কোথায় পড়ানো হয় ?

সাইকোলজি তে B.A বা B.Sc দুই ই পড়া যায়। যারা সাথে অংক রাখে তাদের ডিগ্রী B.Sc হয়।

কলকাতার কলেজগুলো হল-

সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন(কলকাতা), সুরেন্দ্রনাথ কলেজ (কলকাতা), বেথুন কলেজ, আশুতোষ, বঙ্গবাসী, বিদ্যাসাগর, ক্যালকাটা ওমেন কলেজ, বর্ধমান ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সাউথ ক্যালকাটা গার্লস, নেতাজীনগর, হীরালাল ওমেন কলেজ।

জেলার কলেজ গুলো হল – সিধু কানু ইউনিভার্সিটি (পুরুলিয়া), গভর্ণমেন্ট জেনারেল ডিগ্রী কলেজ (হুগলি), রামসদয় কলেজ (হাওড়া), রায়গঞ্জ গার্লস কলেজ, গভর্ণমেন্ট জেনারেল ডিগ্রী কলেজ (মেদিনীপুর), হাওড়া গার্লস কলেজ।

সাইকোলজি নিয়ে পড়াশুনো করে কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

সাইক্রিয়াটিস্ট বা সাইকোলজিস্ট হওয়া যায়। হাসপাতাল, ক্লিনিক, স্কুল, কলেজে কাউন্সেলিং স্পেশালিস্ট হিসেবে চাকরি পাওয়া যায়। এছাড়া শিক্ষকতা তো আছেই।

সংস্কৃত –

সংস্কৃত

সংস্কৃত পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাগুলোর মধ্যে অন্যতম। বাংলা, ইংরেজি, হিন্দি, জার্মান এর মতো বেশিরভাগ ভাষারই উৎপত্তি হলো সংস্কৃত ভাষা থেকে। অথচ ভাষাটির গাম্ভীর্যতার জন্য আজকের দৈনন্দিন সমাজ থেকে তা হারিয়ে গেছে। কিন্তু এখনো অবধি পুরোনো গুরুত্বপূর্ণ পুঁথিপত্র যা আর্কিওলজিস্টরা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেন ওই জায়গার সেই সময়ের ইতিহাস জানতে, সেগুলো বেশিরভাগই সংস্কৃত তে লেখা। তাই এই ভাষা ছাড়া অতিপ্রাচীন অজানা পুথিপত্র পড়তে পারা অসম্ভব।

কোথায় পড়ানো হয় ?

পশ্চিমবঙ্গের প্রচুর কলেজে সংস্কৃততে অনার্স নিয়ে ব্যাচেলর্স ডিগ্রী / BA পড়ানো হয়।

পড়ার পর কাজের সুযোগ কেমন ?

ইন্টারপ্রিটার, ট্রান্সলেটর, অনলাইন ট্রান্সক্রিপ্ট রাইটার, শিক্ষক হওয়া যায়।

অ্যাগ্রোনোমি/এগ্রিকালচার  

এগ্রিকালচার

কোথায় পড়ানো হয়?

৪ বছরের BSC পড়ানো হয় বিশ্বভারতী ,

BCKV (বিধানচন্দ্র রায় কৃষি  বিশ্ববিদ্যালয়),

উত্তরবঙ্গকৃষি  বিশ্ববিদ্যালয় তে ।

কিভাবে পড়া যায়?

উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কিছু সিট ভর্তি হয়। আর ১৫% আসন ভর্তি হয় ICAR AIEEA পরীক্ষা দিয়ে। (সারা ভারতে যেকোনো কৃষি বিশ্ববিদ্যালয়তে পড়তে গেলে ICAR AIEEA পরীক্ষাতে পাস্ করতে হবে।)

কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

অ্যাগ্রোনোমিস্ট, বায়োলজিক্যাল সাইন্স টেকনিসিয়ান, ক্রপ প্রোডাকশন স্পেশালিস্ট, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, ফার্টিলাইজার প্লান্ট ম্যানেজার, সয়েল অ্যান্ড ওয়াটার কনসারভেশন স্পেশালিস্ট, ক্রপ সায়েন্টিস্ট, প্লান্ট ব্রীডার।

সোসিওলজি-

কোথায় পড়ানো হয়?

সরকারি প্রায় সমস্ত কলেজেই এই বিষয়তে ব্যাচেলর্স ডিগ্রী তে অনার্স বা B.A পড়ানো হয়।

কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

HR , জার্নালিজম , শিক্ষকতা।

অর্থনীতি –

ইকোনমি

পড়তে গেলে কি যোগ্যতা লাগে?

১০+২ পাস। বেশিরভাগ কলেজই অংক বা স্ট্যাটিস্টিক্স  ১০+২ তে বিষয় হিসেবে পড়ে এবং পাস্ করে থাকলে তবেই পড়তে দেয় অর্থনীতিতে অনার্স। 

কোথায় পড়ানো হয়?

সরকারি প্রায় সমস্ত কলেজেই এই বিষয়তে ব্যাচেলর্স ডিগ্রী তে অনার্স বা B.Sc পড়ানো হয়।

কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

অর্থনীতিবিদ , ফিনান্সিয়াল রিস্ক অ্যানালিস্ট , ডাটা অ্যানালিস্ট , ফিনানসিয়াল প্লানার , অ্যাকাউন্টেন্ট , ফিনান্সিয়াল কনসালটেন্ট , ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট , পলিসি অফিসার।

জিওগ্রাফি বা ভূগোল-

জিওগ্রাফি বা ভূগোল

কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

কার্টোগ্রাফার, ক্লাইমেট চেঞ্জ অ্যানালিস্ট, ক্লিমাটোলজিস্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, GIS অ্যানালিস্ট, হাইড্রোলজিস্ট, মেট্রোলজিস্ট, লোকেশন অ্যানালিস্ট, পলিউশন অ্যানালিস্ট, রিমোট সেন্সিং অ্যানালিস্ট, সার্ভেয়ার, টাউন প্লানার।

বাংলা-

কোথায় পড়ানো হয়?

সরকারি প্রায় সমস্ত কলেজেই এই বিষয়তে ব্যাচেলর্স ডিগ্রী তে অনার্স বা B.A পড়ানো হয়।

কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

প্রুফ রিডার, ইন্টারপ্রিটার, স্ক্রিপ্ট রাইটার, শিক্ষক, ট্রান্সলেটর।

ইংরেজি –

কোথায় পড়ানো হয়?

সরকারি প্রায় সমস্ত কলেজেই এই বিষয়তে ব্যাচেলর্স ডিগ্রী তে অনার্স বা B.A পড়ানো হয়।

কি কি পেশাতে যোগ দেওয়া যায় দেখা যাক –

জার্নালিজম, মাস কমিউনিকেশন, কনটেন্ট রাইটিং, ট্রান্সলেশন, এডিটর, কপি রাইটার, proof রিডার, স্ক্রিপ্ট রাইটার, শিক্ষকতা, অধ্যাপনা ইত্যাদি।

প্লাস্টিক টেকনোলজি-

এছাড়াও প্লাস্টিক টেকনোলজি যা এখনকার সময়ের উপযোগী কোর্স তা নিয়ে পড়াশোনা করা যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই সম্ভব তা একেবারেই নয়।

বরং সরকারি প্রতিষ্ঠানেই এই ডিপ্লোমা কোর্স করা যায়; যেমন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (CIPET) এ ন্যূনতম মাধ্যমিক পাস্ যোগ্যতায় প্লাস্টিক টেকনোলজি ডিপ্লোমা কোর্স করায়।

এই কোর্স সম্পর্কে আরো জানতে পড়ুন –

CIPET এর DPT( ডিপ্লোমা ইন প্লাস্টিক টেকনোলজি )DPMT ( ডিপ্লোমা ইন প্লাষ্টিক মোল্ড টেকনোলজি) কোর্স

সুতরাং বুঝতেই পারছো আর্টসের ছাত্রছাত্রীদের কাছেও সুযোগ প্রচুর, প্রয়োজন সঠিক দিশা, আগ্রহ, অধ্যবসায় এবং ব্যবহারিক ক্ষেত্রে তা প্রয়োগ করার ইচ্ছা থাকলে যে কোনো বিষয়েই উন্নতি সাধন সম্ভব।

নোট- এই উপরের সব বিষয়গুলিতেই গ্র্যাজুয়েশন করার পর তোমরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশভ সার্ভিস IAS /IPS, WBCS বা যেকোনো সরকারি চাকরির পরীক্ষা যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন , সেইসব পরীক্ষাও দিতে পারবে। এছাড়া আছে স্কুল ও কলেজে শিক্ষকতা করার সুযোগ। সেক্ষেত্রে সরকারি স্কুলে শিক্ষকতা করার জন্য যেকোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশনের পর B.Ed আবশ্যিক।

DMCA.com Protection Status

Spread the love

6 thoughts on “উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়ার পর কি কি করা যায় ?”

  1. তুলনামুলক ধর্মতত্ত্ব নিয়ে পড়তে চাইলে একাদশ শ্রেণীতে কি আর্টস নিতে হবে? নাকি অন্যকিছু? এ বিষয়ে পড়ালেখা করতে চাইলে কি করতে পারি?

    Reply
    • তুলনামূলক ধর্মতত্ত্ব বা কম্প্যারাটিভ রিলিজিয়ন নিয়ে গ্র্যাজুয়েশন  করতে হলে তা B.A ( ব্যাচেলর অফ আর্টস) এর অধীনে পড়ানো হয়। অর্থাৎ এই বিষয়ে পড়াশোনা করে যে ডিগ্রী পাওয়া যায় তা  B.A.ডিগ্রি। আমরা সবাই জানি যে উচ্চমাধ্যমিকে সায়েন্স,আর্টস,বা কমার্স যেকোনো বিষয় নিয়ে পড়াশোনা করলেও উচ্চমাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনে আমরা আর্টসের যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারি। উচ্চমাধ্যমিকে যদি কেউ সায়েন্স বা কমার্স এর ছাত্রছাত্রী হয় তা হলেও কলেজে সে আর্টস এর যেকোনো বিষয়ে বিএ পড়তেপারে । তুলনামূলক ধর্মতত্ত্বর পড়াশোনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
      উচ্চমাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনে আর্টসের কোনো বিষয় নিয়ে বিএ পড়তে চাইলে উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়াই বাঞ্ছনীয় কিন্তু বাধ্যতামূলক নয়।

      এই বিষয় নিয়ে লেখাপড়া করতে হলে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাস্ করার পর বিভিন্ন কলেজে পড়ার জন্য আবেদন করতে পারেন।যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে যে কলেজ গুলি তে এই বিষয় নিয়ে পড়ানো হয় তা হল-
      ১) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
      ২) আলিয়া বিশ্ববিদ্যালয়
      ৩) মৌলানা আজাদ কলেজ 
      উপরের কলেজ গুলিতে ভর্তি হতে গেলে প্রতিটা কলেজ আলাদা আলাদা প্রবেশিকা পরীক্ষা নেয় তাতে পাস্ করলে তবেই ভর্তি হতে পারবেন।

      বাংলাদেশের বিভিন্ন কলেজে ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়া যেতে পারে।
      এছাড়াও বিভিন্ন বিদেশী কলেজে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করা সম্ভব।-

      Reply
      • আর্টসের স্টুডেন্টদের নিউট্রিশন নিয়ে পড়তে গেলে কি বায়োসায়েন্স বা অঙ্ক থাকতে হবে?

        Reply
        • নিউট্রিশন নিয়ে B.sc করতে চাইলে উচ্চমাধ্যমিকে অবশ্যই কেমিস্ট্রি/রসায়ন ও বায়োলজি নিয়ে পাস্ করা আবশ্যিক।
          কিন্তু উচ্চমাধ্যমিক স্তরে (একাদশ-দ্বাদশে) অংক থাকা আবশ্যিক নয়।
          অর্থাৎ যদি কেউ স্নাতকে নিউট্রিশন নিয়ে পড়তে চায় তাহলে তার একাদশ-দ্বাদশ এ নিউট্রিশন,বায়োলজি,ও রসায়ন সাবজেক্ট কম্বিনেশন হিসেবে রাখা উচিত, কারণ যেকোনো ভালো কলেজ এই কম্বিনেশন ছাড়া নিউট্রিশন পড়তে দেয়না, প্রায় সব কলেজের ক্ষেত্রেই স্নাতকে নিউট্রিশন পড়ার জন্য কেমিস্ট্রি উচ্চমাধ্যমিক স্তরে পড়ে থাকতেই হবে ।

  2. নিউট্রেশন আর্টসের সাবজেক্ট নাকি সায়ন্সের সাবজেক্ট?

    Reply
    • যদিও আর্টস থেকেও নিউট্রিশন নিয়ে পড়া যায় তবুও একে সায়েন্সের এর সাবজেক্ট বলাই ভালো কারণ B.sc করতে হলে বেশিরভাগ ক্ষেত্রেই সায়েন্সে পড়া আবশ্যিক।

      Reply

Leave a Comment

error: Content is protected !!