“আপনার জীবনের মাইকেল এঞ্জেলো আপনি, যে ডেভিড আপনি নির্মাণ করছেন তা আপনি নিজেই”।
এই উক্তি দিয়ে শুরু হওয়া অ্যাট্রাক্ট মানি নাও নামের বইটি আপনার অবশ্যই পড়া উচিত যদি আপনিও নিজের জীবনে টাকাকে আকর্ষণ করতে চান।
এই বইটির লেখক ডক্টর জো ভিটালি কিভাবে একজন আশ্রয়হীন ব্যক্তি থেকে মাল্টিমিলিয়ানিয়ার হয়ে উঠলেন তা তিনি এই বইতে জানিয়েছেন এবং আপনিও কিভাবে নিজের জীবনে সফলতা পেতে পারেন তার blue-প্রিন্টও তিনি দিয়ে দিয়েছেন।
তার মতে টাকা আপনার মানসিকতার উপর নির্ভর করে, নিজের মানসিকতা বদলে দেখুন এবং আপনি টাকাকে আকর্ষণ করতে পারবেন।
বইয়ের শুরুতেই তিনি ক্রিশ্চিয়ান ডি লারসন এর লেখা ইওর ফোর্সেস অ্যান্ড হাউ টু ইউস দেম বই এ উল্লিখিত দা অপটিমিজিম creed উল্লেখ করেছেন যা আপনার প্রত্যহ সকাল ও সন্ধ্যায় পড়া উচিত –
প্রতিদিন নিজেই নিজেকে প্রমিস করুন যে আপনি এতটাই শক্তিশালী হবেন যাতে কোন কিছুই আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত না করতে পারে।
আপনার সাথে সাক্ষাৎ হওয়া প্রত্যেক ব্যক্তির সাথে স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির বিষয়ে আলোচনা করুন।
আপনার প্রতিটি বন্ধুকে অনুভব করান যে তাদের মধ্যেও বিশেষ কিছু আছে।
প্রত্যেক জিনিসের উজ্জ্বল দিকটি দেখুন এবং তা সত্যি করে তুলুন।
শুধুমাত্র সেরাটা ভাবুন, সেরা টার জন্যই কাজ করুন এবং শুধুমাত্র সেরাই প্রত্যাশা করুন।
অন্যের সাফল্যেও ততটাই উৎসাহী হয়ে উঠুন যতটা নিজের সফলতায় হন।
অতীতের ভুলগুলিকে ভুলে যান এবং ভবিষ্যতে যে সমস্ত কৃতিত্ব আপনি অর্জন করবেন সেগুলির উপরে জোর দিন।
সর্বদা আনন্দিত ও উজ্জীবিত হয়ে থাকুন এবং প্রত্যেকটি জীবের সাথে হাসিমুখে কথা বলুন।
নিজেকে সমৃদ্ধ করার উপরে এতটাই জোর দিন যাতে অন্যকে নিয়ে সমালোচনা করার মতো সময়টুকুও আপনার কাছে না থাকে।
এতটাই বড় হয়ে উঠুন যাতে কোন দুশ্চিন্তা আপনাকে গ্রাস না করতে পারে, এতটাই মহান হয়ে উঠুন যাতে আপনার রাগ না আসে, এতটাই শক্তিশালী হন যাতে ভয়ও আপনাকে ভয় পায় এবং এতটাই খুশি থাকুন যাতে কোনরকম সমস্যার উপস্থিতিও আপনার কাছে তুচ্ছ হয়ে যায়।
নিজের সম্পর্কে সর্বদা ভালো এবং সেরাটা ভাবুন এবং সমগ্র পৃথিবীকেও তা জানান দিন তবে শব্দের মাধ্যমে নয়, নিজের কাজের মাধ্যমে।
যতক্ষণ আপনি নিজের সেরাটা দিয়ে বাঁচবেন ততক্ষণ এই বিশ্বাস রাখুন যে সমগ্র পৃথিবী আপনারই সাথে আছে।
এরপর আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের শুধুমাত্র মূল বক্তব্যটি এখানে তুলে ধরবো –
টাকাকে আকর্ষণ করার ৭ টি সহজ সূত্র
টাকাকে আকর্ষণ করার জন্য আপনাকে ইন্সপায়ার্ড অ্যাকশন নিতে হবে এবং সম্পূর্ণভাবে ফোকাস করতে হবে।
একজনের কাছে যা সমস্যা অপরজনের কাছে সেটাই আশীর্বাদ হয়ে উঠতে পারে, এটা পুরোপুরি নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গি ও মনোভাবের উপর।
আপনার টাকাকে আকর্ষণ করার ক্ষমতা নির্ভর করছে আপনি টাকা সম্বন্ধে কি ভাবেন, কি জানেন এবং কি অনুভব করেন তার উপর।
আপনি টাকাকে আকর্ষণ করবেন আপনার মানসিকতা অনুযায়ী।
টাকার সম্পর্কে আপনার সমস্ত ধারণাগুলিকে লিখে ফেলুন, নিজেকে জিজ্ঞেস করুন যে এমন কি ধারনা আপনার আছে যা আপনাকে টাকাকে আকর্ষণ করতে বাধা দিচ্ছে।
পাঁচটি এমন ইতিবাচক কারণ লিখুন যার জন্য আপনি টাকাকে আকর্ষণ করতে চাইবেন।
কোন বিষয়টি কে আপনার সমস্যা বলে মনে হয় সেটিও লিখে ফেলুন এবং তারপরে সেই সমস্যাকেই কিভাবে আপনি একটি পণ্য অথবা পরিষেবায় পরিবর্তিত করতে পারেন তাও লিখে ফেলুন।
নিজেকে ভালবাসতে শিখুন এবং বিশ্বাস করুন যে আপনি সম্পদশালী হয়ে উঠতে পারেন।
সম্পদশালী হয়ে ওঠার আগেই আপনাকে সম্পদশালী মানসিকতা গড়ে তুলতে হবে এবং সেজন্য মন থেকে সমস্ত সীমিত ধারণা গুলিকে সরিয়ে ফেলুন।
যে সমস্ত সীমিত ধারণা আপনার আছে তার বিপরীত ধারণা গুলিকে লিখে ফেলুন।
টাকাকে আকর্ষণ করার সময় আপনার লক্ষ্য কখনোই এটা না হয়ে ওঠে যে আপনি টাকাকে ধরে রাখবেন।
মনে রাখুন আপনি টাকার ধারক নন পরিবাহক হবেন।
ধনী ব্যক্তিরা এটা বোঝেন যে কিভাবে টাকার প্রবাহকে সঠিক দিক নির্দেশ দিতে হবে তারা কখনোই এটিকে ধরে রাখতে বা আটকে রাখতে চান না।
যখন আপনি মুক্তমনে কোন কিছুর প্রত্যাশা না করে দিতে শিখবেন তখন আপনি তার অনেক গুণ বেশি ফেরত পাবেন, তাই মনে রাখুন দান করা হলো টাকাকে আকর্ষণ করার আরেকটি উপায়।
সফল হওয়ার পূর্বেই আপনাকে সাফল্যের মানসিকতা গড়ে তুলতে হবে এবং একই সাথে দেওয়ার মানসিকতাও আপনাকে গড়ে তুলতে হবে। অভাব নয়, বিশ্বাস রাখুন প্রাচুর্যে।
যখন আপনি আপনার কাছে কি নেই, আপনি কি চান না, কি কি আপনার ভালো লাগে না এই সমস্ত কিছুতেই বেশি মনোনিবেশ করেন তখন আপনার জীবনে এগুলি আরো বেড়ে ওঠে তাই অভাবের নয় প্রাচুর্যের মানসিকতা গড়ে তুলুন।
আমাদের আশেপাশের মানুষদের থেকেই আমাদের আর্থিক মানসিকতার সম্পর্কে নেতিবাচক ধারণা গড়ে ওঠে তাই এই সমস্ত চিন্তাকে বদলে ফেলুন ইতিবাচক চিন্তায় এবং ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করুন।
টাকাকে নিজের জীবনে আকর্ষণ করার তৃতীয় ধাপ হলো প্রসপরাস স্পেন্ডিং অর্থাৎ মন খুলে আনন্দের সাথে খরচ করা।
টাকা খরচ করার সময় সমস্ত রকম গিল্ট ফিলিংস দূরে রাখুন এবং নিজের জীবনকে উপভোগ করার সুযোগ দিন।
এটি করার জন্য এক্ষুনি আপনি লিখে ফেলুন এমন তিনটি জিনিস যেগুলি আপনি কিনতে খুবই পছন্দ করবেন এবং তারপর ঠিক করুন এর মধ্যে কোন জিনিসটি আপনি ধার না করে বা আপনার ক্রেডিট কার্ড ব্যবহার না করেই কিনতে পারেন এবং এরপর সেটি কিনে ফেলুন।
টাকা কে আকর্ষণ করার চতুর্থ ধাপ হলো সাহায্য চাওয়া, এক্ষেত্রে সর্বপ্রথম আপনি সাহায্য চান ঈশ্বরের থেকে এবং তারপরে দরকার অনুযায়ী অন্যদের থেকেও।
যখন আপনি সাহায্য হিসেবে ঈশ্বরের দেখানো পথ খুঁজে পাবেন তখন কোন রকম দেরি না করে সেই পথে ঝাঁপিয়ে পড়ুন বা সেই কাজে ঝাঁপিয়ে পড়ুন এবং সমমনস্ক মানুষদের নিয়ে একটি সাহায্যকারী দল গঠন করুন যেখানে দলের প্রতিটি সদস্য একে অপরকে সাহায্য করবে।
নিজের সময় অনুযায়ী প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, এমন একটি তালিকা তৈরি করুন যেখানে তাদের নাম থাকবে যারা আপনাকে টাকাকে আকর্ষণ করতে সাহায্য করতে পারে, প্রত্যেককে সমান মর্যাদা দিয়ে যোগাযোগ করুন এবং অন্তত পাঁচ জনকে নিয়ে একটি মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করে ফেলুন।
টাকা কে আকর্ষণের পঞ্চম ধাপ হল নেভিলাইজিং বা সহজ ভাষায় বললে নিজের কাঙ্খিত জীবনকে কল্পনার দৃষ্টিতে দেখা।
আপনি যখন নিজের লক্ষ্য পূরণ করতে চাইবেন সে ক্ষেত্রে আপনি অত্যধিক সাফল্য পাবেন যদি আপনি আপনার লক্ষ্যের প্রতি ইমোশনাল কানেকশন গড়ে তুলতে পারেন।
যেখানে আপনি অনুভব করতে পারবেন, শুনতে পারবেন, দেখতে পারবেন এবং পুরোপুরি সম্পূর্ণরূপে কল্পনা করতে পারবেন যে আপনার জীবন ঠিক কি রকম হয়ে উঠবে আপনি যা চান সেটি পেয়ে গেলে।
আপনারই এটি দায়িত্ব যে টাকার কোনো উৎস আপনার দিকে আকৃষ্ট হলে সেই অনুযায়ী কাজ করা।
যখন আপনি বুঝতে পারবেন যে নেভিলাইসিং কতটা শক্তিশালী তখন শুধুমাত্র টাকাকে আকর্ষণ করার জন্য নয় আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটিকে কাজে লাগাতে পারবেন।
আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করতে থাকুন যে আপনি কি চান এবং যতক্ষণ পর্যন্ত আপনি সন্তোষজনক উত্তর না পাচ্ছেন ততক্ষণ জিজ্ঞাসা করতেই থাকুন।
সফলতা পেলেই যে আপনি সেটিকে সামলে উঠতে পারবেন সব সময় কিন্তু তা নয়, তাই আপনি একাধারে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে থাকুন। যাতে সফলতা পেলে আপনি সেটিকে সমানভাবে বজায় রাখতে পারেন।
টাকা সংক্রান্ত এমন কোন লক্ষ্য আছে যা আপনাকে উৎসাহিত করে সেটি লিখে ফেলুন।
এবার কল্পনা করুন আপনি যখন এই লক্ষ্য অর্জন করে ফেলবেন তখন আপনার ঠিক কি রকম অনুভূতি হবে, আপনার লক্ষ্য পূরণের পর আপনার জীবন কি রকম হবে সেই স্ক্রিপ্ট এখনই লিখে ফেলুন।
ষষ্ঠ ধাপ হল একজন এন্টারপ্রেনিয়ার এর মত চিন্তা করা। আপনি একজন মিলিওনিয়ার হতে চাইলে আপনাকে একাধিক ইনকাম সোর্স তৈরি করতে হবে।
তাই এমন সমস্ত সুযোগ খুঁজুন যা সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে, এজন্য গুরুত্বপূর্ণ এটাও জানা যে আপনি কি করতে ভালোবাসেন।
আপনার হবি কি কি সেই সম্পর্কে লক্ষ্য রাখুন যা পরবর্তীতে ইনকাম সোর্স হয়ে উঠতে পারে।
বেশিরভাগ মানুষের এমন একটি বা দুটি জিনিস থাকে যেগুলির প্রতি তারা অত্যন্ত বেশি প্যাশনেট হয়, তাই এগুলোকেই প্রথমে চেষ্টা করুন সুযোগে বদলে ফেলতে।
ইন্টারনেটের এই যুগে আপনার কাছে নানান সুযোগ আছে অতিরিক্ত আয় করার কোন অজুহাতের জায়গাই নেই তাই দেরি না করে এন্টারপ্রেনিয়ার হওয়ার চেষ্টা করুন।
এমন দশটি জিনিস লিখে ফেলুন যা করতে আপনি খুব ভালবাসবেন, এবার এর মধ্যে থেকে কি এমন আছে যেটি কে আপনি পণ্য বা পরিষেবায় বদলে ফেলতে পারেন।
এবার ভাবুন অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি সেই পণ্য বা পরিষেবা কে বিক্রি করবেন, এরপরে আজই অ্যাকশন নিন এটিকে করে ফেলার জন্য।
টাকাকে আকর্ষণ করার সপ্তম এবং সর্বশেষ ধাপ হল নিজের কমিউনিটি এবং সমগ্র পৃথিবীর কেয়ার করা।
যখন আপনি কারো সম্বন্ধে ভালো চিন্তা করবেন, ভালো ভাববেন তখন আপনি নিজের অজান্তেই সেই একই শক্তিকে নিজের দিকেও টেনে আনবেন।
যে পৃথিবীতে আপনি বসবাস করেন তাকে আপনিই গড়ে তোলেন এবং আপনিই পারেন তাকে বদলাতেও।
যদি আপনি যা পেতে চান তা বাস্তবায়িত করতে চান তবে আপনাকে কখনোই হাল না ছেড়ে দেওয়ার মনোভাব রাখতে হবে।
শুধুমাত্র মোটিভেশন নয় আপনার ইন্সপায়ার্ড অ্যাকশনই আপনাকে কাঙ্খিত ফল এনে দেবে।
যেমন যেমন ভাবে আপনি গ্রো করতে থাকবেন একই সাথে আপনার স্বপ্ন এবং ইচ্ছা গুলোও বদলাতে থাকবে, তাই নতুন সুযোগ এলে তাতে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করবেন না।
অন্যকে আপনি তখনই ইন্সপায়ার্ড করতে পারবেন যখন আপনি নিজেকে ইন্সপায়ার্ড হতে দেবেন।
কোন কোন বিষয়ে বা কারণগুলি নিয়ে আপনি কেয়ার করেন তা লিখে ফেলুন।
এবার আপনি ভাবুন কিভাবে আপনি সেই বিষয়ে কিছু করতে পারেন, এমন কারো নাম লিখুন যার আপনার সাহায্য দরকার। এবার উপায় বের করুন তাকে সাহায্য করার।
এবার টাকা আকর্ষণ করার সাতটি ধাপকে এক ঝলকে একবার দেখে নেওয়া যাক –
১. আপনার চিন্তাধারা পরিবর্তন করুন।
২. কোনরকম আশা ছাড়া দান করুন।
৩. প্রসপারাস স্পেন্ডিং করুন অর্থাৎ খুশি মনে খরচ করুন।
৪. দরকার অনুযায়ী সাহায্য চান।
৫. নেভিলাইজ করুন সমস্ত আবেগ সহকারে অর্থাৎ নিজের কাঙ্খিত জীবন কল্পনা করুন সমস্ত আবেগ দিয়ে।
৬. একজন এন্টারপ্রেনিয়ার এর মত চিন্তা করুন।
৭. নিজের কমিউনিটি এবং সমগ্র পৃথিবীর ভালো চিন্তা করুন ও সাহায্য করুন।
এটি ছিল আমার নিজের মতো করে লেখা Attract Money Now বইটির সারসংক্ষেপ, আপনি কিন্তু আসল বইটি সংগ্রহ করে পড়তে ভুলবেন না।
Think and Grow Rich Bengali Summary
টাকার ১০ টি সূত্র যা আপনার জীবন বদলে দেবে