ট্রান্সক্রিপশন করে আয় করার ১০টি সেরা ওয়েবসাইট

by

অনলাইনে ছবি বিক্রি করে কি করে আয় করবেন তা আগের নিবন্ধে দেখেছেন, এই নিবন্ধে আমরা দেখবো যে কিভাবে কম্পিউটার ও ইন্টারনেট থাকলে বাড়িতে বসেই আপনি ট্রান্সক্রিপশন করে ডলারে আয় করতে পারেন।

ট্রান্সক্রিপশন নামটা শুনেই যদি আপনি বায়ো সায়েন্স এর পড়ুয়া হন তাহলে মনে হবে যে ট্রান্সক্রিপশন তো কোশের  DNA থেকে RNA তৈরির পদ্ধতি , সে আবার কিভাবে কম্পিউটারে সম্ভব ? আজ্ঞে না। এই ট্রান্সক্রিপশন সেই DNA ট্রান্সক্রিপশন নয়।

এটা অডিও ট্রান্সক্রিপশন। অডিও ট্রান্সক্রিপশন কী?

ছোটোবেলায় মনে আছে আমরা শ্রুতি লিখন করতাম ? অডিও ট্রান্সক্রিপশন হল সেই শ্রুতিলিখন।

এখানে আপনাকে একটা অডিও দিয়ে দেওয়া হবে , তা শুনে আপনাকে কম্পিউটারে লিখতে হবে। 

এই অডিও ফাইল গুলি বিভিন্ন ধরণের হতে পারে। তা কোনো মানুষের বক্তব্য হতে পারে বা বেশ কিছু মানুষের কথোপকথন হতে পারে বা market research, ইন্টারভিউ, মিটিং, ফোন কল ও হতে পারে। তারা যা বলছে তা শুনে আপনাকে লিখতে হবে। 

আমরা যখন কোনো সিনেমা দেখি সেই সিনেমার তলায় সংলাপগুলি বিভিন্ন ভাষায় লেখা থাকে তো ? সেই লেখাটা লেখাই হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন পরিষেবা সবচেয়ে বেশি যে যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো law, medicine, and business ইত্যাদি।

কি কি ভাষায় ট্রান্সক্রিপশন হয়?

সব ভাষায় ট্রান্সক্রিপশন হয়। যে ভাষায় অডিও শুনছেন সেই ভাষাতেই লিখতে হবে। যদি আপনি বেশি টাকা ডলারে উপার্জন করতে চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে ইংরেজি অডিও শুনে তা ইংরেজিতেই লিখতে হবে।

সত্যি এটা খুব শক্ত কাজ নয় কারণ আপনি যত বার ইচ্ছে অডিওটি শুনে প্রতিটা শব্দ বুঝে বুঝে লিখতে পারবেন।

এছাড়াও যদি আপনার অন্য কোনো ভাষা জানা থাকে যেমন ফ্রেঞ্চ, রাশিয়ান, কানাডিয়ান, স্প্যানিশ সব ভাষাতেই ট্রান্সক্রিপশন এর কাজ পাওয়া যায়। 

ট্রান্সক্রিপশন করতে গেলে বাড়িতে কি কি চাই ?

শুধু কম্পিউটার বা ল্যাপটপ , হেডফোন ও ইন্টারনেট। ফুট পেডাল কিনতে পারেন কিন্তু সেটা শুরুতে আবশ্যিক নয়।

মনে রাখুন – এখানে বেশিরভাগ পেমেন্টই ডলারে পাওয়া যায় কারণ বেশিরভাগ ওয়েবসাইট পশ্চিমি দেশগুলির মালিকানাতে। তাই ভারতীয় মুদ্রায় ১ ডলার = ৭৫-৮০ টাকা ধরে হিসেবে করুন কত টাকা রোজগার করতে পারবেন।

অডিও ট্রান্সক্রিপশন করে ঠিক কত টাকা উপার্জন করা সম্ভব ?

এখানে অডিও ফাইলটির ঘন্টা হিসেবে টাকা পাওয়া যাবে। আর যদি অডিও ফাইলটি এক ঘন্টারও না হয় তাহলে মিনিট হিসেবে পেমেন্ট হয়। সত্যি ভারতীয় বা বাংলাদেশী মুদ্রায় অনেক টাকা রোজগার করা যায় , কিন্তু যদি ভাবেন যে রাতারাতি কোটিপতি হবেন তা সম্ভব নয়।

ট্রান্সক্রিপশন কি কারোর পেশা হতে পারে নাকি পার্ট টাইম কাজ হিসেবে করার জন্যই ভালো ?

পেশা হিসেবে ট্রান্সক্রিপশনকে বহু মানুষ ইতিমধ্যেই গ্রহণ করেছে। কিন্তু একদম যারা নতুন এই ট্রান্সক্রিপশন জগতের সাথে যুক্ত হতে চলেছেন, এই পোস্টটি পড়ে তারা যদি ভাবেন আপনি ৬/৭ মাসেই পেশাদার ট্রান্সক্রাইবারদের মতো উপার্জন করতে পারবেন , তাহলে সেই আশা করবেন না।

যেকোনো পেশার মতো এই কাজেও আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করে আপনি ভালো উপার্জনের মুখ দেখতে পাবেন।

আর যদি কোনো কাজের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়ে থাকেন আর এই নিবন্ধটি পরে ডলার উপার্জনের লোভে চাকরি ছাড়ার কথা ভাবেন, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না।

তাই আগে আস্তে আস্তে কাজ শুরু করুন, ক্লায়েন্টরা আপনার প্রশংসা করুক, সেই প্রশংসা আপনাকে আরো কাজ পেতে সাহায্য করবে, তারপর যদি আপনি বোঝেন এই পেশায় যথেষ্ট ভালো উপার্জন হচ্ছে আপনার , তখন সম্পূর্ণ পেশা হিসেবে নেবেন কিনা সিদ্ধান্ত আপনার।

ফ্রীল্যান্সার হিসেবে ট্রান্সক্রিপশন এর কাজ করার সুবিধা কি ?

১. আপনি কাজটি নিয়ে নিজের যখন ইচ্ছে কাজ করতে পারবেন। 

২. কোনো শক্ত কাজ নয়। ওয়েবসাইটগুলি কি করে কাজ করতে হবে তার গাইডলাইন দিয়ে দেবে , সেই অনুযায়ী কাজ করতে হবে।

এবার দেখে নেওয়া যাক কোন কোন ওয়েবসাইট ও প্ল্যাটফর্মে আপনি ট্রান্সক্রাইবার হিসেবে কাজ করার জন্য রেজিস্টার করতে পারেন।

Transcription করে আয় করার সেরা ওয়েবসাইট

Transcribeme.com –

ট্রান্সক্রিপশন করার সেরা ওয়েবসাইট Trancribeme

ট্রান্সক্রিপশনের সবচেয়ে পুরোনো ও বিখ্যাত ওয়েবসাইটগুলির একটি। 

পেমেন্ট – গড়ে প্রতি মাসে এখানে ১৫০-২৫০ ডলার এক্সট্রা উপার্জন করতে পারবেন। যারা প্রথম ট্রান্সক্রিপশন শুরু করছে এখানে কাজ করে প্রতি অডিও ফাইল এর ঘন্টা হিসেবে তারা ১৫-২২ ডলার অবধি উপার্জন করতে পারে।

অর্থাৎ এক ঘন্টার যদি অডিও ফাইল হয় তাহলে ট্রান্সক্রিপশন করে আপনি ১৫ ডলার সর্বনিম্ন আয় করতে পারবেন যা ভারতীয় মুদ্রায় প্রায় (যদি ১ ডলার ৭৫ টাকা ধরি তাহলে) ৭৫*১৫ = ১১২৫ টাকা। 

সত্যি যদি প্রতি দিন এইভাবে অন্তত একটা ফাইল করতে পারেন তাহলে ১০০০ টাকা উপার্জন করতে পারবেন বাড়িতে বসেই। 

মনে রাখুন – আপনি কত ঘন্টা কাজ করলেন তার হিসেবে টাকা দেওয়া হয়না , টাকা দেওয়া হয় অডিও ফাইলটি কতক্ষণের তার হিসেবে।

মানে ১ ঘন্টার অডিও ফাইল আপনি হয়তো ৪ ঘন্টায় ট্রান্সক্রিপশন করে শেষ করলেন ,তাহলে আপনি ১৫ ডলার  পাবেন এবং অবশ্যই সেটা ত্রুটিমুক্ত হতে হবে।

পেমেন্ট মেথড- Paypal এর মাধ্যমে।  

অফিসিয়াল ওয়েবসাইট – https://www.transcribeme.com/jobs/

Go transcript.com –

Gotranscript

প্রথমে GoTranscript এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে তার পর ওখানে একটা পিডিএফ ফাইলে ট্রান্সক্রিপশনের গাইডলাইন দেবে, সেটা পড়ে ভালো করে টেস্ট দিতে হবে যেখানে অডিও ফাইল শুনে আপনাকে ওদের গাইডলাইন দেখে লিখতে হবে।

ওই টেস্টে পাস্ করলে তবেই ট্রান্সক্রাইবার হিসেবে ওখানে রেজিস্টার করার প্রক্রিয়া সম্পূর্ণ  হবে।

শুধুমাত্র ইংরেজি নয় ভারতীয় ভাষাতেও ট্রান্সক্রিপশন করতে পারবেন।

পেমেন্ট – প্রতি মিনিটের অডিও ফাইলে ০.৬০ ডলার উপার্জন করা যায়। 

পেমেন্ট মেথড- Paypal ও Payoneer এর মাধ্যমে প্রতি শুক্রবারে পেমেন্ট করা হয়। 

অফিসিয়াল ওয়েবসাইট – https://gotranscript.com/transcription-jobs

Rev.com –

ট্রান্সক্রাইবারদের জন্য সাইট Rev

যথেষ্ট  ভালো সাইট , যদিও এখানেও ট্রান্সক্রিপশন এর কাজ পাবার জন্য একটা ট্রান্সক্রিপশনেরই টেস্ট দিতে হবে, সেই টেস্ট পাস করলে তবে আপনার অ্যাকাউন্ট কর্তৃপক্ষ ফাইনাল করবে এবং আপনি কাজ পাবেন।

আপনি যে যে প্রোজেক্টে কাজ করতে ইচ্ছুক তা নিজেই বেছে নিতে পারবেন।

পেমেন্ট – এখানে প্রতি মিনিটের অডিও ট্রান্সক্রিপশন করার জন্য ০.৩০ – ১.১০ ডলার পাওয়া যায়।

পেমেন্ট মেথড – Paypal এর মাধ্যমে প্রতি সপ্তাহে।

অফিসিয়াল ওয়েবসাইট –  https://www.rev.com/freelancers

Scribie .com –

এটা সান ফ্রান্সিস্কো বেসড একটা প্ল্যাটফর্ম যেখানে বেশিরভাগই ছোট ছোট অডিও ফাইল ট্রান্সক্রিপ্ট করতে পারবেন।

এখানে অডিও ট্রান্সক্রিপশন করতে হলে যদি আপনার হাতের টাইপিং স্পীড যথেষ্ট ভালো হয় তবেই রেজিস্টার করা ভালো, স্লো টাইপিস্টদের জন্য এই সাইট খুব একটা কার্যকরী নয়। 

পেমেন্ট – প্রতি মিনিটের অডিওর ট্রান্সক্রিপশনের জন্য ০.১০ ডলার / প্রতি ঘন্টা অডিওর জন্য ৫-২৫ ডলার দেয়া হয় এখানে।

পেমেন্ট মেথড – Paypal এর মাধ্যমে। 

বিস্তারিত জানতে ওয়েবসাইটে যান – https://scribie.com/freelance-transcription#intro

Appenscribe.com –

এটি অস্ট্রেলিয়া বেসড একটি ফার্ম ও প্ল্যাটফর্ম যারা  বিভিন্ন বিষয়ে অনলাইন সার্ভিস দেয় এবং এই সার্ভিস দেবার জন্য সারা পৃথিবী থেকে নানা লোককে নিযুক্ত করে।

এখানে ১৮ বছরের উপর যে কেউ বিভিন্ন ধরণের কাজ ই করতে পারবেন, যদিও ট্রান্সক্রিপশনের কাজ এখানে মাইক্রো টাস্ক  হিসেবেই পাওয়া যায়।

শুধুমাত্র appens এর ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে ও আপনার পছন্দ অনুযায়ী কাজ খুঁজে নিয়ে আপনার সময় মতো ছোট ছোট কাজ করতে পারবেন , সেই জন্যই মাইক্রো টাস্ক নাম।

পেমেন্ট – Appenscribe forums অনুযায়ী , যদি অডিও ফাইলটি এক ঘন্টার হয় তাহলে তা ট্রান্সক্রাইব করে ১০ ডলার পেতে পারেন , যদি আপনার কাজের ৮৫% ঠিক হয়, তবেই আপনি পেমেন্ট পাবেন, কাজ শেষ করার ৭ দিনের মধ্যে।

আপনার ইমেইল, নাম, ফোন নম্বর, ঠিকানা, জাতীয়তা ইত্যাদি দিয়ে রেজিস্টার করুন। 

পেমেন্ট – Paypal, Payoneer ও skrill এর মাধ্যমে।

অফিসিয়াল ওয়েবসাইট – https://appen.com/jobs/contributor/

Speechpad.com –

এটি এমন একটি প্ল্যাটফর্ম যারা খুব বেছে ট্রান্সক্রাইবার নিয়োগ করে।

যদি আপনি ইংরেজিতে ভালো না হন বা আপনার টাইপিং স্পিড ভালো না হয় তাহলে এখানে রেজিস্টার করার দরকার নেই।

আর যদি আপনার ইংরেজী তে ভালো হন তাহলে Speechpad Worker Website এ গিয়ে রেজিস্টার করুন। 

পেমেন্ট – অডিও ফাইলের সাইজ অনুযায়ী প্রতি মিনিট হিসেবে এখানে পেমেন্ট দেওয়া হয়।

যদি প্রথম কাজ শুরু করে থাকেন তাহলে ০.২৫ ডলার করে পাবেন, আর যখন ট্রান্সক্রিপশনে বেশ পোক্ত হয়ে যাবেন তখন ১ ডলার প্রতি মিনিটের অডিওর জন্য পাবেন। 

এখানে রেজিস্টার করুন যদি নিচের বর্ণিত যোগ্যতা থাকে –

১. ইংরেজি তে ভালো ও ইংরেজি ব্যাকরণে ভালো জ্ঞান।

২.  সর্বনিম্ন ৪০ টি শব্দ টাইপ করার ক্ষমতা।

যদি ইচ্ছুক হন এই সাইটে রেজিস্টার করতে তলার লিংকে  গিয়ে ওয়েবসাইটে যুক্ত হবার যোগ্যতা চেক করে নিন –

https://www.speechpad.com/faq

Castingwords.com –

১৮ বছরের উপরে, কম্পিউটার ও ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে সক্ষম এরকম যে কেউ এখানে ট্রান্সক্রাইবার হিসেবে যুক্ত হতে  পারেন।

পেমেন্ট – ৮.৫ সেন্ট থেকে ১ ডলারের কিছু বেশি প্রতি মিনিটের অডিওর জন্য এই হিসেবে টাকা পাবেন।

পেমেন্ট মেথড – Paypal

অফিসিয়াল ওয়েবসাইট – https://workshop.castingwords.com/worker/login

Amberscript.com –

এখানে ইংরেজির ট্রান্সক্রাইবার হিসেবে তবেই যুক্ত হন “যদি আপনি ইংরেজি তে খুব খুব ভালো” হন।

ওয়েবসাইটটি ইংরেজি ট্রান্সক্রাইবার হিসেবে তাদেরকেই চায় যাদের মাতৃভাষা ইংরেজি। 

কিন্তু যদি আপনি এত ভালো না হন ইংরেজিতে, তাহলেও নিজের ল্যাঙ্গুয়েজে ট্রান্সক্রিপশনের কাজ থাকলে তা করতে পারবেন।

এর থেকে বেশি কোনো তথ্য নেই।

পেমেন্ট – €0,45 – €1,20 per অডিও/ভিডিও

অফিসিয়াল ওয়েবসাইট – https://www.amberscript.com/en/transcriber-subtitler/

Verbal Ink –

এটা এখন Ubiqus.io নামে পরিবর্তিত হয়ে গেছে।

এখানে ট্রান্সক্রাইবার হিসেবে যুক্ত হতে গেলে নিচের ওয়েবসাইটে যান এবং তাদের নির্দেশ অনুযায়ী মেইল মারফত আপনাকে আবেদন করতে হবে।

যদি ইংরেজি ট্রান্সক্রিপশন করতে চান তাহলে যে মেইল আইডি তে মেইল করবেন আর যদি অন্য ল্যাঙ্গুয়েজে/ ভাষাতে করতে চান , তাহলে তা অবশ্যই উল্লেখ করুন। 

পেমেন্ট মেথড – PayPal

পেমেন্ট – ওয়েবসাইটটি ওদের পেমেন্ট রেট প্রকাশ করতে চায়না , তাই একমাত্র ওদের হয়ে কাজ করলে তবেই পেমেন্ট এর বিষয়ে তথ্য পাওয়া যায়। 

যদিও মোটামুটি ০.৮০-০.৮৫ ডলার এর কাছাকাছি দেয় প্রতি মিনিট অডিওর জন্য এবং বেশিরভাগ ফাইল ই ১৫ মিনিটের বেশি হয় না।

অফিসিয়াল ওয়েবসাইট – https://ubiqus.io/company/work-with-us/

1-888 type it up.com –

এরা এমন একটি ওয়েবসাইট যারা সোজাসুজি দাবি করে যে স্পিড নয়, ওদের প্রয়োজন নির্ভুল লেখা যাকে আমরা ‘accuracy’ বলি।

পেমেন্ট – এক মিনিট অডিওর জন্য ০.৩০ ডলার থেকে ৩ ডলার পর্যন্ত আপনি উপার্জন করতে পারবেন, সত্যি বলতে খুব ভালো ওয়েবসাইট। US বা তার বাইরেও যে কোনো দেশের লোকও এখানে কাজ করতে পারবেন।

পেমেন্ট মেথড – Paypal ও Payoneer 

অফিসিয়াল ওয়েবসাইট – https://www.1888typeitup.com/applicant-faq/ 

ট্রান্সক্রিপশন শেখার জন্য দুটি ফ্রী কোর্স

step-by-step-transcription-course
complete-guide-to-transcription

যদিও এখানে ১০ টি ওয়েবসাইট দেওয়া হলো তবুও যারা প্রথম অডিও ট্রান্সক্রিপশন শুরু করতে চলেছেন তাদের জন্য প্রথম তিনটি ওয়েবসাইট ই সবচেয়ে ভালো।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করুন
ওয়েবসাইট টেস্টিং করে আয় করবেন কিভাবে?
ফ্রীল্যান্সিং কি ? ফ্রীল্যান্সার হতে গেলে কি কি প্রয়োজন?

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!