সরকারি চাকরির পরীক্ষার জন্য জেনারেল স্টাডিসের আবশ্যিক বইগুলি

by

WBCS সহ সব ধরণের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল স্টাডিসের যে বইগুলি অত্যন্ত প্রয়োজনীয়

জেনারেল নলেজের মধ্যে যে যে বিষয়গুলি পড়তে হয় তা হল – ১. ইতিহাস ২. রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি ৩. ভুগোল ৪. ভৌত ও জীবন বিজ্ঞান ৫. অর্থনীতি ৬. পরিবেশ বিজ্ঞান ৭. কারেন্ট অ্যাফেয়ার্স।

সাবজেক্টিভ না অবজেক্টিভ কি বই পড়া উচিত?

বাজারে যে বইগুলি পাওয়া যায় তার কিছু শুধুমাত্র অবজেক্টিভ পরীক্ষার জন্য, কিছু বই আছে যেগুলি চাকরির লিখিত পরীক্ষার বই হিসেবে ব্যবহৃত হয় , আবার কিছু বই আছে যেগুলি MCQ ও লিখিত ২ টির জন্যই ব্যবহার করা যেতে পারে।

সিরিয়াসলি সরকারি চাকরির জন্য পড়াশোনা করার কথা ভাবলে, দু ধরণের বই ই পড়তে হবে। শুধুমাত্র অবজেক্টিভ পড়ে মুখস্থ করলে বেসিক ক্লিয়ার হবেনা। সেক্ষেত্রে প্রশ্ন সেই মুখস্থর বাইরে এলে আর উত্তর দিতে পারবেনা, তাই সাবজেক্টিভ পড়তেই হবে।

আবার প্রশ্ন উত্তর হিসেবে যেকোনো পড়া মনে রাখতে সুবিধা তাই সাবজেক্টিভ ও অবজেক্টিভ দুই ই পড়া উচিত।যদি WBCS এর সিলেবাস মাথায় রেখে পড়া যায় তাহলে বেশিরভাগ রাজ্য সরকারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে।

কেন্দ্রীয় সরকারের SSC এর জেনারেল নলেজের জন্যও এতো পড়তে হয়না। অবজেক্টিভ কয়েকটা বই পড়লে পারা যায়।

ব্যাঙ্ক ও ইন্সুরেন্স এর ক্ষেত্রে এই পদ্ধতি চলবে না কারণ সিলেবাস সম্পূর্ণ ভিন্ন।

UPSC এর প্রস্তুতি নিতে চাইলে আরও অনেক ভালো করে পড়তে হবে।

এই সব বিষয়গুলি পড়ার জন্য দু ধরণের বই পাওয়া যায়।

১. যে বইতে সব বিষয়গুলি একত্রে দেওয়া আছে।

২. আর প্রতিটা বিষয়ের আলাদা আলাদা পাঠ্য বই।

কিছু কিছু পরীক্ষার প্রথম ধাপ পাস্ করার জন্য প্রথম প্রকারের বইয়ে কাজ চলে যেতেও পারে।

কিংবা যাদের কাছে স্কুলের নবম – দশম শ্রেণীর পুরোনো বই আছে তারা সেই বইগুলি ভালো করে পড়ে তারপর কোনো কমপ্যাক্ট ভালো বই পড়তে পারে।

যেমন SSC এর পরীক্ষাতে জেনারেল নলেজ এভাবে পড়লে চলে যায়। কিন্তু এই পদ্ধতিতে কোনো নিশ্চয়তা নেই যদি বেসিক নলেজ পরিষ্কার না থাকে কোনো বিষয়ে।

আর যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেমন WBCS বা IAS বা রাজ্য ও কেন্দ্র সরকারের সামান্যতম ভালো পোস্টের জন্য প্রস্তুতি নিতে হয় তাহলে প্রতিটা বিষয়ের আলাদা আলাদা বই খুব ভালো করে পড়ে তার সাথে কমপ্যাক্ট বই পড়তে হবে। কারণ এই সব পরীক্ষার ক্ষেত্রে বিষয়ের উপর দক্ষতা দরকার।

প্রথমে দেখে নেওয়া যাক প্রথম প্রকারের সমস্ত বিষয় একত্রে কি কি সবচেয়ে ভালো বই বাজারে পাওয়া যায় :-

১. জেনারেল স্টাডিস – নীতিন সিংহানিয়া

(বাংলা ইংরেজি দুই ভাষাতেই এই বই আছে) –

সাবজেক্টিভ ও অবজেক্টিভ দুই ই একসাথে আছে এই বইতে।

wbcs general studies manual 1

২. জেনারেল স্টাডিস অ্যাডভান্স তপতি পাবলিশার্স (বাংলা) – ৫ th এডিশন

general studies advance 1

৩. ক্র্যাক WBCS জেনারেল স্টাডিস লীলা রায় (বাংলা) – ১৩ তম এডিশন

complete guide to crack wbcs 1

৪. লুসেন্ট জেনারেল স্টাডিস (ইংরেজিতে) –

lucent general knowledge 1
(ডেসক্রিপটিভ বই)
lucent objective general knowledge 1
(অবজেকটিভ )

এটা কিনতেই হবে। কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারি সব পরীক্ষার জন্য এই বই অবশ্যই পড়তে হবে।

এটার সাবজেক্টিভ ও অবজেক্টিভ দুই ই পাওয়া যায়। অবজেক্টিভ বইটা সত্যি খুব ভালো।

সাবজেক্টিভ বইটা আকারে ছোট বলে পড়তে ভালো নাও লাগতে পারে।

কিন্তু অবজেক্টিভটা সব দিক থেকেই উপযোগী, পড়তেও ভালো লাগবে আর প্রথম দরকারি বই গুলোর মধ্যে একটি।

এবার বিষয়ভিত্তিক সবচেয়ে ভালো বইগুলি যেগুলো পড়তেই হবে পরীক্ষায় পাস্ করতে গেলে, দেখে নেওয়া যাক –

ইতিহাসের সঠিক প্রস্তুতি নেবার জন্য –

ইতিহাসের জন্য ডেসক্রিপটিভ বই অবজেক্টিভ বইয়ের সাথেই পড়তে হবে। অনেক বই না পড়ে একটা বা দুটো ডেসক্রিপটিভ বই খুঁটিয়ে পড়াই ভালো, আর বার বার পড়তে হবে।

১. স্বদেশ সভ্যতা ও বিশ্ব (জীবন মুখোপাধ্যায়) – (বাংলা)

যেকোনো রাজ্য সরকারি পরীক্ষা বিশেষ করে WBCS এর জন্য এটা অপরিহার্য। এটা ডেসক্রিপটিভ সবচেয়ে ভালো বই বাংলায়।

swadesh sabhyata o biswa 1

২. এক কথায় ভারতের ইতিহাস (শ্যামল মিত্র)

indian history in a word 1

৩. ইন্ডিয়ান হিস্ট্রি ( কৃষ্ণা রেড্ডি )

খুবই বিখ্যাত ইংরেজি বই। প্রচুর তথ্য সম্বলিত, যদি কেউ IAS এর জন্য প্রস্তুতি নেয় তার ই শুধুমাত্র এই বইটির প্রয়োজন আছে।

indian history by krishna reddy 1

পলিটি বা রাষ্ট্রবিজ্ঞান :

১. ম্যাগবুক ইন্ডিয়ান পলিটি (আরিহান্ত) –

ইংরেজি বই। wbcs এর জন্য যথেষ্ট ভালো। ছোট বই , কিন্তু ভালো।

indian polity and governance 1

২. ইন্ডিয়ান পলিটি (by M Laxmikant) –

এটাও খুব বিখ্যাত বই। সহজ ভাষায় লেখা অথচ সমস্ত কিছু দেয়া আছে।

indian polity by m laxmikanth 1

৩. ভারতীয় সংবিধান ও রাজনীতি (ছায়া) –

বাংলা বই। যথেষ্ট সাহায্য করবে।

bhartiya sambidhan o rajniti 1

৪. ভারতের রাজনীতি (কার্তিক চন্দ্র মন্ডল) –

বাংলায় পলিটি পড়তে বেশিরভাগ পড়ুয়ারা এই বইটাই পড়ে কারণ এটা সহজ ভাষায় সুন্দর করে লেখা বই।

bharater sambidhan o rajniti 1

ইকোনোমি বা অর্থনীতি

ইন্ডিয়ান ইকোনমি (রমেশ সিং) – ইংরেজিতে

এটা ইকোনমির যথেষ্ট ভালো বই, যা বেশিরভাগ পড়ুয়ারা পরে থাকে।

indian economy by ramesh singh 1
indian economy by ramesh singhania 1

যদি ছাত্রছাত্রীদের কাছে নিতিন সিঙ্ঘানিয়া বা তপতীর জেনারেল স্টাডিস অ্যাডভান্স এর মতো সমস্ত বিষয় একত্রে বই থাকে যাতে বেশ কিছুটা ইকোনমি দেয়া থাকে, আর যা যেকোনো পরীক্ষার জন্য যথেষ্ট, তাহলে এটা না কিনলেও হবে।

আগে কমপ্যাক্ট বই কিনে দেখে নিন যে যা ইকোনমি আছে তাতে চলবে কিনা, যদি মনে হয় লাগবে তখন কিনবেন। কারণ অর্থনীতি থেকে খুব বেশি প্রশ্ন আসেনা।

জেনারেল সায়েন্স

আরিহান্ত জেনারেল সায়েন্স –

খুবই বিখ্যাত ইংরেজি বই যাতে মোটামুটি সব টপিক কভার করা আছে।

encyclopedia of general science by arihant 1

ভূগোল / জিওগ্রাফি

১. ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল ( কার্তিক চন্দ্র মন্ডল ) –

WBCS এর জন্য সবচেয়ে ভালো বাংলা বই।

bharat o poschim bonger bhugol 1
bharater o paschim banger bhugol 1

২. Geography of India মজিদ হুসেন (ইংরেজি) –

geography of india by majid husain 1
bharater bhugol 1

শুধু পড়লেই হবেনা নিয়মিত প্র্যাকটিস সেট নিয়ে পরীক্ষাও দিতে হবে।

বাজারে অনেক প্র্যাকটিস সেট পাওয়া যায়, কিন্তু তার মধ্যে উপযুক্তগুলিকেই বাছতে হবে।

সেরকমই কিছু প্র্যাকটিস সেটের সন্ধান দেওয়া রইলো, এগুলো একসাথে অনেক কিনতেই হবে এরকম নয়, কয়েকটি কিনে রাখুন এই পোস্টটি বুকমার্ক করে রাখুন যখন পুরোনোগুলি শেষ হবে তখন আবার অন্য গুলি কিনে নেবেন।

১. WBCS ক্র্যাকার ২৫ প্র্যাকটিস সেট – প্রিলিমিনারী পরীক্ষার জন্য

wbcs cracker practice sets 1
west bengal civil service practice sets 1
wbcs prelims mock test

২. বাংলা দিশারী প্রশান্ত নেমো – মেন্ এর জন্য বাংলা

bagla dishari prashanto nemo

৩. WBCS winner প্র্যাকটিস সেট (বাংলা প্রিলিমিনারি পরীক্ষার জন্য )

wbcs prelims practice sets

পুলিশ কনস্টেবল ও SI এর পরীক্ষার জন্য কিছু প্র্যাকটিস সেট

১. ২৫ প্র্যাকটিস সেট ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল (অভিষেক রায়, তরুণ গোয়েল) (বাংলা)

bengal police constable practice sets

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!