ডিজিলকার কি? What is DigiLocker in Bengali

by

আপনি যখন আপনার কোনো ভীষণ প্রয়োজনীয় অফিসিয়াল ডকুমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যান ( যেকোনো কারণে, কোথাও দেখাতে হবে বলে বা তার ফটোকপি/জেরক্স করবেন বলে ), তখন কি আপনি সবসময় চিন্তায় থাকেন এটা ভেবে যে, যদি ডক্যুমেন্টগুলো হারিয়ে বা ছিঁড়ে যায়?

তাহলে এখন সেই ভাবনার দিন শেষ। এসে গেছে ভারত সরকারের তৈরী “ডিজিলকার (Digilocker) অ্যাপ”।

এবার দেখা যাক এটা কিভাবে কাজ করে এবং ব্যবহারিক জীবনে সত্যিই কতটা কার্যকর? (what is Digilocker in Bengali and how to use it?)

“ডিজিলকার” কে ভেঙে বললে হয় – ” ডিজিটাল লকার”।

এই অনলাইন সার্ভিসটি চালু করা হয়েছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড আইটি (MeitY) এর তরফ থেকে, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অংশ হিসেবে।

এটা ইন্টারনেট দুনিয়ায় ভারত সরকারের তৈরী একটা ডকুমেন্ট স্টোর করার জায়গা (ইংরেজিতে যাকে বলে স্টোরেজ এরিয়া), যেখানে যেকোনো ভারতীয় নাগরিক তাদের প্রয়োজনীয় অফিসিয়াল নথিপত্র ডিজিটাল ফরম্যাটে এই ” ডিজিলকার (Digilocker) অ্যাপ “বা ওয়েবসাইটে স্টোর করে রাখতে পারবে।

অর্থাৎ, যেমন ধরুন লকারে আমরা গহনা বা গুরুত্বপূর্ণ নথি জমা রাখি, ঠিক তেমনই ইন্টারনেটেও এমন একটা নিরাপদ জায়গা বানানো হয়েছে, যেখানে আপনি ভোটার কার্ড, পাসপোর্ট, রেশনকার্ড, আধারকার্ড, প্যান কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মতো কাগজপত্রের সফ্ট কপি বা ডিজিটাল ফরম্যাট জমা রাখতে পারবেন।

এই অ্যাপটি কাদের জন্য সবচেয়ে ব্যবহার্য?

যারা গাড়ি বা মোটরবাইক চালায় তাদের জন্য সবচেয়ে জরুরি। কারণ –

যদি আপনি কোথাও ট্রাফিক নিয়ম ভাঙেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেয়া হতে পারে। আর কে চায় এসব গুরুত্বপূর্ণ নথি হাতছাড়া করতে?

তাই এই অ্যাপে আপনি সব গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল ডকুমেন্ট ফরম্যাটে জমা রাখুন আর সম্পূর্ণ চিন্তামুক্ত হন। আপনার দরকারি কাগজপত্র থাকুক বাড়িতেই।

এই ডিজিলকার অ্যাপ এই দেখিয়ে দিন আপনার সব নথিপত্র বা ডকুমেন্ট যে দেখতে বা চেক করতে চাইছে তাকে।

বিশেষ দ্রষ্টব্যঃ –

কিন্তু মনে রাখুন ডিজিটাল ডকুমেন্ট মানে কিন্তু আপনার কোনো কাগুজে ডকুমেন্টের স্ক্যান কপি বা ফটো ইমেজ নয়। একমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ও ড্রাইভিং লাইসেন্স (DL) ই এই অ্যাপে স্টোর করে রাখলে আপনাকে এর কাগজ নিয়ে ঘুরতে হবেনা।

আপনি আপনার আধার নম্বর এবং গাড়ির নম্বর দিলে রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকেই আপনাকে আপনার এই অ্যাপে DL বা RC এর ডকুমেন্ট সংশ্লিষ্ট দপ্তর পাঠিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে।

এটাই আপনার ডিজিটাল ডকুমেন্ট হিসেবে থাকবে। আপনি কোনো RC বা DL এর কাগজ স্ক্যান করে সেভ করে কাজ চালাতে পারবেন না।

কিন্তু এছাড়া ইন্সুরেন্সের কাগজ, PUC, রোড ট্যাক্স এর কাগজপত্র কিন্তু এই অ্যাপ এর মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে পাবেননা। আপনাকে অরিজিনাল কাগজই ব্যবহার করতে হবে।

এখন আপনি বলতে পারেন –

গুগল ক্লাউডেও তো সেভ রাখতে পারি তাহলে ডিজিলকারে কেন রাখবো ?

তার কারণ গুগল ড্রাইভে আপনি যে ডকুমেন্টই সফ্টকপি হিসেবে রাখুন না কেন তা সরকার দ্বারা স্বীকৃত নয়। তাই সেগুলির কোনো মূল্যই সরকারি কোনো জায়গায় থাকবেনা। ভেবে দেখুন কেউ তো জাল নথিও বানাতে পারে।

তাই সরকার ব্যবস্থা করেছে যাতে আধার নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিলে তবেই এই অ্যাপ বা এই ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারবেন।

আর একবার আপনি এই অ্যাপে নিজেকে নথিভুক্ত করে দিলে সেখানেই আপনার পরবর্তী প্রাপ্ত যেকোনো ডকুমেন্ট (এডুকেশনাল সার্টিফিকেট থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জাতীয় সব) চলে আসবে আপনার ডিজিলকার অ্যাকাউন্টে।

এই ক্লাউডে যেকোনো ডকুমেন্ট ভ্যালিড কারণ আধার কার্ড ও মোবাইল নম্বর দিলে তবেই আপনাকে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে।

এই অ্যাপে থাকা সার্টিফিকেটগুলো সর্বত্র কি অরিজিনাল কাগজের সার্টিফিকেট হিসেবেই গণ্য হয় নাকি সরকার শুধু চালুই করেছে, সত্যি তার কোনো ব্যবহার এখনো নেই?

ভারত সরকার সমস্ত রাজ্যের স্টেট ট্রান্সপোর্ট মন্ত্রক কে বলেছে এই ডিজিলকার (Digilocker) অ্যাপকে মান্যতা দিতে।

কিন্তু এখনো অবধি পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো নোটিশ ঘোষণা করেনি যে শুধু এই অ্যাপ থাকলেই কাগজের আর দরকার হবেনা।

যদিও আশা করা যায় আর কিছু দিনের মধ্যেই এই রাজ্যেও রাজ্যসরকার সম্পূর্ণ মান্যতা দিয়ে দেবে যাবে অন্যান্য রাজ্যের মতো।

কিন্তু বেশ কিছু ক্ষেত্রে Dl এবং RC যথেষ্ট পরিমানে ট্রাফিক পুলিশের কাছে ব্যবহার করা হচ্ছে।

কিভাবে ডিজিলকার(Digilocker) অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন?

রেজিস্টার করার পদ্ধতি –

১. গুগলে প্লেস্টোরে গিয়ে Digilocker App ডাউনলোড করুন।

২. আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে নিজের “ইউজার আইডি” তৈরী করুন। ফোনে ও ইমেইল এ OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। অথেন্টিকেট করুন।

৩. এবং আপনার অ্যাকাউন্ট তৈরী সম্পূর্ণ হবে।

ডিজিলকার (Digilocker)
কম্পিউটার থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Sign Up করতে হলে এরম ফরম্যাট পাবেন

কোনো ই -ডক্যুমেন্ট কিভাবে ডাউনলোড করবেন?

যদি আপনার ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাই তাহলে, ভেহিক্যাল রেজিস্ট্রেশন ডিটেল বা লাইসেন্স ডিটেল দিলেই আপনার ডকুমেন্ট তৈরী হয়ে যাবে।

ডক্যুমেন্ট কিভাবে আপলোড করতে পারবেন?

১.”upload document” সেকশন এ গিয়ে “আপলোড ডকুমেন্ট” আইকন এ ক্লিক করুন।

২. এরপর “select doc type ” অপশন এ গিয়ে সিলেক্ট করে আপলোড করে দিন।

মনে রাখবেন –

১. যাদের যাদের আধার কার্ড আছে তারা সবাই এই ডিজিলকার (Digilocker) অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

২. প্রত্যেকে তাদের অ্যাকাউন্ট ১ GB করে ডাটাই স্টোর করে রাখতে পারবে।

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট বাড়িতে বসে কিভাবে আবেদন করবেন?

DMCA.com Protection Status

Spread the love

error: Content is protected !!