ঐক্যশ্রী স্কলারশিপ কি ? কাদের জন্য ? কত টাকা পাওয়া যায় ?

by

ঐক্যশ্রী স্কলারশিপ / WBMDFC Scholarship

এই স্কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘু ( মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও শিখ ) সম্প্রদায়ের জন্য। 

এই স্কলারশিপটি পরিচালিত হয় WBMDFC (ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন) দ্বারা।

এর অধীনে ৩টি স্কলারশিপ পড়ে –

১. প্রি – ম্যাট্রিক স্কলারশিপ – প্রথম থেকে দশম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। 

২. পোস্ট – ম্যাট্রিক স্কলারশিপ – দশম থেকে ডক্টরেট পড়ুয়াদের জন্য।  

৩. মেরিট কাম মিন্স স্কলারশিপ – টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্স করার জন্য।

ঐক্যশ্রী-স্কলারশিপ

প্রি -ম্যাট্রিক ও পোস্ট -ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য –

আবেদনকারীর যোগ্যতা –

পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকতে হবে।

সর্বশেষ পরীক্ষাতে সর্বনিম্ন ৫০% নম্বর পেয়ে পাস্ করে থাকতে হবে।  

পারিবারিক আয় বার্ষিক ২ লক্ষ টাকার অধিক হবে না।

মেরিট কাম-মিন্স স্কলারশিপ – টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্স করার জন্য 

আবেদনকারীর যোগ্যতা –

পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।  

টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স ভর্তি হয়ে থাকতে হবে।

উচ্চমাধ্যমিকে – (১০+২) এর পরীক্ষাতে সর্বনিম্ন ৫০% নম্বর পেয়ে পাস্ করে থাকতে হবে।   

পারিবারিক আয় বার্ষিক ২.৫ লক্ষ টাকার অধিক হবে না।

ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন পদ্ধতি :-

অফলাইনে ও অনলাইন দুভাবেই আবেদন করা যাবে।

অফলাইনে আবেদন করতে হলে আবেদনকারীকে স্থানীয় প্রশাসনিক দপ্তরে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে বা দুয়ারে সরকার ক্যাম্পেও ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যাবে।

অনলাইন আবেদন পদ্ধতি –

প্রথম ধাপ – রেজিস্ট্রেশন

অফিসিয়াল ওয়েব পোর্টালে যান। ওয়েব পোর্টালে যেতে এই লিংকে ক্লিক করুন – https://wbmdfcscholarship.org

পোর্টালে ঢুকলে বেশ কয়েকটি অপশন দেখতে পাওয়া যাবে, সেই অপশনগুলোর মধ্যে স্টুডেন্ট এরিয়া অপশন এ ক্লিক করতে হবে।

এরপর যে পেজটি খুলবে সেখানে আরো কয়েকটি অপশন দেখা যাবে, যেমন – ফ্রেশ রেজিস্ট্রেশন, রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন , রিনিউ অ্যাপ্লিকেশন, ইত্যাদি। প্রথম বার যারা আবেদন করবে তাদের ফ্রেশ রেজিস্ট্রেশন বাটন টি ক্লিক করতে হবে।

এরপর যে পেজটি খুলবে তাতে রাজ্যের সব জেলার নাম দেখা যাবে, সেই তালিকা থেকে আবেদনকারী যে জেলা থেকে আবেদন করতে চাইছে সেই জেলার নাম এ ক্লিক করতে হবে।

এরপর আবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে মা, বাবার নাম, ব্যাঙ্ক এর তথ্যাদি দিতে হবে। এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করলে নতুন আর একটি পেজ খুলে যাবে যেখানে শিক্ষাগত যোগ্যতা, যে ইনস্টিটিউটে পড়তে চাইছো তার নাম ও সমস্ত তথ্যাদি দিয়ে আর একটি ফর্ম ফিল আপ করতে হবে।

এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।

দ্বিতীয় ধাপ- Apply Online

রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবেদনকারীদের user ID ও পাস্ওয়ার্ড আবেদনকারীর মোবাইল নং ও মেইল ID তে পাঠিয়ে দেওয়া হবে।

সেই রেজিস্ট্রেশন নম্বর, user ID ও পাস্ওয়ার্ড দিয়ে আবেদনকারীকে আবার ওই একই ওয়েব পোর্টালে ঢুকে লগ ইন করে নিজের তথ্য দিতে হবে ও ফর্ম ফিল আপ করতে হবে।

ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে preview tab বাটনে ক্লিক করে দেখে নিতে হবে যে সব কিছু তথ্য ঠিক দিয়েছেন কিনা। যদি বদলাতে চান তখনই বদলাতে হবে, আর সমস্ত তথ্য ঠিক থাকলে “final submit’ বাটনে ক্লিক করতে হবে।

এবার স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হল। ফিল আপ করা এই আবেদন ফর্মটির একটি কপি প্রিন্ট করে নিয়ে সমস্ত ডকুমেন্টের সাথে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদনকারীদের মধ্যে উপভোক্তা নির্বাচন প্রক্রিয়া –

ঐক্যশ্রীর জন্য প্রথম বার আবেদন করে হোক বা রিনিউয়াল করে হোক না কেন অনলাইনে প্রাপ্ত সব আবেদনগুলি স্কুলের নোডাল শিক্ষকদের দিয়ে যাচাই করে তারপর যোগ্যতার মাপকাঠি অনুযায়ী যদি আবেদনকারী নির্বাচিত হয় তাহলে সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

ঐক্যশ্রীর টাকা কত দিনের মধ্যে পাওয়া যায় ?

আবেদন জমা দেবার ৩-৪ মাসের মধ্যে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়।

ঐক্যশ্রী স্কলারশিপে প্রাপ্ত টাকার পরিমান এবং পড়াশোনার প্রতিটি স্তরে স্কলারশিপের দরুন প্রাপ্ত অর্থের পরিমান নীচের তালিকা থেকে দেখে নিন –

ঐক্যশ্রী এর অফিসিয়াল নোটিফিকেশনডাউনলোড করুন

ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?

নিজের আধার কার্ড।

কমিউনিটি সার্টিফিকেট।

যে ইনস্টিটিউটে পড়ছেন সেই ইনস্টিটিউট এর কারেন্ট বছরের অ্যাডমিশন এর রিসিপ্ট।

পারিবারিক ইনকাম সার্টিফিকেট।

বিগত বছরের মার্কশিট।

ব্যাঙ্ক পাসবই এর প্রথম পৃষ্ঠা ( আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক active account থাকা আবশ্যিক বা অভিভাবকের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও চলবে )।

নিজের কালার পাসপোর্ট ফটো।

ঐক্যশ্রী স্কলারশিপের Renewal Application পদ্ধতি

অফিসিয়াল ওয়েব পোর্টালে যান। ওয়েব পোর্টালে যেতে পাশের লিংকে ক্লিক করুন – https://wbmdfcscholarship.org/

পোর্টালে ঢুকলে বেশ কয়েকটি অপশন দেখতে পাওয়া যাবে। সেই অপশনগুলোর মধ্যে স্টুডেন্ট এরিয়া অপশন এ ক্লিক করুন।

এরপর যে পেজটি খুলবে সেখানে আরো কয়েকটি অপশন দেখা যাবে, যেমন – ফ্রেশ রেজিস্ট্রেশন, রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন , রিনিউ অ্যাপ্লিকেশন। এবার এই Renewal Application অপশনটিতে ক্লিক করুন।

এরপর যে পেজটি খুলবে তাতে রাজ্যের সব জেলার নাম দেখা যাবে, সেই তালিকা থেকে আবেদনকারী যে জেলা থেকে আবেদন করতে চাইছে সেই জেলার নামে ক্লিক করতে হবে।

প্রথম যখন ঐক্যশ্রী এর জন্য আবেদন করা হয়েছিল তখনকার Application ID Number, জন্মতারিখ দিতে হবে ও একটি Captcha code দিতে হবে।

আবেদনকারীর মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি পোর্টালে দিতে হবে ও লগ ইন বাটনে ক্লিক করতে হবে।

স্কলারশিপ রিনিউ করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেটি ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করা ডকুমেন্টস গুলি পোর্টালেই আপলোড করতে হবে।

শেষ ধাপে submit বাটনে ক্লিক করতে হবে।

ঐক্যশ্রীর ট্র্যাক application স্ট্যাটাস (ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাস চেক) –

ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট – https://wbmdfcscholarship.org এ যান।

Home বাটনে ক্লিক করতে হবে, সেখানেই দেখতে পাবেন Renew Your Application লিংক।

ওই লিংকে ক্লিক করে নিজের জেলা সিলেক্ট করতে হবে।

এরপর যা যা তথ্য প্রদান করতে বলবে তা দিতে হবে।

এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাবে।

যোগাযোগ মাধ্যম –

ঐক্যশ্রী স্কলারশিপ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন –

WBMDFC এর হেডকোয়ার্টার এর যোগাযোগ নং –

MD.GHULAM ALI ANSARI,IAS SECRETARY & CHAIRMAN033-2321-0902
MRIGANKA BISWAS,WBCS(Exe.) MANAGING DIRECTOR033-2321-2995

এবার জেলাভিত্তিক যোগাযোগ মাধ্যমের জন্য পাশের লিংকে ক্লিক করুন –https://wbmdfcscholarship.org/main/contact

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ – সম্পূর্ণ খুঁটিনাটি

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!