অনেকেই বলে থাকেন যে ঘরে হাতে হাত রেখে বসে থাকলে কিন্তু কিছুই হওয়ার নয়, কিছু করতে হলে বিশেষত অর্থ উপার্জন করতে হলে বাইরে বেরোতেই হবে।
কিন্তু সত্যিই কি তাই? আপনি কি মনে করেন?
আমি অন্তত মনে করি যে বর্তমান যুগে দাঁড়িয়ে আপনি হাতে হাত না রেখে যদি কম্পিউটার বা ল্যাপটপের কীবোর্ড এ হাত রাখেন তাহলে ঘরে বসেই অর্থ উপার্জন করা সম্ভব।
অনলাইন ইনকাম এর উপায় এ এই সম্পর্কে আগেই বলেছি। কিন্তু বহু মানুষই আছেন যারা নিজেরা আয়ের পথ তৈরি করার থেকে পছন্দ করেন আগে থেকেই অন্য কারোর তৈরি করে রাখা পথে হাটঁতে, অর্থাৎ চাকরি করতে।
চাকরিপ্রেমি মানুষরা পছন্দ করেন যে তাদের কি করতে হবে সেটা আগে থেকেই ঠিক করে দেওয়া থাকবে, সেই কাজ অনুযায়ী তাদের শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে এবং তারপরে তারা নির্দিষ্ট সময়ে দিনের পর দিন একইভাবে সেই কাজ করতে থাকবেন এবং মাস গেলে নির্দিষ্ট একটা মাইনে বা পারিশ্রমিক পাবেন।
এতেই চাকরিপ্রেমিরা খুশি থাকেন এবং এ বাদে বেশি কিছু নিয়ে তারা মাথা ঘামান না আর তাতে কারোর কোনো আপত্তি থাকার কথাও নয়।
কিন্তু বেশিরভাগ মানুষকেই তাদের কর্মস্থলে সময়মতো পৌঁছনোর জন্য বাস, ট্রেন প্রভৃতির মাধ্যমে যাতায়াত করতে হয় যাতে তাদের দিনের বেশ কিছুটা সময় যাতায়াতেই চলে যায়।
যাদের বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব বেশি তাদের ক্ষেত্রে দিনের প্রায় এক চতুর্থাংশ যাতায়াতেই কেটে যায়, আবার দূরত্বের কারণে যারা কর্মস্থলের কাছাকাছি ঘর ভাড়া নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে খরচ বেড়ে যায়।
আমাদের দেশের যে কোনো বড়ো শহরগুলিতে ট্র্যাফিক জ্যাম একটি বড়ো সমস্যা তাই যাদের নিজস্ব গাড়ি আছে তারাও যে দারুন কিছু সুবিধা পান তা নয়।
এবার ভাবুন কেমন হতো যদি আপনাকে চাকরি করার জন্য কোথাও যেতে না হতো? যদি আপনি নিজের বাড়ি থেকে এক পা ও বাইরে না ফেলেই টাকা রোজগার করতেন?
যদি আপনি নিজের পছন্দমতো পোশাকে, নিজের বাড়ির শান্তির পরিবেশে থেকেই চাকরি করতেন?
হ্যাঁ, এগুলি সবই সম্ভব। আর এই ধরণের চাকরিকে বলা হয় রিমোট জব (Remote Job)।
আর আজ আমরা এই নিবন্ধে আলোচনা করবো সেই সমস্ত ওয়েবসাইট গুলি নিয়ে যেখান থেকে আপনি এই ধরণের চাকরি পেতে পারেন।
রিমোট চাকরি বা রিমোট জব খোঁজার ওয়েবসাইট
Flexjobs
ফুল টাইম, পার্ট টাইম বা ফ্রীল্যান্সিং সব ধরণের রিমোট জব এর ঠিকানা হলো flexjobs. হাইব্রিড রিমোট ওয়ার্ক ও এখানে পাওয়া সম্ভব।
Anywhere Jobs থেকে আপনি আপনার পছন্দমতো রিমোট জব খুঁজে পেতে পারেন যদিও এন্ট্রি লেভেল জব এর সংখ্যা খুব বেশি পাবেন না।
Wellfound
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাটা এনালিস্ট, প্রোডাক্ট ডিজাইনার, গ্রোথ মার্কেটার, ফিনান্সিয়াল এনালিস্ট বিভিন্ন ধরণের রিমোট জব এই সাইট থেকে পাওয়া সম্ভব।
এই সাইটটি মূলত বিভিন্ন স্টার্টআপ জব এর জন্য এবং আপনি লোকেশন অনুযায়ী ও স্টার্টআপ জব খুঁজতে পারেন।
We Work Remotely
ডিজাইনিং, প্রোগ্রামিং, কাস্টমার সাপোর্ট, মার্কেটিং ও সেলস এর রিমোট জব বা চাকরি আপনি পেতে পারেন এই ওয়েবসাইটটি থেকে।
আপনি অ্যাডভান্সড জব সার্চ ব্যবহার করে ক্যাটেগরি, জব টাইপ প্রভৃতি নির্বাচন করতে পারেন।
আপনি রিজিওন এ গিয়ে এশিয়া রিজিওন এর জবগুলি দেখতে পারেন অথবা Anywhere in the World জবগুলি থেকে বেছে নিতে পারেন।
আপনি পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে we work remotely কে ফলো করতে পারেন অথবা ওনাদের মাসিক নিউজলেটার সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
RemoteOK
প্রোগ্রামিং, ডিজাইনিং, সেলস প্রভৃতি ধরণের রিমোট জব খোঁজার জন্য একটি খুব সুন্দর সাইট হলো RemoteOK.
কাজের ধরণ ছাড়াও আপনি দেশ, স্যালারি ও বিভিন্ন সুযোগসুবিধা অনুযায়ীও কাজ খুঁজতে পারেন।
Working Nomads
এটি রিমোট চাকরির আরেকটি ওয়েবসাইট, এখানেও আপনি লোকেশন, ক্যাটেগরি ও পজিশন টাইপ অনুযায়ী রিমোট জব খুঁজতে পারবেন।
অ্যাডমিনিস্ট্রেশন, কনসাল্টিং, কাস্টমার সাকসেস, ম্যানেজমেন্ট, লিগ্যাল, হেলথকেয়ার বিভিন্ন ধরনের রিমোট জব এই সাইটটিতে পেয়ে যাবেন।
Snap hunt
এখানেও আপনি নিজের দেশ অনুযায়ী রিমোট চাকরি খুঁজতে পারেন। একাউন্টিং, হিউম্যান রিসোর্স, ডাটা সাইন্স, IT সম্বন্ধিত remote job আপনি পেতে পারেন।
Remote.co
এই ওয়েবসাইটটিতেও সমস্ত ধরণের remote job পাওয়া যায়। তবে আপনাকে ইন্টারন্যাশনাল রিমোট জবস গুলিই দেখতে হবে।
4 Day Week
সপ্তাহে ৪ দিন কাজ করতে হবে এরকম সমস্ত remote job এর খোঁজ পাবেন এই ওয়েবসাইটটিতে Work from anywhere বা I’m in Asia সিলেক্ট করে চাকরি খুঁজতে পারেন।
JS Remotely
আপনি যদি কোডিং জেনে থাকেন এবং মূলত জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক থাকেন তবে এই সাইটটিতে আপনি ইন্টার্নশিপ, পার্ট টাইম, ফুল টাইম সব ধরনের রিমোট জব পেয়ে যাবেন।
আপনি React, Angular, Vue.js, Node.js বিভিন্ন টেকনোলজি অনুযায়ীও কাজ খুঁজতে পারেন।
এই একই ধরণের কিছু সাইট হলো Python Remotely, Ruby Remotely, PHP Remotely ইত্যাদি।
NextCommit
এই ওয়েবসাইটটি মূলত টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এরম লোকেদের রিমোট জব পাওয়ার জন্য।
ব্যাকএন্ড, ফ্রন্টএন্ড, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, cybersecurity, ডাটা সায়েন্স, ব্লকচেইন প্রভৃতি সংক্ৰান্ত চাকরি এখানে পেতে পারেন।
Himalayas.app
ফিন্যান্স, প্রোডাক্ট, মার্কেটিং, ডিজাইন, ডেভেলপমেন্ট সব ধরনের রিমোট জব এই সাইটে উপলব্ধ।
Jobspresso
এটিও একটি খুব ভালো remote job site যেখানে আপনি ডিজাইনিং, ডেভেলপমেন্ট, মার্কেটিং, সেলস, সাপোর্ট, রাইটিং, সংক্রান্ত জব পাবেন।
Nodesk
শুধুমাত্র রিমোট চাকরিই নয় আপনি এই সাইট থেকে বিভিন্ন রিমোট কোম্পানির ও খোঁজ পাবেন।
ভৌগোলিক অবস্থান, চাকরির ধরণ ও বিভিন্ন স্কিল (মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, প্রোডাক্ট) অনুযায়ী আপনি রিমোট জব এখানে খুঁজতে পারেন।
Echojobs
এই রিমোট জব সাইটটি শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য। যদিও এখানে বাংলাদেশ থেকে জব পাওয়ার সুযোগ নেই কিন্তু ভারতীয়দের জন্য রিমোট জব আছে।
RemoteArmy
প্রোগ্রামিং, ডিজাইনিং ও সেলস এর রিমোট জব পাওয়ার আরো একটি সাইট এটি। ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড ও ফুল স্ট্যাক প্রোগ্রামিং এর অনেক জব এখানে পাবেন এছাড়াও বিজনেজ ও ম্যানেজমেন্ট এর রিমোট জব ও বেশ ভালোই আছে সাইটটিতে।
Remote3
এই ক্রিপ্টোকারেন্সির যুগে ব্লকচেইন সম্বন্ধিত রিমোট জব থাকবে না তা কি হতে পারে? ব্লকচেইন, স্মার্ট কন্ট্রাক্ট ও বিভিন্ন ক্রিপ্টো জব পেয়ে যাবেন এই সাইটটি থেকে।
Freshremote.work
এটি একটি remote jobs aggregator সাইট। অন্যান্য রিমোট চাকরি খোঁজার ওয়েবসাইট গুলির সমস্ত তথ্য এখানে একত্রিত পাবেন।
আশা করি এই রিমোট চাকরির ওয়েবসাইটগুলি আপনাদের কাজে লাগবে। নিবন্ধটি তাদের সাথে শেয়ার করে নিন যারা কাজের সন্ধানে রয়েছে।