The Almanack of Naval Ravikant Bengali Summary

by

Eric Jorgensen এর লেখা এই বইটি Naval Ravikant এর ট্রান্সক্রিপ্ট, টুইট ও বিভিন্ন জায়গায় তার বলা সমস্ত কথাকে একত্রিত করে লেখা , যা সুখী ও সম্পদশালী হওয়ার পথপ্রদর্শক হয়ে উঠতে পারে।

১৯৭৪ সালে ভারতবর্ষের দিল্লীতে জন্মগ্রহণ করলেও মাত্র ৯ বছর বয়সেই Naval নিউ ইয়র্কে চলে যান, এরপরে ওখানেই পড়াশোনা করে Epinions, vast.com এর মতো বিভিন্ন সংস্থা গড়ে তোলেন , ২০১০ সালে তিনি AngelList শুরু করেন যা তার সফলতা ও খ্যাতির অন্যতম কারণ।

The Almanack of Naval Ravikant Bengali Summary

Naval এর মতে অর্থোপার্জন কোনো কাজ নয় এটা এক ধরণের দক্ষতা। শুধুমাত্র কঠোর পরিশ্রম করাই যথেষ্ট নয় সেই পরিশ্রমকে সঠিকদিকে চালনা করতেও হবে।

ধনী হওয়ার জন্য জানা দরকার যে ঠিক কি কাজ করতে হবে, কার সাথে করতে হবে এবং কখন করতে হবে। 

আর আপনি যদি এটাই না জেনে থাকেন যে আপনার কি করা উচিত বা কোন কাজটা আপনার জন্য তাহলে সবার প্রথমে সেটাই খুঁজে বের করা দরকার তাতে যতই সময় লাগুক না কেন, কারন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপরে আমরা দেখবো তার সবচেয়ে জনপ্রিয় Tweetstorm যা অত্যন্ত উপযোগী, আপনি যদি সম্পূর্ণ বইটি নাও পড়েন তাহলেও এই অংশটি অবশ্যই পড়বেন।

How to Get Rich (Without Getting Lucky) অর্থাৎ ভাগ্যবান না হয়েও ধনী হবেন কিভাবে 

ভাগ্যবান-না-হয়েও-ধনী-হবেন-কিভাবে-how-to-get-rich-without-getting-lucky

সামাজিক সম্মান বা অর্থ নয়, সম্পদ বৃদ্ধির চেষ্টা করুন। সম্পদ হলো সেই সমস্ত বস্তু যা আপনি ঘুমোলেও আপনার জন্য উপাৰ্জন করতে থাকে।

টাকা হলো বিনিময়ের একটি মাধ্যম মাত্র, আমরা আমাদের সময় বা সম্পদের বিনিময়েও এটি প্রদান করে থাকি।

আর সামাজিক সম্মান বা Status হলো সামাজিক অনুক্রমে আপনার স্থানমাত্র।

এটা বুঝুন যে সৎ ভাবে সম্পদ বৃদ্ধি সম্ভব , যদি আপনি মনে মনে সম্পদকে অবজ্ঞা করেন তাহলে তা আপনার থেকে দূরে যেতে থাকবে।

যারা শুধু সমাজের চোখে নিজেদের উঁচু করতে চায় তাদের এড়িয়ে চলুন।

আপনি আপনার সময় বিক্রি করে কখনই ধনী হতে পারবেন না। আপনাকে ইকুইটি অর্থাৎ কোনো ব্যবসার আংশিক মালিকানা পেতে হবে যদি আপনি আর্থিক স্বাধীনতা পেতে চান।

সমাজের দরকার এমন কিছু যদি আপনি অধিক মাত্রায় দিতে পারেন যা তারা জানেনা যে কি করে পেতে হবে, তাহলে আপনি ধনী হবেন।

এমন কোনো ব্যবসা বা কাজের জায়গা নির্ধারিত করুন যেখানে আপনি দীর্ঘ সময় কাজ করতে চাইবেন।

ইন্টারনেট এখন সকলের জন্যই প্রচুর সুযোগ উন্মুক্ত করে দিয়েছে যা অনেকেই এখনও বুঝে ওঠেনি।

জীবনের সমস্ত কিছুতেই compound interest কাজ করে তা সম্পদ হোক, সম্পর্ক বা জ্ঞান।

ব্যবসার অংশীদার হিসাবে এমন লোকেদেরই নির্বাচন করুন যারা বুদ্ধিমত্তা সম্পন্ন, ক্ষমতাশালী ও সংহতিপূর্ণ।

নেতিবাচক মনোভাব সম্পন্ন কাউকেই অংশীদার করবেন না।

বিক্রি করতে শিখুন, তৈরি করতে শিখুন আর যদি দুটোই করতে পারেন তাহলে আপনি অদম্য হয়ে উঠবেন।

বিশেষ জ্ঞান অর্জন করুন, দায়িত্ববান হয়ে উঠুন এবং leverage কে কাজে লাগান।

বিশেষ জ্ঞান হলো সেই জ্ঞান বা দক্ষতা যা সমাজ আপনাকে শেখাতে পারে না, কারন যদি সমাজ আপনাকে শেখাতে পারে তাহলে সে অন্য্ কাউকেও শেখাতে পারে এবং আপনাকে প্রতিস্থাপন করে দিতে পারে।

আপনার প্যাশন এবং যে কাজে অত্যন্ত আগ্রহ সেরম কিছুতেই আপনি বিশেষ জ্ঞান অর্জন করতে পারেন। 

এর ফলে আপনার কাছে এই বিশেষ জ্ঞান অর্জন খেলা হয়ে উঠবে কিন্তু অন্যদের তা দেখে কাজ মনে হবে। 

এই জ্ঞান কোনো স্কুল শেখাতে পারেনা, কাজের মাধ্যমেই তা শেখা সম্ভব।

এই বিশেষ জ্ঞান প্রায়শই অত্যন্ত technical বা creative যা আউটসোর্স বা automate করা সম্ভব নয়।

বিশ্বাসযোগ্যতা বাড়ান, নিজস্ব ঝুঁকিতে ব্যবসা করুন, সমাজ আপনাকে দায়িত্ব, অংশীদারিত্ব ও leverage দ্বারা পুরস্কৃত করবে।

leverage ই আপনার ভাগ্য গড়ে তুলতে পারে, ব্যবসার ক্ষেত্রে তা আসে পুঁজি, লোকজন এবং সেই সমস্ত বস্তু থেকে যেগুলির কোনো marginal cost of replication নেই (যেমন code ও মিডিয়া)।

পুঁজির জন্য দরকার টাকা এবং সেই টাকা তোলার জন্য আপনার বিশেষ জ্ঞানকে নির্ভরযোগ্যতা ও সঠিক সিদ্ধান্তে আসার ক্ষমতার সাথে কাজে লাগান।

Labor হলো সেই সমস্ত লোক যারা আপনার হয়ে কাজ করে, এটা leverage এর সবচেয়ে প্রাচীন উপায়, শুধুমাত্র এটাকে কাজে লাগাবার পিছনে ছুটবেন না।

পুঁজি ও labor হলো permissioned leverage কিন্তু code ও media হলো permissionless তাই এদের কাজে লাগান, আপনার বানানো সফটওয়্যার আপনার জন্য ২৪ ঘন্টাই কাজ করতে পারে।

যদি আপনি কোডিং না জানেন তাহলে মিডিয়া কে কাজে লাগান অর্থাৎ বই বা ব্লগ লিখুন, ভিডিও বানান বা পডকাস্ট শুরু করুন।

আপনার সিদ্ধান্তের ফল প্রকাশিত হয় leverage এর মাধ্যমে এবং এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আসে দক্ষতা ও অভিজ্ঞতা থেকে।

শোনার থেকে তাড়াতাড়ি আমরা পড়তে পারি এবং দেখার থেকে তাড়াতাড়ি কোনো কাজ করতে পারি।

আপনার সময়ের মূল্য নির্ধারণ করুন এবং কোনো কাজ যদি সেই মূল্যের থেকে কম হয় তবে তা বাদ দিন বা আউটসোর্স করুন।

পরিশ্রম করুন এবং নিজের কাজে পৃথিবীর সেরা হয়ে উঠুন।

আপনার বিশেষ জ্ঞানকে leverage এর সাথে কাজে লাগান তাহলেই আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন।

নিজের সম্বন্ধে ভালো করে জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারন আপনার সাথে প্রতিযোগিতায় কেউই আপনাকে হারিয়ে আপনি হয়ে উঠতে পারবে না।

একটি শান্ত মন, সুস্থ শরীর ও ভালোবাসায় পরিপূর্ণ একটি বাড়ি এগুলো কিনতে পাওয়া যায় না, অর্জন করতে হয়।

এর পরবর্তী অংশে তিনি স্বাস্থ্য ও সুখী থাকার উপায় বলেছেন কিন্তু তার wealth creation সম্পর্কে বলা অংশটিই এই বইয়ের মুখ্য আর্কষণ তাই শুধুমাত্র সেইটুকুই এখানে লিখলাম বাকি অংশের জন্য আসল বইটি অবশ্যই সংগ্ৰহ করে পড়ুন।

the-almanack-of-naval-ravikant

The $100 StartUp Bengali Summary

রিচ ড্যাড পুওর ড্যাড বাংলা সারমর্ম

থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাংলা সারসংক্ষেপ

The Richest Man In Babylon – ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!