সুকন্যা সমৃদ্ধি যোজনা – যোগ্যতা, সুদের হার, ট্যাক্সের সুবিধা

by

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) ভারত সরকারের দ্বারা চালু করা প্রশংসিত স্কিমগুলির মধ্যে অন্যতম যা ভারতে লিঙ্গবৈষম্য দূরীকরণে ও কন্যাসন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কার্যকরী একটি স্কিম।

এর আগে আমরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে জেনেছি। এই নিবন্ধে আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনা ডিটেলস এ আলোচনা করবো।

সূচিপত্র

সুকন্যা সমৃদ্ধি যোজনা – বিস্তারিত তথ্য

একনজরে সুকন্যা সমৃদ্ধি যোজনা

Sukanya Samriddhi Yojana – Key Information
সুদের হার (Interest Rate)বছরে ৮.২% [8.2% per Annum (compounded yearly).]
নূন্যতম বিনিয়োগের আমানত (Minimum Investment Amount)বছরে ২৫০ টাকা (Rs.250)
সর্বাধিক বিনিয়োগের আমানত (Maximum Investment Amount)বছরে ১.৫ লক্ষ টাকা (Rs 1.5 lakh per annum).
বিনিয়োগের সময়সীমা (Tenure)১৫ বৎসর (15 years)
ঝুঁকির পরিমাণ (Risk Profile)নিশ্চিত ঝুঁকিপূর্ণ রিটার্ন (Offers guaranteed, risk-free returns)
কর ছাড়ের সুবিধা (Tax Benefit)১.৫ লক্ষ টাকা অবধি ছাড় (Up to Rs.1.5 lakh under Section 80C)

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট কে খুলতে পারে ? (Eligibility criteria to open Sukanya Samriddhi Account?)

সুকন্যা সমৃদ্ধি যোজনা কোনো অভিভাবক তার কন্যাসন্তানের জন্য খুলতে পারে।

কন্যার জন্মের পর থেকে তার বয়স ১০ বৎসর হওয়ার আগে পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

একটি কন্যার জন্য কেবলমাত্র একটিই অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং সর্বাধিক দুটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায় দুটি কন্যাসন্তান থাকলে।

তবে কারোর যদি প্রথমে একটি কন্যাসন্তান থেকে থাকে এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যমজ কন্যাসন্তানের জন্ম হয় তবে সেক্ষেত্রে তিনটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায়।

সুকন্যা-সমৃদ্ধি-যোজনা-স্কিম

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট কোথায় খোলা যায়?

পোস্ট অফিস, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং এই স্কিম এ অংশগ্রহণকারী বেসরকারি ব্যাঙ্কগুলিতেও সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যায়।

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে? (Documents required to open an account in Sukanya Samriddhi Yojana)

সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিস বা ব্যাঙ্ক যেখানেই করুন আপনার যে নথিগুলি লাগবে সেগুলি হলো –

  • সুকন্যা সমৃদ্ধি যোজনা ফর্ম
  • কন্যাসন্তানের বার্থ সার্টিফিকেট
  • অভিভাবকের পাসপোর্ট সাইজের ফটো
  • অভিভাবকের পরিচয়পত্র ও রেসিডেন্সিয়াল প্রুফ ইত্যাদি
  • প্রারম্ভিক ডিপোজিট অ্যামাউন্ট (ন্যূনতম ২৫০ টাকা)

প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে কন্যাসন্তানের নাম থাকবে এবং জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার এর জায়গায় অভিভাবকের নাম থাকবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে কত টাকা জমা করা যায়?

সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে প্রতি অর্থবর্ষে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমা করা যায়।

৫০ টাকার গুণিতকে টাকা জমা করা যায় এবং আপনি বছরে যতবার ইচ্ছা টাকা জমা করতে পারেন।

যদি ন্যূনতম ২৫০ টাকাও জমা না করা হয় তবে অ্যাকাউন্টটি defaulted অ্যাকাউন্ট হয়ে যায় যেটা আপনি ২৫০+৫০ = ৩০০ টাকা দিয়ে revive করতে পারবেন।

তবে এই স্কিম এর নতুন নিয়ম অনুযায়ী defaulted অ্যাকাউন্ট এর ক্ষেত্রেও আপনি প্রদত্ত সুদের হারেই সুদ পেতে থাকবেন।

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এর ম্যাচুরিটি কখন হয়? বিনিয়োগের সময়সীমা কত? (Investment & Maturity Period of SSY)

সুকন্যা সমৃদ্ধি যোজনার ম্যাচুরিটির সময়সীমা হলো ২১ বছর এবং বিনিয়োগের সময়সীমা ১৫ বছর। যা অ্যাকাউন্ট খোলার সময় থেকে গণনা করা হবে।

ধরা যাক আপনার মেয়ের যখন ৫ বছর বয়স তখন আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে তার জন্য অ্যাকাউন্ট খুললেন।

এবার ওই অ্যাকাউন্ট এ ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বাধিক দেড় লক্ষ টাকা আপনি জমা করে যেতে পারবেন আগামী ১৫ বছর অর্থাৎ আপনার মেয়ের বয়স ২০ বছর হওয়া অবধি।

এরপরে ওই অ্যাকাউন্ট ম্যাচিওর করবে ২১ বছর পর অর্থাৎ যখন আপনার মেয়ের বয়স হবে ২৬ বছর।

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুদের হার কত? (Interest rate of Sukanya Samridhhi Yojana)

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুদের হার পাওয়া যায় ৮%। এই সুদের হার ভারত সরকারের Ministry of Finance দ্বারা quarterly basis এ নির্ধারণ করা হয়।

পিপিএফ এর মতোই প্রতি মাসের ৫ তারিখ ও মাসের শেষ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট থাকা ন্যূনতম অ্যামাউন্টের ওপরে সুদ পাওয়া যায়। অর্থবর্ষের শেষে সুদ থেকে প্রাপ্ত অর্থ যোগ হয়।

সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে কখন কিভাবে টাকা তোলা যায়? (Withdrawal rules & premature closure of SSY)

অ্যাকাউন্ট খোলার পর থেকে ২১ বছর পূর্ণ হয়ে গেলে স্বাভাবিকভাবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাবে এবং টাকা তুলে নেওয়া যাবে কিন্তু কেউ যদি তার আগেই টাকা তুলতে চায় সেক্ষেত্রে দুটি জিনিস হতে পারে – Withdrawal অথবা Premature closure.

প্রথমে আসা যাক withdrawal এর কথায় – এই পদ্ধতিতে টাকা তোলার জন্য মেয়ের বয়স অবশ্যই ১৮ হয়ে গিয়ে থাকতে হবে এবং ১৮ বছরের পর তখনই টাকা তোলা যাবে যদি নিম্নলিখিত এই দুটি কারণের একটিও হয় তবেই –

১. মেয়ের উচ্চশিক্ষার জন্য

২. মেয়ের বিয়ের জন্য

উচ্চশিক্ষার জন্য টাকা তুলতে হলে আপনি যে অথবর্ষে টাকা তুলছেন তার আগের অর্থবর্ষে থাকা ব্যালান্সের ৫০% টাকাই তোলা যাবে।

বিয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লোজ করে সম্পূর্ণ টাকাই তোলা যাবে, তবে এটিও করতে হবে বিয়ের তারিখের ১ মাস আগে অথবা পরের ৩ মাসের মধ্যে।

এরপর আসা যাক premature closure এর কথায়, যে যে কারণে এটি করা হতে পারে সেগুলি হলো –

১. অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ কন্যার মৃত্যু হলে।

২. কন্যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে।

৩. কন্যার সিটিজেনশিপ বদলে গেলে অর্থাৎ সে যদি NRI হয়ে যায়।

৪. অ্যাকাউন্ট অপারেট করেন যিনি সেই অভিভাবকের মৃত্যু হলে। (নতুন নিয়মে কন্যা ১৮ বছরের হলে তবেই নিজে অ্যাকাউন্ট অপারেট করতে পারবে।)

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে করছাড়ের সুবিধা কি? (Tax Benefits of Sukanya Samriddhi Yojana)

সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধুমাত্র আপনার কন্যার ভবিষ্যতকেই নিরাপত্তা দেয়না, আপনাকে ট্যাক্স বাঁচাতেও সাহায্য করে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম এর মতোই এটিও EEE অর্থাৎ exempt-exempt-exempt ক্যাটেগরিতে পরে।

এর অর্থ হলো আপনি কোনো অর্থবর্ষে যত টাকা জমা করবেন তা করমুক্ত, আপনি যত টাকা সুদ হিসেবে পাবেন তাও করমুক্ত এবং ম্যাচুরিটির পরে যে টাকাটা পাবেন তাতেও কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না।

SOF গার্ল চাইল্ড স্কলারশিপ

সীতারাম জিন্দাল স্কলারশিপ

পশ্চিমবঙ্গ সরকারের চারটি স্কলারশিপ

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!