স্কুল ও কলেজের বহু পড়ুয়ার স্নাতকোত্তর লেখাপড়ার (হায়ার স্টাডিস করার) ইচ্ছে থাকলেও পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা বেশিরভাগ নিম্নমধ্যবিত্ত বাড়ির পক্ষে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ায় ।
কিন্তু সবার জন্যই কিছু না কিছু বিকল্প ব্যবস্থা সমাজে বর্তমান। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ তাই প্রদান করা হয় যাতে ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনার খরচ নিজে বহন করতে পারে।
এই পোস্টে আলোচিত হলো গুগল পিএইচডি ফেলোশিপ ইন্ডিয়া প্রোগ্রাম নামক স্কলারশিপ টি যার অর্থমূল্য সর্বাধিক ৫০,০০০ মার্কিন ডলার ও লেডি মেহেরবাই ডি টাটা এডুকেশনাল স্কলারশিপ যার অর্থমূল্য ৩-৬ লক্ষ টাকা।
১. গুগল পিএইচডি ফেলোশিপ ইন্ডিয়া প্রোগ্রাম –
গুগল এই স্কলারশিপ প্রোগ্রামটি সেই সব পড়ুয়াদের জন্য চালু করেছে যারা ভবিষ্যতে কম্পিউটার প্রযুক্তির ক্রমাগত উন্নতিতে নিজের অবদান রাখতে চায় এবং এই কর্মযজ্ঞে সামিল হতে চায় ।
বিশেষ দ্রষ্টব্য :-
(কেউ যদি গুগলে কর্মরত হয় বা তার আত্মীয় যদি কর্মরত হয় তাহলে কিন্তু সে এই ফেলোশিপ পাবেনা এবং পড়ুয়া যদি অন্য কোনো কর্পোরেট স্কলারশিপ পেয়ে থাকে তাহলেও সে এই স্কলারশিপ পাবেনা ) )
এই বেসরকারি স্কলারশিপ এর আর্থিক মূল্য কত ?
সর্বাধিক ৫০,০০০ মার্কিন ডলার ( ৪ বছরে প্রাপ্ত মোট মূল্য) ।
২০২৪ এ এই প্রোগ্রামের আবেদনের শেষ দিন কবে?
৮ মে -২০২৪।
৩১ শে জুলাই ২০২৪ এ রেজাল্ট বের হবে।
কারা আবেদন করতে পারবে ?
ভারতের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পড়ুয়া হিসেবে নিজের নাম নথিভুক্ত থাকতে হবে।
ভারতের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ( গ্র্যাজুয়েট ) হতে হবে।
ভারতীয় যেকোনো রেজিস্টার্ড কোম্পানি তে রেজিস্টার্ড কর্মী (এমপ্লয়ী) হতে হবে।
যদিও বেশিরভাগ জায়গায় লেখা হচ্ছে যে যেকোনো স্ট্রিমেই পড়াশোনা করলে এই স্কলারশিপ পাওয়া যাবে , তা কিন্তু একদম ই সত্যি নয়।
শুধুমাত্র নিচের উল্লিখিত স্ট্রিমে পিএইচডি করলে তবেই এই স্কলারশিপ পাওয়া যাবে।যথা –
Algorithms, Optimizations and Markets
Computational Neuroscience
Human-Computer Interaction
Machine Learning
Machine Perception, Speech Technology and Computer Vision
Mobile Computing
Natural Language Processing (including Information Retrieval and Extraction
Privacy and Security
Programming Languages and Software Engineering
Quantum Computing
Structured Data and Database Management
Systems and Networking
কি কি ডকুমেন্টস লাগবে ?
আবেদনকারীর CV।
স্নাতক স্তরের প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ অবধি সব কটি মার্কশিট।
Research statement of purpose (maximum of two pages)।
Three letters of recommendation from those familiar with the applicant’s work (at least one coming from the thesis advisor in case of current Ph.D. students)
কি করে আবেদন করবো?
https://research.google/outreach/phd-fellowship/
এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করেই আবেদন করা যাবে।
লেডি মেহেরবাই ডি টাটা এডুকেশনাল স্কলারশিপ –
টাটা ট্রাস্টের পক্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা ( মাস্টার্স ) করতে চাইলে ৩ থেকে ৬ লক্ষ টাকার এডুকেশনাল স্কলারশিপ দেওয়া হবে।এই বেসরকারি স্কলারশিপটি শুধুমাত্র মেয়েদেরই প্রদান করা হবে।
আবেদনকারীর যোগ্যতা কি থাকতে হবে?
ভারতীয় নাগরিক হতে হবে।
যেকোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটা বর্ষের প্রাপ্ত নম্বর ই এখানে যোগ্যতার মানদন্ড হিসেবে বিবেচিত হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে আমেরিকা, ইংল্যান্ড বা ইউরোপের যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনার জন্য আবেদন করে থাকতে হবে বা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে প্রায় নিশ্চিত হতে হবে।
যে বিষয়ে স্নাতকোত্তর করতে ইচ্ছুক সেই বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা ( ফিল্ড ওয়ার্ক) থাকতে হবে।
যেকোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করলেই কি আবেদন করতে পারা যাবে?
না। যেকোনো বিষয় নিয়ে পড়াশোনা করলেই আবেদন করা যাবে না।
যেসব বিষয় নিয়ে পড়াশোনা করলে তবেই এই স্কলারশিপ পাওয়া যাবে, সেগুলি হল –
সাইকোলজি,
সোশিওলজি ,
আইন (Specialising only in issues related to women and children),
এডুকেশন (টিচার্স ট্রেনিং প্রোগ্রাম ),
জেন্ডার স্টাডিস (ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন- (including domestic violence and by others), issues concerning Indian women as singles, single mothers and married women )
চাইল্ড হেলথ – ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন
হেলথ পলিসি অ্যান্ড হেলথ এডুকেশন- মেন্টাল হেলথ
পাবলিক হেলথ -রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস ,কমিউনিটি হেলথ সার্ভিস এপিডেমোলোজি
Needs of adolescents
কম্যুনিকেশন ফর ডেভেলপমেন্ট -ফোকাস ও ইস্যু রিলেটেড টু ওমেন অ্যান্ড চিলড্রেন
রিসার্চ অ্যান্ড স্টাডি অন সোশ্যাল নর্মস ইন কমিউনিটি
Community Development, Rural Development, Public Policy, Public Administration, Social Policy, Social Development, Sustainable Development – With a focus on women and children’s issues
সোশ্যাল ওয়ার্ক (Social work in areas not covered above, such as Women in Prison)
আবেদন প্রক্রিয়া –
igpedulmdtet@tatatrusts.org এই মেইল আইডি তে মেইল করে প্রথমে আবেদন ফর্ম দেবার জন্য অ্যাপ্লিকেশন লিংক অ্যাক্টিভেট করে দেবার জন্য আবেদন করতে হবে।
অ্যাপ্লিকেশন মেইল করার সময় যে তথ্য ও ডকুমেন্ট গুলির সফ্ট কপি সেন্ড করতে হবে তা হল-
১) কোন কোর্সের জন্য আবেদন করছো এবং সেই কোর্সের মেয়াদ কত দিনের তা জানাতে হবে।
২) পড়ুয়া পড়াশোনার জন্য যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তার নাম , এবং সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির কনফার্ম অ্যাডমিশন লেটার।
৩) কোর্স ফি
৪) সোর্স অফ ফান্ডিং
৫) আবেদনকারীর বায়োডাটা
অসম্পূর্ণ আবেদন ট্রাস্ট কর্তৃপক্ষ গ্রহণ করবেনা।
আবেদনকারীদের মধ্যে কে স্কলারশিপ পাবে তা নির্বাচন প্রক্রিয়া কি?
ইন্টারভিউ।
আবেদনকারীদের মধ্যে যারা নির্বাচিত হবে তাদের অনলাইন বা পার্সোনাল ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। নির্বাচন পদ্ধতি একান্তই ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হবে।
আবেদন ফর্মের লিংক এর জন্য আবেদনের তারিখ – ২২শে মার্চ থেকে ২৫শে এপ্রিল ২০২৪
মেইল আইডি এর মাধ্যমে ডকুমেন্টস জমা দেবার শেষ তারিখ- ২রা মে, ২০২৪।
আবেদনের ভিত্তিতে নির্বাচিতরা জুনের শেষে মেইল মারফত ইন্টারভিউ এর জন্য ডাক পাবে।
অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ দেওয়া হলো – ডাউনলোড করুন
পশ্চিমবঙ্গ সরকারের চারটি স্কলারশিপ
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের বিশদ খুঁটিনাটি