বিভিন্ন চাকরির পরীক্ষার বিষয় অনুযায়ী সিলেবাস আলাদা আলাদা হলেও যে বিষয়গুলি সব পরীক্ষাতেই কমন তা হল –
১. অঙ্ক ২. ইংলিশ ৩. রিসনিং ৪. জেনারেল নলেজ ( এই জেনারেল নলেজের মধ্যে আবার অনেক বিষয় পরে যেমন :- ইতিহাস , ভূগোল, পলিটি (রাষ্ট্রবিজ্ঞান), ভৌত ও জীবন বিজ্ঞান , পরিবেশ বিজ্ঞান , অর্থনীতি ) ৫. কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য ইন্টারনেটে সত্যি অনেক মেটেরিয়াল আছে , অনেক ওয়েবসাইট আছে এছাড়াও নানা ম্যাগাজিন ও পাওয়া যায়।
কিন্তু বাদবাকি সাবজেক্টগুলিকে ভালো করে পড়তে গেলে বই পড়তেই হবে। কারণ তাহলে সরকারি চাকরির জন্য পড়াশোনা যদি সত্যিই করতে হয় তাহলে, আমাদেরকে প্রতিটা বিষয় একদম বেসিক থেকে বুঝে বুঝে পড়তে হবে , তা মনে রাখতে হবে, আর বারবার পড়তে হবে ।
কেউ যত বড় ডিগ্রী হোল্ডারই হোক না কেন উপরের প্রতিটা সাবজেক্ট তো সে পড়েনি একসাথে। আর এখানেই বই এর কার্যকারিতা।
নির্ভুল বই পড়তে হবে , বারবার পড়তে হবে , ও মনে রাখতে হবে। বই পড়ে সম্যক ধারণা হয়ে গেলে তখন অনলাইন স্টাডি মেটেরিয়াল দেখে বোঝা যাবে তার মান কেমন।
এবার দেখে নেওয়া যাক সবচেয়ে প্রয়োজনীয় কিছু বই – (প্রতিটা বিষয়ের উপর আলাদা আলাদা বই এর তালিকা দেওয়া হল)
কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো অঙ্ক বই
১. কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার – সুবীর দাস (বাংলা)
২. চ্যালেঞ্জিং কম্পিটিটিভ ম্যাথম্যাটিক্স – দীপিকা চন্দ্র (বাংলা)
৩. নবীন অঙ্ক গণিত – RS আগরওয়াল – এস চন্দ (বাংলা)
৪. M TYRA কুইকার ম্যাথ (ইংরেজি )
ভালো বই শর্টকাট শেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য।বিশেষ করে পাটিগণিতের জন্য।
৫.RS আগরওয়াল সাবজেক্টিভ- এস চন্দ- (ইংলিশ)
৬.অবজেক্টিভ – SSC রেল স্পেশাল – ( ইংরেজি )
৭. আরিহান্ত ফাস্ট্রাক অবজেকটিভ ম্যাথম্যাটিক্স – (ইংরেজি)