আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায় ? আর্টসের পর পেশাদারী কোর্স

by

উচ্চমাধ্যমিকের পর যাদের খুব তাড়াতাড়ি কাজের দরকার বা যারা সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে চাও, সেক্ষেত্রে যে কোর্সগুলি করতে পারবে তা তোমার পছন্দ অনুযায়ী বেছে নেওয়া জরুরি এবং যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তারা যদি বুঝে উঠতেই না পারো যে আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায় ? আদৌ কি কিছু হওয়া যায় ? তাদের উদ্দেশ্যেই এই নিবন্ধটি।

(যদিও এখানে এমন কোর্সের উল্লেখই করা হয়েছে যেগুলি সায়েন্স হোক বা আর্টস বা কমার্স যেকোনো শাখার পড়ুয়ারা যদি উচ্চমাধ্যমিকের পরই কোনো পেশাভিত্তিক কোর্স করতে চায়, যাদের পক্ষে রেগুলার গ্র্যাজুয়েশন করা সম্ভব নয় (সম্ভব না হবার অনেক কারণ থাকতে পারে , কিন্তু খুব তাড়াতাড়ি কাজের দরকার, তাদের জন্য।) 

যদি এরকম কেউ ভেবে থাকো যে একমাত্র যারা সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাস্ করবে তারাই একমাত্র পেশাদারি পড়াশোনা করতে পারবে আর যারা আর্টস নিয়ে পড়বে তাদের কাছে একমাত্র অপশন হলো শিক্ষকতা বা অধ্যাপনা, তাহলে তা একদমই ভুল ধারণা।

“আর্টস পড়ে কি হওয়া যায় বা আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় ? এসব চিন্তা ছেড়ে যদি সম্ভব হয় একটু অতিরিক্ত পরিশ্রম করে পেশাদারি কোর্স করতেই পারো তোমার রেগুলার পড়াশোনার সাথে সাথেই (যদি সম্ভব হয়)।

প্রশ্ন উঠতেই পারে যে সত্যি কি উচ্চমাধ্যমিকে আর্টস পড়ে এমন কোনো কোর্স করা যায়, যা ছাত্রছাত্রীদের যুগের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেবে? আর্টস থেকে ডিপ্লোমা কোর্স কি সত্যি কার্যকরী ? আর্টস থেকে কি হওয়া যায় কোনো পেশাদার কর্মী খুব শীঘ্র ? 

এই সব প্রশ্নের উত্তর হলো “হ্যাঁ”।

আর্টস এর সাবজেক্ট কি কি থাকলে এই পেশাদারি কোর্স গুলি করা যায় ?

আর্টস / সায়েন্স/ কমার্স এ যেকোনো সাবজেক্ট নিয়ে উচ্চমাধ্যমিক পাস্ করলেই কোর্সগুলি করা যাবে।

আর্টস বিভাগ থেকে কি হওয়া যায় বর্তমান যুগোপযোগী দক্ষ কর্মী ?

হ্যাঁ , অবশ্যই হওয়া যায় , শুধু শেখার ইচ্ছে থাকতে হবে আর অধ্যবসায় থাকতে হবে। 

উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায় ?

এবার দেখে নেওয়া যাক কি কি কোর্স করা যেতে পারে —

ক ) এন্টারপ্রাইস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (EDI) ও নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে বেশ কয়েকটি বর্তমান যুগে কাজের জন্য অপরিহার্য পেশাদারী সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হয় – (অগাস্ট এ)

যেহেতু এগুলি সম্পূর্ণ রূপে পেশাদারি কোর্স অর্থাৎ এই কোর্সগুলি করে সরাসরি বর্তমান কাজের বাজারে প্রবেশ সম্ভব তাই সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক ও শিক্ষকরা ছাড়াও বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মী, বেসরকারি কর্মী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও এখানে ছাত্রছাত্রীদের আসল কর্মজগৎ সম্পর্কে ওয়াকিবহাল করতে ক্লাস নেয়। 

অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই ক্লাস নেওয়া হয়। 

কোর্সগুলি হল- 

আর্টস-নিয়ে-পড়লে-কি-হওয়া-যায়-পেশাদারি-কোর্স

১) ডিজিটাল মার্কেটিং – 

কোর্সে কি কি পড়ানো হবে?

ওয়েবসাইট ডিজাইনিং (ওয়ার্ড প্রেস CMS ব্যবহার করে), ই মেল্- মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন অ্যান্ড প্রোমোশন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইসেশন (SEO), কম্পিউটার অ্যান্ড ওয়েবসাইট অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট রিসার্চ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইসিং, মোবাইল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাডভার্টাইসিং উইথ রিং, জিও মার্কেটিং।

কোর্সের খরচ – ১৫,২০০ টাকা।  

২)এন্টারপ্রেনিয়ার/আন্ত্রেপ্রিনিয়ারশিপ ম্যানেজমেন্ট এন্ড স্মল বিসনেস ম্যানেজমেন্ট- (ডিপ্লোমা কোর্স )

কোর্সের মেয়াদ – ১ বছর। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয় নিয়ে (সাইন্স/আর্টস/কমার্স ) উচ্চমাধ্যমিক পাস্।

কোর্সে কি কি পড়ানো হবে?

আন্ত্রেপ্রিনিয়ারশিপ, বিসনেস অপর্চুনিটিস , জেনারেল ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট , ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট , মার্কেটিং ম্যানেজমেন্ট , প্রজেক্ট রিপোর্ট বানানো। 

কোর্সের খরচ – ১২,২০০ টাকা।

৩) ই-অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন – (সার্টিফিকেট কোর্স)

কোর্সের মেয়াদ – ৬ মাসের সার্টিফিকেট কোর্স।

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিষয় (সাইন্স/আর্টস/কমার্স ) নিয়ে উচ্চমাধ্যমিক পাস্।

কোর্সে কি কি পড়ানো হয় ?

GST, TDS, প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, tally সফটওয়্যার ব্যবহার করে ই-অ্যাকাউন্টিং। কোর্সের খরচ – ৬২০০ টাকা। 

৪) এক্সপোর্ট-ইম্পোর্ট – (অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স )

কোর্সের মেয়াদ -১ বছরের।

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিষয় নিয়ে (সাইন্স/আর্টস/কমার্স ) উচ্চমাধ্যমিক পাস্।

কোর্সে কি কি পড়ানো হয় ?

ব্যবসা সম্পর্কিত আইন, টাকা লেনদেন পদ্ধতি, দেশের ও বিদেশের বাজারের ধারণা।

কোর্সের খরচ – ১৫,২০০ টাকা। 

এছাড়াও আরো বেশ কিছু কোর্স করানো হয় যেমন –

১. ট্রেনিং ও CCTv ইনস্টলেশন (যোগ্যতা – মাধ্যমিক পাস্ , ফী – ৩৫০০ টাকা, কোর্স মেয়াদ – ৪ সপ্তাহ)

২. ট্রেনিং ও হার্ডওয়্যার অ্যান্ড  নেটওয়ার্কিং (যোগ্যতা – মাধ্যমিক পাস্ + বেসিক কম্পিউটার জ্ঞান  , ফী-৮২৬০ টাকা, কোর্স মেয়াদ -২ মাস)

৩. ট্রেনিং ও অ্যাডভান্স স্পাইস বিজনেস (মসলার ব্যবসা) – (যোগ্যতা-মাধ্যমিক পাস্ , ফী-৪৭২০ টাকা, কোর্স মেয়াদ – ২মাস)

৪. ট্রেনিং ইন সোলার প্রজেক্ট বিজনেস – (যোগ্যতা-মাধ্যমিক পাস্, ফী-৮২৬০ টাকা, কোর্স মেয়াদ – ২ মাস)   

উপরের কোর্স গুলি করতে ইচ্ছুক হলে অনলাইন বা অফলাইনেও যোগাযোগ করতে পারেন। এখনো পর্যন্ত কোনো পরীক্ষা দিতে হয়না ভর্তি হবার জন্য , আগে এলে আগে সুযোগ এই পদ্ধতিতে ভর্তি ২০২১ অবধি হয়েছে। 

অনলাইনে আবেদন করতে চাইলে বা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে যান –

ওয়েবসাইটটি হল – https://www.edikolkata.org/

প্রণবানন্দ ইনস্টিটিউট এর পেশাদারি ডিপ্লোমা কোর্স – ২ বছরের কোর্স 

(মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কর্তৃক দ্বারা স্বীকৃত)

কি কি কোর্স করানো হয় ?

১) ডিপ্লোমা ইন ভিশন টেকনোলজি (DVT)

২) ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনোলজি

৩) ডিপ্লোমা ইন হেলথ কেয়ার টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট 

৪) ডিপ্লোমা ইন অ্যানিম্যাল ফার্ম টেকনোলজি  টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট 

কোথায় পড়ানো হয়?

কলকাতা, বারাকপুর, বাঁকুড়া ও নদিয়ার বিভিন্ন  কেন্দ্রে।

অফিসিয়াল ওয়েবসাইট – http://pimtonline.com/makaut/

কল্যাণী বিশ্ববিদ্যালয় এর জার্নালিজম ও মাস কমিউনিকেশনের বি ভোক (ব্যাচেলর অফ ভোকেশনাল ) কোর্স – সেপ্টেম্বর 

কোর্সের মেয়াদ – ৩ বছর

শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক যেকোনো শাখাতে

কি করে ভর্তি হওয়া যাবে ?

মেধার ভিত্তিতে ভর্তি হতে হয়। অনলাইন ও অফলাইনে ইন্টারভিউ এর মাধ্যমে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশনের সার্টিফিকেট কোর্স –

যেহেতু উচ্চমাধ্যমিক দিয়েছ মানে ১৮ বছর বয়স হয়ে যাচ্ছে তাই বেশিরভাগ কোম্পানি তোমাকে অ্যাডাল্ট হিসেবে দেখবে, এবং কাজের বাজারে কাজ করতে কোনো অসুবিধে হবে না।

আর ট্রান্সলেশন খুবই ইন্টারেষ্টিং একটি পেশা যেখানে কাজের সুযোগও প্রচুর ও যথেষ্ট ভালো টাকা উপার্জন করা সম্ভব (আন্তর্জাতিক দুনিয়াতে বিভিন্ন ফ্রীল্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রান্সলেশনের কাজে ফ্রীল্যান্সিং করে ডলার উপার্জন করা খুব শক্ত মোটেই নয়) , তাই ট্রান্সলেশন শিখতে চাইলে উপরের এই কোর্সটি করতে পারো। ( জানুয়ারী মাস নাগাদ এই ফর্ম বেরোয় )

শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাস্ যেকোনো শাখায়।

ইংরেজি ও বাংলা / হিন্দি / নেপালি জানতে হবে।  

কোর্সের মূল্য – ৬৫০০ টাকা

কোর্সের মেয়াদ – ৬ মাস 

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে ও তারপর পূরণ করে আবেদনপত্রটি মেইল করে পাঠাতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট – http://www.jaduniv.edu.in/view_department.php?deptid=143

আবেদন পত্রের সাথে পাঠাতে হবে – ১.শেষ যে ডিগ্রী টি তুমি পেয়েছ তার স্ক্যান কপি ২. রেলেভেন্স অফ ট্রান্সলেশন নিয়ে ১০০০-১৫০০ শব্দের রচনা লিখে পাঠাতে হবে ( ইংরেজি /বাংলা/হিন্দি/নেপালি যেকোনো একটি ভাষায়) ৩. বয়সের প্রমাণপত্র ৪. পরিবারের আয়ের বার্ষিক প্রমাণপত্র ৫. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

যোগ ব্যায়ামের সার্টিফিকেট কোর্স- (২০২২ এ জানুয়ারী মাসে ফর্ম বেরিয়েছিল)

কোথায় করবেন ?

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেলুড় ক্যাম্পাস ও কলকাতার স্বামীজীর বাসভবনে)

শিক্ষাগত যোগ্যতা –  ৫০ % নম্বর সহ যেকোনো শাখাতে উচ্চমাধ্যমিক পাস্।

কোর্সের মেয়াদ – ৬ মাস 

কোর্সের মূল্য – ১২০০০ টাকা

অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে – http://rkmvu.ac.in/

১. অটোমোবাইল এর টেকনিশিয়ান ট্রেনিং/প্রশিক্ষণ-দু চাকা মোটরসাইকেলের জন্য (অম্বুজা সিমেন্টের দ্বারা ) – (২০২২ জানুয়ারী মাস নাগাদ ফর্ম বের হয় )

কি কি শেখানো হয়?

ভেহিকল অ্যাসেম্বলিং , মেকানিক্যাল ব্রেক, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, FI ও রিমোট সিস্টেম , ইঞ্জিন রিপেয়ারিং , ডিজিটাল কানেকশন ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী পাস্  (ছেলে মেয়ে উভয়েই করতে পারে )

বয়স- ১৮-৩৫ বছর বয়সী 

সিট্- ২৫ টি 

কোর্সের মেয়াদ – ৬ মাস 

“আগে এলে আগে নেওয়া হবে” এই পদ্ধতিতে ভর্তি হবে।

অতিরিক্ত জানতে অফিসিয়াল ওয়েবসাইট – https://www.ambujacementfoundation.org/programs/our-programs

২. চাকরি ও ব্যাবসার উপযোগী অম্বুজা ফাউন্ডেশনের ট্রেনিং (সার্টিফিকেট কোর্স) (সেপ্টেম্বর )

বয়স –  ২০-৩০ বছর বয়সী 

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস্  

কোর্সের শেষে প্লেসমেন্ট দেওয়া হবে।

কোর্সের মেয়াদ – ৩ মাস 

কোর্সে কি পড়ানো হবে?

স্মার্টফোনে রিপেয়ারিং, অ্যাসিস্ট্যান্ট অ্যাডভান্স বিউটিশিয়ান, সুইং মেশিন অপারেটর , অটোমোবাইল টেকনিসিয়ান, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ।

কোর্স ফী- ১০০০ টাকা ( আগে এলে আগে সুযোগ পদ্ধতিতে ভর্তি)

যোগাযোগ করুন- অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন (অম্বুজা সিমেন্ট কারখানার ভিতর, সাঁকরাইল, ধুলাগড়, হাওড়া- ফোন নং- ৭৯৮০৭-২০৮৬৮/৯৭৪৮৪-০৭৯০০

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশি ও বিদেশি ভাষার কোর্স (সার্টিফিকেট, ডিপ্লোমা, ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স ) – ডিসেম্বর মাসে নোটিশ বের হয় , ক্লাস শুরু হয় ফেব্রুয়ারী নাগাদ। 

কি কি ভাষা পড়ানো হয়?

বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত , জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, কোরিয়ান, জাপানিজ, চাইনিস , ফাংশনাল ও কমিউনিকেটিভ ইংলিশ।

কোর্সের মেয়াদ – ইংরেজি কোর্সের মেয়াদ- ৬ মাস , বাকিগুলির ১ বছর। 

শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাস্ যে কোনো শাখায়। 

সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে – ৩৬৪০ টাকা, ডিপ্লোমার ক্ষেত্রে – ৫৪১০ টাকা, ফাংশনাল ও কমিউনিকেটিভ ইংলিশ- ২২৬০ টাকা (সব ই ২০২২ সালের কোর্স মূল্য অনুযায়ী)

আবেদন করতে হবে অনলাইনে। 

আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যান – http://www.jaduniv.edu.in/

নেতাজি ওপেন ইউনিভার্সিটির অধীনে ভোকেশনাল কোর্স – (ডিসেম্বর মাসে নোটিস  বের হয়)

কি কি কোর্স ?

প্রি প্রাইমারি টিচার’স এডুকেশন , টেলারিং ওর ড্রেস ডিসাইনইং, সাইকোলজিক্যাল কাউন্সেলিং ও আরো বেশ কিছু বিষয়ে ডিপ্লোমা , অ্যাডভান্স  ডিপ্লোমা, সার্টিফিকেট  কোর্স ভর্তি হওয়া যায় স্কুল অফ ভোকেশনাল স্টাডিসে।

প্রি প্রাইমারি টিচার’স ট্রেনিং-

শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাস্ যে কোনো শাখায়। কোর্সের মেয়াদ – ১ বছর। কোর্স মূল্য – ৮০০০ টাকা। 

ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ও সিকিউরিটি ম্যানেজমেন্ট-

 শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস্ যে কোনো শাখায়। কোর্সের মেয়াদ – ১ বছর। কোর্স মূল্য – ৭০০০ টাকা।

ভোকেশনাল কোর্স ও টেলারিং এন্ড ড্রেস ডিসাইনিং –

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস্ । কোর্সের মেয়াদ – ১ বছর। কোর্স মূল্য – ৯০০০ টাকা।

কি করে আবেদন করতে হয় ?

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ডাউনলোড করে নেবে,  সেই ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে যে স্টাডি সেন্টারে ( এটা তো ওপেন/মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স তাই এই বিশ্ববিদ্যালয় কর্তৃক যে যে কলেজ/ইনস্টিটিউট এ এই কোর্স গুলি করানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ সেটাকেই স্টাডি সেন্টারে বলে )  তুমি পড়তে চাও সেই স্টাডি সেন্টার এর দেওয়া মেল্ আইডি থেকেই।

কোর্স ফী ছাড়াও ৫০০ টাকা দিতে হবে (রেজিস্ট্রেশন এর জন্য)। 

অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের কিছু বৃত্তিমূলক আবাসিক কোর্স – ( নভেম্বর মাসে ভর্তির আবেদনের জন্য নোটিশ বের হয় )

কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ ও সিউইং মেশিন অপারেটর  কোর্স – (কেবল মাত্র হাওড়া জেলার SC,ST, PBPL  ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে)

হোস্টেলে থেকে পড়াশুনো করতে হবে , হোস্টেলে থাকা ও খাওয়ার খরচ ফাউন্ডেশন দেবে ,পড়ুয়ার কোনো খরচ নেই।

শিক্ষাগত যোগ্যতা –  মাধ্যমিক বয়স- ১৮-৩৫ বছর।  কোর্সের মেয়াদ – ৩ মাস। 

“আগে এলে আগে সুযোগ পাবে” এই ভিত্তিতে ভর্তি করানো হয়। 

কাজের শেষে সার্টিফিকেট দেওয়া হবে, ও বিভিন্ন জায়গায় কাজের সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণের জন্য ফোন করুন-অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন (অম্বুজা সিমেন্ট কারখানার ভিতর , সাঁকরাইল  , ধুলাগড় , হাওড়া- ফোন নং – ৭৯৮০৭-২০৮৬৮/৯৭৪৮৪-০৭৯০০

রামকৃষ্ণ মিশন (বেলুড় মঠের জনশিক্ষা মন্দির) থেকে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিকাল সরঞ্জাম মেরামতি,  মোবাইল ফোন রিপেয়ারিং ও ওয়েল্ডিং এর প্রশিক্ষণ দেওয়ার কোর্স –

ইলেকট্রনিক্স ও ইলেকট্রিকাল সরঞ্জাম মেরামতি কোর্স –

কোর্সের মেয়াদ – ১ বছর। সপ্তাহে ৩ দিন ক্লাস , কোর্স মূল্য – ৫০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক 

মোবাইল ফোন রিপেয়ারিং ও ওয়েল্ডিং কোর্স- কোর্সের মেয়াদ- ৬ মাস ।

শিক্ষাগত যোগ্যতা –  ক্লাস ৮ পাস্ 

সপ্তাহে ৩ দিন ক্লাস , কোর্স মূল্য – ৪০০০ টাকা।

আগে এলে আগে সুযোগের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। ইচ্ছুক হলে ফোন করুন- ০৩৩-২৬৫৪-১১৪৫/৭৪৭৮৪৮৭৬৬৩

পশ্চিমবঙ্গ তফসিলি জাতি আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন নিগমের বিউটিসিয়ান কোর্স-(অবশ্যই SC,ST OBC হতে হবে )

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক

বয়স – ১৮-৩৫ প্রশিক্ষণ কেন্দ্র – বারুইপুর, জয়নগর, ঝাড়গ্রাম, খড়্গপুর, রাজারহাট, শিলিগুড়ি, মালবাজার , কোচবিহার সদর,  আলিপুর সদর , বোলপুর।

কোর্সের পর সার্টিফিকেট দেওয়া হবে ও কাজ করার জন্য প্রত্যেকে একটি বিউটি কিট পাবে।আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইট এর মাধ্যমে –

ওয়েবসাইটটি হলো- https://www.wbbcdev.gov.in/

হাওড়া জেলায় কি কি বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটে যান –

http://ddugky.gov.in/list-training-centers?field_training_center_state_value=&field_training_center_district_value=Howrah&field_pia_value=&field_sector_name_tid=All&field_trade_tid=All&apply_btn=Apply

অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স – (৩ মাসের সার্টিফিকেট কোর্স )

এখন ভর্তি চলছে ( মে ২০২২ ), ইচ্ছুক হলে এখনই যোগাযোগ করতে পারেন।

(সমস্ত ক্যাটেগরির মানুষ আবেদন যোগ্য/শুধু সংরক্ষিতদের জন্য নয় বা আবাসিক ও নয়। )

(এই নিবন্ধেই উপরে উল্লিখিত অম্বুজার অন্য কোর্সটি আবাসিক এবং শুধু সংরক্ষিতদের জন্য আবেদনযোগ্য ছিল)

এই পেশাদারি কোর্স গুলি অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন নাবার্ডের সহযোগিতায় করায়। প্রতি টি কোর্স ই NSDC কর্তৃক অনুমোদিত।

কি কি কোর্স করানো হয় ?

১) স্মার্ট ফোন রিপেয়ারিং টেকনিশিয়ান- কোর্স ফী – ১৫০০ টাকা

২) কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ কল সেন্টার-কোর্স ফী – ১৫০০ টাকা

৩) সিউইং মেশিন অপারেটর-কোর্স ফী – ১৫০০ টাকা

৪) অ্যাসিস্ট্যান্ট বিউটিশিয়ান-কোর্স ফী – ২০০০ টাকা

প্রতি কোর্সের মূল বিষয়ের ট্রেনিং এর সাথে বেসিক কম্পিউটার ও সফ্ট স্কিলও শেখানো হবে ও কোর্সের শেষে বিভিন্ন কোম্পানি তে কাজের সুযোগ ও দেওয়া হবে।

কোর্সের মেয়াদ – ৩ মাস

কারা আবেদন যোগ্য– মাধ্যমিক পাস্ কেউ আবেদন করতে পারে। বয়স -১৮-৩০ এর মধ্যে হতে হবে।

কোর্স করতে ইচ্ছুক হলে প্রশিক্ষণের জন্য ফোন করুন

অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন (অম্বুজা সিমেন্ট কারখানার ভিতর , সাঁকরাইল  , ধুলাগড় , হাওড়া- ফোন নং – ৭৯৮০৭-২০৮৬৮/৯৭৪৮৪-০৭৯০০

বিশেষ দ্রষ্টব্য : – যদিও এখানে বেশ কিছু কোর্স করানোর জন্য যে সময় নোটিস বের হয় বলে উল্লেখ করা হয়েছে , শুধুমাত্র যে সেই সময় ই কর্তৃপক্ষ নোটিশ বের করে এমন নয়, বেশ কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বছরে ২ বার ও নোটিশ বের হয় ছাত্রছাত্রী ভর্তির জন্য।

তাই অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠানের যে নম্বর গুলো দেওয়া হয়েছে , কোর্স করতে ইচ্ছুক হলে সেই নম্বরে মাঝে মাঝে ফোন করে যোগাযোগ রাখা ও কখন কি ফর্ম বেরোবে তার সম্পর্কে আপডেটেড থাকাটাই বাঞ্চনীয়।

ফোন করতে কোনো ধরণের লজ্জা বোধ করার কিছু নেই। কর্তৃপক্ষ ফোন নম্বর দেয়, যাতে ইচ্ছুক রা যোগাযোগ করতে পারে , আর যেহেতু এতে তোমাদের (ছাত্রছাত্রীদের) ভবিষ্যৎ জড়িয়ে তাই অতি অবশ্যই সমস্ত বিষয় ভালো করে খোঁজ নেওয়া , তথ্য জানা তোমার অধিকার।

এবং কোনো জায়গায় কোনোরকম টাকা বা ফী দেওয়ার আগে ভালোভাবে খোঁজ নিয়ে এবং পরিবারের সঙ্গে আলোচনা করেই তা খরচ করা উচিত ]

উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়ার পর কোন কোন বিষয়ে গ্র্যাজুয়েশন করা যায় এই সংক্রান্ত প্রথম নিবন্ধটি অবশ্যই পড়ুন।

ট্রান্সক্রিপশন করে আয় করার সেরা ওয়েবসাইট

অনলাইনে ছবি বিক্রি করে আয় করবেন কিভাবে?

DMCA.com Protection Status

Spread the love

Leave a Comment

error: Content is protected !!